নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ অকরুণ খেলা

০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৭



ক্ষণিক আবেগের বশে
"ভালোবাসি "
বলেছিলে কোন একদিন।

বোকা আমি
বিরহের অনলে পুড়ে পুড়ে
চুকালাম সেই জন্মান্তরের ঋণ।

সেদিনের পর,
কোনদিন ধর নি তো হাত তুমি ভুল করে!

কোনদিন রাখো নি তো চোখে চোখ তুমি ভুল করে।

কবে সেই কোন কালে
শুধু একবার
কিশোরী আবেগে তুমি হয়েছিলে একান্ত আপনার।

এরপর

কোনদিন শোনাও নি তো কোন গান তুমি ভুল করে।

দাড়াওনি কোন দাবি নিয়ে আমার পথ আগলে।

দিয়েছো কি কোন চিঠি অথবা কোন ফোন কল?
বরং তব চোখে দেখেছি বিরক্তির অনল।

সুজন হতে চেয়েছিলাম দুর্জন হলাম।
তোমার দেওয়া শত আঘাত একাকী সইলাম।

এই যে তোমার বন্ধু হতে চেয়ে শত্রু হলাম
তাতেই আমি বোকার মত ধন্য হলাম।

জানি এ জীবন মিছে খেলাঘর
চাহিদার ঘেরাটোপে সবাই স্বার্থপর।

না ফোটা ফুল আমি কুড়িতে শুকাই
বিষন্নতার মাঝে আপনারে লুকাই।

চলমান সময় স্রোতে তুমি স্রোতস্বিনী
মায়ার বাঁধন তুমি কখনও হিসাবে আনো নি।

ভালোবাসা নয় চেয়েছো নিজের নিশ্চিত নিরাপত্তা বিধান
স্বার্থের অনুদানে গড়েছো নিজের কল্যান।

© রফিকুল ইসলাম ইসিয়াক

ছবি গুগোল থেকে

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২২

আলমগীর সরকার লিটন বলেছেন: কবি দা কেমন আছেন চমৎকার এক কবিতা পাঠ করলাম ভাল থাকবেন

০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২২

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় লিটন ভাই।
আপনার আগামী দিন গুলো আরও সুন্দর কাটুক।
আলোকিত হোক পথচলা।

২| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৬

কালো যাদুকর বলেছেন: সব প্রেমই সার্থের মায়া জালে আটকে যায়। সুন্দর কবিতা ৷

০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৬

ইসিয়াক বলেছেন: সব প্রেম কি সত্যি স্বার্থের মায়াজালে আটকে যায়? আমার অবশ্য তা মনে হয় না।কোন কোন প্রেম নির্মোহ, নির্লোভ হয়ে থাকে তবে অবশ্যই হাতে গোনা।
জগতের সকল প্রাণি সুখী হোক।
ভালো থাকুন সবসময়।
শুভ রাত্রি।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:

০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৬

ইসিয়াক বলেছেন: !

৪| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এর তুলনা নেই।



কবে সেই কোন কালে
শুধু একবার
কিশোরী আবেগে তুমি হয়েছিলে একান্ত আপনার।

০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৮

ইসিয়াক বলেছেন: প্রথম জীবনের প্রেম মানে বিশেষ কিছু। হাজার চেষ্টাতেও তারে না যায় ভোলা। নানা অজুহাতে ফিরে আসে বারবার।
শুভ কামনা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
শুভ রাত্রি।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
আপনার আগামী আরও সুন্দর হোক।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০০

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর! +

১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৮

ইসিয়াক বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভ সকাল।

৭| ০৯ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছৈ

১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৯

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো আপু।
ভালো থাকুন সবসময়।

৮| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:১৮

শেরজা তপন বলেছেন: এত ভাব আসে ক্যমনে কবি? :)
চমৎকার হয়েছে!

১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪২

ইসিয়াক বলেছেন: হা হা হা ...। অনেকদিন কবিতা লিখি নাই প্রিয় ব্লগার তাই ভাবলাম একটা কবিতা লিখি .......আর আমি কবিতা লিখতে গেলেই কেমন যেন বিরহের কবিতা হয়ে যায় । কেন বিরহের কবিতা লিখি সেটাও একটা বিরাট রহস্য B-)

ভালো থাকুন সবসময়। শুভকামনা রইলো।

৯| ১০ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:০৬

নেওয়াজ আলি বলেছেন: খুব চমৎকার।

১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৫

ইসিয়াক বলেছেন:




ধন্যবাদ মহী ভাই।
ভালো থাকুন সবসময়।

১০| ১০ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৪৮

হাবিব বলেছেন: মন্তব্য না করলেও ব্লগে চোখ বুলাই নিয়মিতই

১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৬

ইসিয়াক বলেছেন: নিশ্চয় ভালো আছেন প্রিয় হাবিব ভাই?

ভালো থাকুন সবসময়।

১১| ১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:৪১

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,



আসলেই ভালোবাসা-বাসি একটি অকরুন খেলাই।

একটি হাসি দিয়ে ভালোবাসার শুরু, চুম্বনে তা বাড়ে কিন্তু শেষ হয় চোখের জলে ।

১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৫

ইসিয়াক বলেছেন:





আসলেই ভালোবাসা-বাসি একটি অকরুন খেলাই।

একটি হাসি দিয়ে ভালোবাসার শুরু, চুম্বনে তা বাড়ে কিন্তু শেষ হয় চোখের জলে ।




আসলে এটাই চরম সত্য তবুও মোহের বশে শুধু খুঁজে ফিরি তারে।

ভালো থাকবেন শ্রদ্ধেয় ব্লগার
শুভকামনা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.