নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

শৈশবের স্মৃতিঃ শবেবরাত

১৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৭


ছোটবেলা যখন ঢাকার মোহাম্মদপুরের শের শাহ শুরি রোডে থাকতাম তখন শবেবরাত এর দিনটা এখনকার মত এমন ছিল না। বেশ উৎসব মূখর পরিবেশ ছিল তখন।

শবে বরাতের বেশ কদিন আগে থাকতেই আম্মা বাজার থেকে হালুয়া তৈরির উপকরণ সংগ্রহ করতে শুরু করতেন বাসার কাজের সাহায্যকারী ইসমাইল ভাইয়াকে দিয়ে ।
এখানকার মতো তখনও শবে বরাত বা রোজা আসার আগ থেকে জিনিসপত্রের দাম বাড়া শুরু হতো।
চিনি, ছোলার ডাল, ঘি, সুজি, ময়দা,গুঁড়ো দুধ, পোলাওয়ের চাল, কিসমিস, বাদাম আর গ্রাম থেকে আসা চালের গুঁড়া সংগ্রহ শেষে সেগুলো কৌটায় গুছিয়ে তোলা হতো।
শহরের আটা ভাঙানো মিল থেকে যদিও চাল গুঁড়া করা যেত কিন্তু সেই গুঁড়াতে রুটি ভালো হতো না।কেন জানি ফেটে যেতো। ঢেঁকি ছাটা চালের গুড়ায় নাকি রুটিটা ভালো হয়। আমি অত সত না বুঝলেও মা বলতেন তাই জানি আর কি।
তো প্রথমে ছোলার ডাল কেনার পর ঝেড়ে বেছে রোদে দেওয়া হতো। সুজি ও বেছে খুঁটে পরিষ্কার করা হতো কারণ অনেক সময় সুজির ভিতর ছোট ছোট পোকা হয় সেই কারণে সম্ভবত।
ময়দা টুকনি দিয়ে ভালো করে টুকে নেওয়া হতো ময়দার হালুয়ার জন্য। এগুলো সব আম্মা নিজ হাতেই করতেন। আমি বসে বসে দেখতাম।কারণ খাওয়া দাওয়ার আয়োজন সবসময় ই আমার কাছে প্রিয়।

যাহোক তারপর শবেবরাতের আগের রাতে আম্মা ডাল ভিজিয়ে রাখতেন এবং উঠতেন প্রায় মধ্য রাতে।প্রেশার কুকারে এমন ভাবে সিদ্ধ করা হতো ছোলার ডাল তাতে শিল পাটায় আর বাটা লাগতো না। এরপর শুরু হতো নানা পদের হালুয়া তৈরির কাজ।
ছোলার ডালের বরফি,সুজির কয়েক পদ হালুয়া, ডিমেরও কয়েক পদ হালুয়া সহ আরও নানা রকম হালুয়া।
সকালের কিছু পর থেকে অনেক মানুষ আসতো হালুয়া রুটি নিতে।এই রুটি বিলানো দায়িত্ব ছিল আমার।
ভিতর বাহির করতাম আমি সানন্দেই।

একেক জনের হাতে বেশ বড় সড় হালুয়া রুটির প্যাকেট দেখে অবাক হতাম। এত রুটি ওরা কি করতো তা রহস্য হিসাবে ছিল অনেক দিন পর্যন্ত । একদিন শবেবরাতের পরের দিন এক বন্ধুর বাসায় গেছি। ছাদে উঠে খেলা করছি এমন সময় পাশের বস্তিতে চোখ পড়তে দেখি হাজার হাজার রুটি। সব রুটি তাদের ছোট ছোট টিনের ছাদে সারি বেঁধে বিছানো।আসলে এগুলো দীর্ঘ দিন সংরক্ষণের জন্য রোদে শুকাবার পদ্ধতি । পরে শুনেছি অনেকে এই শুকনো রুটি পাপড় হিসাবে ভেজে খেতো।
যাহোক শবেবরাতের বিকালবেলাটাও আমার ভীষণ ব্যস্ততায় কাটতো। সারা পাড়ায় ট্রেতে করে নানা পদের হালুয়া আর রুটি বিলাতে বের হতাম।অন্যরাও আমাদের বাসায় দিয়ে যেত সমানতালে। সেই সময় অবশ্য আমার বাড়ির আশেপাশের বন্ধুরা ততক্ষণে পটকা বাজি ফোটানো শুরু করে দিয়েছে। পটকা বাজি শবেবরাতের বেশ কদিন আগে থেকেই ফোটানোর চল ছিল। শবেবরাতের রাতে আমরা তারাবাজি জ্বালাতাম। পটকা বাজি আমাদের বাড়িতে নিষিদ্ধ ছিল। অন্যান্যরা মুররা ( এক প্রকার চলমান বাজি যা বেশ ক্ষতিকর,কখনও কখনও আগুন লেগে যেত বা কারো লুঙ্গিতে ঢুকে পা, কাপড় পুড়িয়ে দিতো) ও নানারকম বাজি ফুটাতো।আমরা ওসব থেকে দুরে থাকতাম।
সন্ধ্যায় বড়রা কেউ কেউ গোসল করতেন। তারপর মাগরিবের নামাজ আদায় পর্ব। নামাজের পরে মাংস আর রুটি খেতাম খুব মজা করে। তারপর মিলতো একটু স্বাধীনতা তবে কড়া নির্দেশও দেওয়া থাকতো সেই সাথে। কোন বাজে রিপোর্ট আসলে তার খবর হয়ে যেত। আমরা বন্ধুদের সাথে বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে নামাজ পড়তাম। নানা গল্প আর মজাও করতাম। এদিকে ওদিকে ঘোরাঘুরি করতাম যা অন্য দিন ছিল কল্পনার অতীত।তবে রাত বারোটার আগে বাসায় ফিরতে হতোই।
বাসায় ফিরে দেখতাম আম্মা নামাজে আমি তাঁর নামাজের পাটির পাশে গুটিশুটি হয়ে শুয়ে একসময় ঘুমের রাজ্যে তলিয়ে যেতাম।
যখন চোখ মেলতাম তখন দেখতাম সকাল হয়ে গেছে। বাড়ির প্রায় সকলে তখনও ঘুমিয়ে। জানালা দিয়ে বাইরে দেখতাম। ফাঁকা রাস্তা দেখে অন্য রকম অনুভূতি কাজ করতো।
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২২ রাত ৮:০৫

