নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
মধুরিমা,
আবার ফিরে এলে ভালোবাসায়
আবার এলে জীবনে
এলো নতুন ছন্দ নতুন সুর নতুন গান তব নতুন স্পর্শ আলিঙ্গনে।
কি ভালো যে লাগছে প্রিয় আবার তোমায় দেখে
এই নববর্ষের দিনে।
নব আহ্বানে
আবার জমবে খুনসুটি!
আবার হবে অকারণ হুটোপুটি
চলবে মান অভিমান।
ভাবতেই অন্য মাত্রার অনূভুতি জড়ো হচ্ছে মনে
গভীর সঙ্গোপনে
জমে যাবো ঠিক জমে যাবো গভীর প্রেম প্রণয়ে দুজনে।
কাটাবো চুম্বনে আলিঙ্গনে জমজমাট একেকটি রাত।
তারপর দিবালোকে..
পাখি হবো দুজনে যাবো দুর বহু দুর।
ওই মেঘেদের দেশে
হাওয়ার ভেসে।
এসো তবে পাখি হয়ে উড়ি।
না হয় হই চিল ঘুড়ি।
এসো সুগন্ধি ফুল হই।
এসো প্রকৃতি সাজাই
এসো প্রজাপতি রঙে আঁকি আমাদের ক্ষণগুলি।
কি যে ভালো লাগছে প্রিয় তোমার ভালোবাসার ছায়ায়
আবার ধরেছো এই হাত তুমি প্রবল মায়ায়।
মনতো এই চায় তোমারই শুধু রই
মন তো এই চায় সারাক্ষণ তোমার হই।
তুমি দেখো আমায়,
আমি দেখি তোমায়
প্রিয়তমা
বিভোর অনুভবে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
এই কবিতাটি মধুরিমা সিরিজের শেষ কবিতা।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৪
ইসিয়াক বলেছেন:
মধুরিমাকে নিয়ে প্রায় ত্রিশটা কবিতা আছে আর কত? আপাতত মধুরিমা ভালো থাকুক ।
আপনিও আপনার ছোট্ট ইভানুস্কা নিয়ে ভালো থাকুন। ছোট্ট বাবাটার জন্য অনেক অনেক দোয়া রইলো।
২| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:২২
জুল ভার্ন বলেছেন: লেখা ভালো হয়েছে। নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৭
ইসিয়াক বলেছেন:
আপনার প্রতিও নতুন বছরের শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।
শুভ কামনা সতত।
৩| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৩
কাছের-মানুষ বলেছেন: চমৎকার হয়েছে কবিতা। নববর্ষের শুভেচ্ছা রইল।
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩০
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। কৃতজ্ঞতা রইলো।
শুভ নববর্ষ।
৪| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৯
আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,
অবশেষে মাধুরীমার নদীতে বইয়ে দিলেন প্রেমের বাণ। এবার ভালোবাসায় যে তাকে ফিরতেই হয়!
শুভ নববর্ষ।
০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৫
ইসিয়াক বলেছেন:
শুভ নববর্ষ প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
৫| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৩
জটিল ভাই বলেছেন:
সুন্দর অভিব্যক্তি। আপনার জন্যেও শুভ কামনা রইলো প্রিয় ভাই
০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৬
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
৬| ০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: Very romantic
০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৭
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ প্রিয় লেখক।
শুভকামনা রইলো।
৭| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২২
সেলিম আনোয়ার বলেছেন: শুভ নববর্ষ।
০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৭
ইসিয়াক বলেছেন:
শুভ নববর্ষ প্রিয় কবি।
৮| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৯
জ্যাকেল বলেছেন: আমি কবিতার ফ্যান নই তবে আপনার এই কবিতা খুব সুন্দর লেগেছে।
০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫১
ইসিয়াক বলেছেন:
কবিতা পাঠে মন্ত্যবে ও লাইকে অনুপ্রাণিত হলাম।
অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
৯| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৮
শায়মা বলেছেন: সুন্দর কবিতা মধুরীমার জন্য ভাইয়া
০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৭
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু।
ভালো থাকুন সবসময়।
১০| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: বছরের শুরুতে শূন্য হৃদয় মধুরিমা পূর্ণ করেছে। ভরে উঠুক হৃদয় বিনিময়ের খুনসুটি। কবিতা ভালো হয়েছে। বলতে বাধ্য হচ্ছি কবিবর মুধুরিমায় মধুময় মধুমতি ....
০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৬
ইসিয়াক বলেছেন:
বলতে বাধ্য হচ্ছি কবিবর মুধুরিমায় মধুময় মধুমতি ....
ওয়াও ! আমার লেখা এতদিনে মনে হইলো স্বার্থকতা পাইলো।
মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় ব্লগার।
নতুন বছরের শুভেচ্ছা সহ শুভকামনা রইলো প্রিয় দাদা।
ভালো থাকুন সবসময়।
১১| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৪
ঢুকিচেপা বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।
আপনার মধুরিমা ভালো থাকুক আপনাকে নিয়ে, তাহলেই সুন্দর সুন্দর কবিতা আসবে।
০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৮
ইসিয়াক বলেছেন:
আগে বলেন এতদিন কোথায় ছিলেন? আশা করি ভালো ছিলেন ।
আপনার প্রতিও নববর্ষের শুভেচ্ছা রইলো প্রিয় ভাই।
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভ নববর্ষ মধুরিমা। নববর্ষেই মধুরিমার প্রস্থান ! খারাপ লাগছে।