নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
তুমি কি রোজই এ পথেই আসো?
দিনের শুরুতে নব রবি কিরণের মত হাসো?
এত ফুল!!!
কোন সে দেবতার চরণে পড়বে জমা?
আমায় কি একটু বিবেচনায় আনা যায় না?
খেয়ালি তুমি
জেনেছি আমি
চলো আপন খেয়ালে।
বেখেয়ালে না হয় একটু ভালোবাসো
ভীড়ের অজুহাতে আরেকটু কাছে আসো।
নিঃশ্বাসে নিঃশ্বাস পড়ে হয়ে উঠুক ভারি
তুমি শুধু হও আমার, আমি তোমারি।
ভীষণ শীতে হও তুমি উষ্ণ চাদর
বসন্তকালে সমীরণ হয়ে বয়ে যাও
দিয়ে যাও মিষ্টি আদর।
ভালোবাসো হোক স্পর্শকাতর
স্পর্শের জন্য কাতর নয় কখনও।
প্রেম প্রণয়ের এমন সুখানুভূতি যেন
যুগ যুগ জিইয়ে রয়।
দেবী,
আমি তোমার পুজারি
করছি নিবেদন।
সাড়া দাও কিংবা না দাও
তবু এ সমর্পণ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
২| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ৯:৫৯
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর অনুভূতির ছোঁয়া কবি দা ভাল আছেন তো ভাল থাকবেন
৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৫
ইসিয়াক বলেছেন: অনেক দিন পরে প্রিয় লিটন ভাই আপনার মন্তব্য পেলাম। ভালো লাগা জানবেন।
কৃতজ্ঞতা রইলো।
৩| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর প্রেমময় কবিতা
৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৬
ইসিয়াক বলেছেন: অশেষ কৃতজ্ঞতা রইলো আপু।
শুভকামনা সতত।
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ৯:৫৬
শামছুল ইসলাম বলেছেন: সুন্দর নিবেদন কবিতায়।