কালাচাঁদ আজিজ বলেছেন:

আশির দশক বা তার আগে যাদের জন্ম তাদের সবাইর শৈশব ও কৈশোরে এমন কিছু কিছু স্মৃতি আছে, শহরের মত গ্রামে এত বাজি ফুটতো না কারণ আর্থিক বিষয় তবে আনন্দ উৎসব বেশ ভালই হতো।

আমার স্মৃতি কথন বেশ ভাল লাগল।

২০ শে মার্চ, ২০২২ রাত ১০:০৫

ইসিয়াক বলেছেন: ঠিক বলেছেন প্রিয় ব্লগার।
এখন সব কিছু কেমন যেন বদলে যাচ্ছে।
আহা! সেই দিনগুলোতে ফিরে যেতে আবার সাধ হয়।
জানি ফেরা হবে না।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা রইলো।

২| ১৯ শে মার্চ, ২০২২ রাত ৮:২৫

শায়মা বলেছেন: আমার শবেবরাতও ঠিক এমনই ছিলো।

নানা রকম হালুয়া।
এ বাড়ি ও বাড়ি নানা রকম রেকাবী করে আদান প্রদান। সেই হালুয়া আবার কুরশি কাটা বা সুন্দর নক্সাদার ঢাকনী দিয়ে ঢাকা।
সন্ধ্যা থেকে সবার নামাজের প্রস্তুতি।

যেন এক অন্য রকম দিন যা ঈদের দিনের চাইতেও কম আনন্দময় ছিলো না।

২০ শে মার্চ, ২০২২ রাত ১০:০৮

ইসিয়াক বলেছেন: বাহ! মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় ব্লগার ।
আগেকার শবেবরাতের সেই দিনগুলো সত্যি খুব মিস করি।
এভাবে দিন চলে যায় সবকিছু বদলে যায়। থেকে যায় স্মৃতি।

শুভকামনা সবসময়।

৩| ১৯ শে মার্চ, ২০২২ রাত ৯:৪৮

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর স্মৃতি !
আমাদের শৈশব অনেক অনেক সুন্দর ছিল।

২০ শে মার্চ, ২০২২ রাত ১০:১০

ইসিয়াক বলেছেন: ঠিক তাই আপু। আমাদের সময়ের শৈশব অনেক অনেক রঙিন ছিল।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা রইলো।

৪| ১৯ শে মার্চ, ২০২২ রাত ৯:৫১

কালো যাদুকর বলেছেন: সবেবরাতের মধুর স্মৃতি মনে করিয়ে দিলেন। আমারও অনেকটা এরকমই ছিল।

২০ শে মার্চ, ২০২২ রাত ১০:১১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
মন্তব্যে ভালো লাগা জানবেন।
শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন সবসময়।

৫| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১১:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: স্মৃতি গুলো মনে পড়ে যায়
ছোট বেলার হাসি ভরা দিনে
মনে পড়ে যায় মন হারায়
হারানো দিনের সৃতির পটে

২০ শে মার্চ, ২০২২ রাত ১০:১৫

ইসিয়াক বলেছেন: চমৎকার কাব্যিক মন্তব্যে ভালো লাগা জানবেন।

শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।

৬| ২০ শে মার্চ, ২০২২ সকাল ৭:০৮

সোহানী বলেছেন: আমরা দারুন একটা শবেবরাত করতাম। তবে এখন কেন হয় না, জানতে চাই।

২০ শে মার্চ, ২০২২ রাত ১০:১৯

ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার
এখনকার জীবন আরও জটিল তার উপর নতুন নতুন ধর্মীয় বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ হচ্ছে সমাজ। লোক লৌকিকতা সামাজিকতা ধার কেউ ধারছে না। আমার তো মনে আমরা ক্রমশ পিছু হটছি।সামনে হয়তো কঠিন দিন অপেক্ষা করছে।
কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন সবসময়।

৭| ২০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবেবরাতের আয়োজন, সে কি এক মধুর সময় ছিল। উৎসবমুখর পরিবেশ । আনন্দে থাকতাম সবসময়।

২০ শে মার্চ, ২০২২ রাত ১০:২০

ইসিয়াক বলেছেন: সৈয়দ মশিউর রহমান আপনাকে আমার পাতায় স্বাগতম।
ভালো কাটুক আপনার সকল সময়।
শুভকামনা রইলো।

৮| ২০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩৮

ফয়সাল রকি বলেছেন: আহ শৈশব!

২০ শে মার্চ, ২০২২ রাত ১০:২২

ইসিয়াক বলেছেন: এখন আর সেই দিনগুলোতে ফিরে যাওয়া যাবে না। শুধু স্মৃতিগুলো রয়ে গেছে প্রিয় ব্লগার।
শুভ রাত্রি।

৯| ২০ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আগের শবেবরাতগুলো কত সুন্দর ও রঙিন ছিল। +++

২০ শে মার্চ, ২০২২ রাত ১০:২৩

ইসিয়াক বলেছেন: পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় মাইদুল ভাই।
শুভকামনা সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.