নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

খোকার ঘুম[শিশুতোষ ছড়া]

০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৭


রাত্রি হলো ফুল ফুটলো
চাঁদ জাগে আকাশে।
খোকার চোখে ঘুম নেইকো
খিলখিলিয়ে হাসে।

খোকার চোখে ঘুম এনে দে
ওরে সোনার চাঁদ।
তোরে দেখে দেখনা ও চাঁদ
সে করে আহ্লাদ।

জোছনারে তুই লক্ষী আমার
রূপের সেরা রাণি।
আয়না এসে বসনা পাশে
তোকেই আপন জানি।

নদীর পাড়ে ছায়া ফেলে
মেঘ চলেছে ভেসে।
ওরে মেঘ তুই ও আয়
বসনা খোকার পাশে।

বাতাস এসে অভিমানে
গাল ফুলিয়ে কয়।
সবারে ডাকো আমায় তো নয়
পর কি আপন হয়!

মান করোনা ও বাতাস তুমি
মান করোনা আর।
আমরা সবাই খোকা বাবুর
একান্ত আপনার।

এই কথাতে ফুল পাখি সব
মিষ্টি হেসে হেসে।
নানান সুরে নানান তালে
গান শুনাতে আসে।

গান শুনে আর জোছনা মেখে
খোকার চোখে নামে ঘুম।
রাত বাড়লে সব শুনশান
এলাকা নিঝঝুম্।

© রফিকুল ইসলাম ইসিয়াক।

রি-পোস্ট

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন ছন্দময় কাব্য।

০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩১

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় মাইদুল ভাই।
ভালো থাকুন সবসময়।

২| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৫

জুল ভার্ন বলেছেন: রাবরের মতোই সুন্দর ছন্দ কবিতা।

০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩২

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার। মন্তব্যে দারুণ অনুপ্রাণিত হলাম।
শুভ কামনা সতত।
ভালো থাকুন সবসময়।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৯

শায়মা বলেছেন: সুর দিয়ে ঘুম পাড়ানী গানও বানানো যেতে পারে।

০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৭

ইসিয়াক বলেছেন: বাহ! চমৎকার প্রস্তাব।
কৃতজ্ঞতা রইলো আপু।
ভালো থাকুন সবসময়।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ===================

খোকার চোখের ঘুম ফুরালো
রাতের বুকে শশি
হাসে খোকা খিলখিলিয়ে
চাঁদ দেখে সে খুশি।

ওরে শশি ঘুম এনে দে
আমার খোকার চোখে,
তোর বিরুদ্ধে থানায় কিন্তু
মামলা দেব টুকে।

জোছনার আলো ছড়িয়ে তুই
ঘুম ছিনিয়ে নিলি,
ঘুম এনে দে খোকার চোখে,
দেব পানের খিলি।

নদীর জলে ঝিলিমিলি
তোরই আলো ভাসে,
শশির রূপে খোকা দেখি
মিটমিটিয়ে হাসে।

হাওয়ার বাজে পাতার বাঁশি
খোকা রইলো জেগে
ঘুম এনে দে শশি বাবু
নইলে যাবো রেগে।

মান অভিমান পুষিস না তুই
খোকার পাশে আয় না,
রাখবি নাকি আজকে আমার
একটুখানি বায়না?

ফুলপাখিরা গাইছে ঐ গান
তুই ছড়াচ্ছিস আলো,
এসব দেখে খোকা বাবুর
লাগছে কীযে ভালো।

নির্ঘুম রাতের মধ্যিখানে
খোকা বসে আছে,
আমি ঘুমাই শশি তুই কি
আসবি খোকার কাছে?

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:০৬

ইসিয়াক বলেছেন: অসাধারণ লাগলো আপনার কবিতা ।
আমি মুগ্ধ।
শুভ কামনা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

৫| ০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৭

জটিল ভাই বলেছেন:
এক কবির পোস্টে এসে
আরেক কবির কমেন্ট,
দুটোই পড়ে খোকার এখন
বড্ড জটিল মোমেন্ট।

ইসিয়াক ভাই না ছবি আভী
খোকা বুঝে না পায়,
এসব দেখে খোকাবাবু দেখো
বড্ড ভীড়িম খায়।

খোকার ভীড়িম খাওয়া দেখে
চাঁদ মুচকি হাসে,
চাঁদ ভাবে কি জোছনা ছড়াবে
এই দুই কবির পাশে!

চাঁদ ভাবছে চুপ থাকিয়া
দেখবে এবার মজা,
দুই কবিই খোকার ঘুমের
বাজাবে বারোটা যা। =p~

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:০৮

ইসিয়াক বলেছেন: হো হো হো আপনার কবিতা পড়েও আমি মুগ্ধ।

এক কথায় দারুণ।

শুভ কামনা রইলো প্রিয় ব্লগার।

৬| ০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:০৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
শুভ কামনা সতত।

৭| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: মনে হচ্ছে পড়া পড়া লাগছে।ফুটনোটে এসে বুঝলাম আমার পড়া অর্থাৎ রিপোস্ট।

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:১৬

ইসিয়াক বলেছেন: আরে আগের পোস্টে আপনার কমেন্ট নেই তো তাই রিপোস্ট দিলাম। দেখলাম বাবু মশাইয়ের আগমন ঘটে কিনা! যাক তিনি অবশেষে এলেন।



অঃ টঃ আসল কথা হলো সামনে ছড়া সংকলনের ইবুক আসছে বইটই থেকে। তার জন্য শিশুতোষ ছড়া কবিতা বাছাই করছিলাম। ভাবলাম একটু যাচাই করে নেই।

শুভ কামনা রইলো প্রিয় দাদা।
শুভ রাত্রি।

৮| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৫

চাঁদগাজীর সমর্থকগোষ্ঠী বলেছেন:


সকাল ১০টায় রাতের ছবিতে ঘুমন্ত শিশু!

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:১১

ইসিয়াক বলেছেন: আমি তাই বলি এত দেরিতে কেন আপনার আগমন!
সারাদিন অপেক্ষায় ছিলাম কিন্তু......
বাবুসোনাকে ছড়াটা শোনাতে পারেন, ওর নিশ্চয়ই ভালো লাগবে।

৯| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২০

চাঁদগাজীর সমর্থকগোষ্ঠী বলেছেন:

ছড়াটা আরেকটু ভালো করা যেতো। তেমন মনোযোগ হয়তো দেননি।

০৭ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:৪০

ইসিয়াক বলেছেন:



ঠিক আছে। চমৎকার পরামর্শ দিয়েছেন। একটু সময় নিয়ে আবার ভাববো ছড়াটিকে নিয়ে।
ভালো থাকুন।

১০| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৩৪

নেওয়াজ আলি বলেছেন: ভীষণ মনোমুগ্ধকর কবিবর।

০৭ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:৪১

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় মহী ভাই।
ভালো থাকুন সবসময়।
শুভ সকাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.