নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
নীল গগনে ডানা মেলে
উড়ছে কয়েকটি পাখি।
ছোট্ট খুকু অবাক হয়ে
দেখছে মেলে আঁখি।
কুসুমবাগের বৃক্ষ লতায়
শত রঙের ফুল।
বিষ্ময়ে ছোট্ট খুকু
আহ্লাদে হয় আকুল।
ফুলের ঘ্রাণে অলি আসে
মধু যে তার চাই।
প্রজাপতিও মেলল ডানা
একই বাসনায়।
ঝিলের জলে মাছেরা সব
দেখছে কি হলো।
মাছরাঙাটি সেই মুহুর্তের
ঠিকই সুযোগ নিলো।
শোকে দুঃখে মাছের মায়ের
উতলা কান্না।
খুকুর মা মন খুশিতে
বসিয়েছেন রান্না।
মাছ খাবে না বলে খুকু
মাছের মায়ের দুঃখে।
মা বলে কেন কাঁদিস ওরে
অকারণ শোকে?
খুকু তবু বোঝে না
কান্দে জারেজার।
সকল কিছুর প্রতি তার
মায়া অসীম অপার।
বিশেষ দ্রষ্টব্যঃ ইহা একটি আবোল তাবোল ছড়া সিরিয়াস কিছু নয়।
ছবি গুগোল থেকে
© রফিকুল ইসলাম ইসিয়াক
১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৪
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সহ শুভকামনা রইলো প্রিয় লিটন ভাই।
২| ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০০
জুল ভার্ন বলেছেন: চমতকার কবিতা!!!
১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
৩| ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০২
সেডরিক বলেছেন: আহা! মায়া
ভালো লিখেছেন কবি
১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৫
ইসিয়াক বলেছেন:
মন্তব্যে ভালো লাগা ছুঁয়ে গেল প্রিয় ব্লগার। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা সতত।
৪| ১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ছড়া ভালো হয়েছে।
২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয়।
৫| ১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ©কাজী ফাতেমা ছবি
=উড়ছে পাখি ডানা মেলে=
উড়ছে পাখি ডানা মেলে
নীল আকাশের বুকে
পাখি দেখে ছোট্ট খুকির
দিন কেটে যায় সুখে।
খুকির চোখে অবাক বিষ্ময়
কী সুন্দর এই ধরা,
ভাবে খুকি এসব সুন্দর
প্রভুর হাতের গড়া!
ফুলে ফড়িং দেখে খুকি
সুখে আত্মহারা,
খুকির চোখে বইছে আহা
মুগ্ধতারই ধারা।
খুকি ভাবে উড়তো যদি
প্রজাপতির ডানায়,
পড়াশুনা ফেলে খুকি
হারাতো অজানায়।
খুকি গিয়ে পুকুর জলে
উঁকি মেরে দেখে
মাছ'রা কেমন কাটছে সাঁতার,
কাদা জল ঐ মেখে!
মাছরাঙাটা জলে ডুবে
মাছ কী করে ধরে,
কত ভাবনার উথাল পাথাল
খুকির মনের ঘরে।
পায়েস রেঁধে খুকির মায়ে
হাত বাড়িয়ে ডাকে,
খুকি সুখে হাসি দিয়ে
মনে খুশি আঁকে।
সূর্যি উঠে পূর্ব দিকে
পশ্চিমে যায় ডুবি
খুকি একদিন হবে বড়
ভুলে যাবে সবই।
২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৯
ইসিয়াক বলেছেন: এক কথায় অসাধারণ। আমি মুগ্ধ।
কৃতজ্ঞতা রইলো আপু।
শুভ কামনা সতত।
৬| ১২ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫১
জটিল ভাই বলেছেন:
খুকু নিয়ে ইদানিং পদ্য
লিখিলে ইসিয়াক ভাই,
সেই পদ্যের মন্তব্যে
আভীর পদ্য দেওয়া চাই।
কিন্তু আমরা অবলা পাঠক
তখন পরি ধান্ধায়,
কোনটা রেখে কোনটা পড়ি
এই ভাবিয়া জান যায়।
আমি ভাবি এমন সময়
খুকুর কি অবস্থা!
খুকু তখন পাগলপ্রায়
ফেলে দিয়ে নাস্তা!
২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:২০
ইসিয়াক বলেছেন: হা হা হা.....
আপনার ছড়াটিও বেশ।
চমৎকার মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় ব্লগার।
শুভ কামনা সতত।
৭| ১২ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৫
শায়মা বলেছেন: ভাইয়া
তোমাকে খোকাখুকুর ছড়ার বই বের করতে হবে।
২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৪
ইসিয়াক বলেছেন: আপু,
যদি বেঁচে থাকি তোমাদের দোয়ায় একদিন না একদিন নিশ্চয় একটা ছড়ার বই হবে।
শুভ কামনা রইলো।
ভালো থেকো সবসময়।
৮| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো হইছে শিশুতোষ....
আই মিয়া নিজে করলেন অনুগল্প। রাতের বেলা তারা ছুরি টুরি নিয়ে কোথায় যায় সে খবর কি আমি রাখি? আমি ওসব কিছু জানিনা। ওদেরকে পুলিশি দিবেন কি আরেকজনের বৌয়ের হাতে তুলে দিবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার। তাই বলে আমাকে জিয়াই ক্যান? এমন করে পড়া ধরলে কিন্তু আর ক্লাসে যামুনা।
২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৭
ইসিয়াক বলেছেন: হা হা হা কেমন ধাঁধায় ফেললুম বলুন দিকিনি? মাঝে মাঝে পড়া ধরলে না ধরলে ফাঁকি দিচ্ছেন কি-না কি করে বুঝবো? তাই এই চেষ্টা
ভালো থাকা হোক।
সাথে থাকুন সুলেখক।
শুভ কামনা রইলো প্রিয় দাদা।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪০
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর হয়েছে কবি দা ভাল থাকবেন