নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
এই যে তোমায় পাওয়া হলো দীর্ঘ সংগ্রাম শেষে।
থেকো তবে কাছেই থেকো একান্ত ভালোবেসে।
প্রেমের পথের কাটাগুলো আপাতত নেই
তাই বলে বিরহ জ্বালা সে কিন্তু থাকবেই।
খুনসুটি আর ঝগড়া সে তো প্রেমের টনিক
অভিমান হবে হয়তো রাগ ও হবে খানিক।
তাই বলে চির বিচ্ছেদ নয় নয় প্রিয়
ভুল যদি করি কিছু তুমি শুধরে দিও।
আমরা দুজন সকল কাজে হব দৃষ্টান্ত
ভালোবাসার শেষ দেখে তবেই হবো ক্ষান্ত।
© রফিকুল ইসলাম ইসিয়াক।
২০ শে মার্চ, ২০২২ রাত ১০:৫৩
ইসিয়াক বলেছেন:
কবিতা পাঠ,মন্তব্য ও লাইকের জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় স্বপন ভাই।
ভালো থাকুন সবসময়।
শুভেচ্ছা রইলো।
শুভ রাত্রি।
২| ২০ শে মার্চ, ২০২২ রাত ১১:০২
জগতারন বলেছেন:
শুভ রাত্রি !!!
আমাদের এখানে এখন ঝক-ঝকা রোদেলা একটি দিন এখন।
২০ শে মার্চ, ২০২২ রাত ১১:১৬
ইসিয়াক বলেছেন:
হা হা হা জানি তো.. এই বলতে হয় তাই বলা।
আপনার দিনটা ভালো কাটুক।
শুভকামনা।
৩| ২১ শে মার্চ, ২০২২ রাত ১২:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: কেমন সহজ সরল হয়ে গেলো।
২২ শে মার্চ, ২০২২ রাত ১১:২৮
ইসিয়াক বলেছেন:
হা হা হা .... সহজ সরল ই তো।
ভালো থাকুন। শুভরাত্রি।
৪| ২১ শে মার্চ, ২০২২ রাত ১:৩৭
জটিল ভাই বলেছেন:
এই ভালবাসা থাকুক সচল,
খুঁজে না পাক কোনো তল।
২২ শে মার্চ, ২০২২ রাত ১১:৩০
ইসিয়াক বলেছেন:
শুভকামনা প্রিয় ভাই।
শুভ রাত্রি।
৫| ২১ শে মার্চ, ২০২২ সকাল ১০:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন:
কাছে থাকার কিছু শর্ত আছে, মেনে নেবে?
চাই না বিত্ত বৈভব, শুধু প্রেম চাই
চাই ভালোবাসা! দেবে?
যুদ্ধ শেষে তোমাকে হলো পাওয়া
তুমি পেলে আমায়, বলো তো এখন
জীবনের কাছে কী হতে পারে চাওয়া?
ভুলগুলো শুধরে দিয়ো ঠোঁটে রেখে মিঠে বুলি,
বাকবিতন্ডা আর বিতৃষ্ণা না হয় চাঙ্গে রাখবো তুলি;
সমঝোতায় সংসার, সে হয় গুছালো পরিচ্ছন্ন,
সোনা রূপা হীরে নয়, রোজ একটি গোলাপ
এনো আমার জন্য।
যে কাঁটাপথ পেরিয়ে আমাদের স্বপ্ন হল পূর্ণ,
ভুল বুঝে অযথা কখনো করো না তা চূর্ণ;
বাড়িয়ো না বিরহ জ্বালা,
চাই না দেখতে আর জীবনজুড়ে বিষাদের যাত্রাপালা।
হ্যাঁ ঝগড়া থাকবেই, তাই বলে নিয়ো না ফিরিয়ে মুখ;
খুঁনসুঁটিতে মাতিয়ে রেখো মন, সদা থেকো হাসিমুখে
আমার সম্মুখ;
অভিমান ভাঙ্গিয়ো,
বসন্ত প্রেম দিয়ে মন আমার রাঙিয়ো।
কখনো অভিমানকে মনে করো না ভুল বুঝাবুঝি;
দুরত্ব বাড়িয়ো না অল্প অল্প রোজই;
হাসি কান্না দুঃখ সুখ মিলেই যে একটি সংসারে ফুটে
ভালোবাসার ফুল;
সন্দেহের মাত্রা কখনো বাড়তে দিয়ো না মনে;
ফুটিয়ো না মনে ব্যথার হুল;
যদি করো তা, অশান্তির মোকাবেলা করতে যে পাবে না কূল।
২২ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৫
ইসিয়াক বলেছেন: অসাধারণ।
আমি সত্যি মুগ্ধ।
কৃতজ্ঞতা রইলো আপু।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা।
৬| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪১
জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো হয়েছে।
২২ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো
শুভকামনা সবসময়।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৫
জগতারন বলেছেন:
কবিতা ভাল লাগলো।
সুভেচ্ছা ও ভালোবাসা নিও প্রিয় কবি ভাই।