নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কষ্ট কষ্ট সুখ

২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৪


তোমার দেওয়া বিরহ ব্যথায়
নিঃসঙ্গতা কুড়াই
জীবনানন্দে অবলম্বন খুঁজি
রাতের নক্ষত্রমালায়।

অবাক পৃথিবী
নিরুত্তাপ ভালোবাসা
একমুখী প্রেম এর নাম।

চিঠিগুলো সব ছিঁড়েছো জানি
ছিঁড়েছো আমার হাতে লেখা তোমার নাম।

মধ্য দুপুর
তপ্ত প্রহর
তোমার বিরহে ঘুরি

লোকে বলে কোন লাভ নেই।
শুধু আমি জানি
প্রত্যাখ্যাত ভালোবাসায়
একধরনের কষ্ট কষ্ট সুখ থাকে।

আমি সেই সুখটুকু কুড়াই।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২১

খায়রুল আহসান বলেছেন: বেশ লিখেছেন, চমৎকার!

২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৩

ইসিয়াক বলেছেন: অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।

২| ২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০০

জগতারন বলেছেন:
কবিতা ভালো হয়েছে।
লাইক!

কেন যেন গায়ীকা লতা'জীর
একটা গানের কথা মনে পড়েছেঃ

"ও ময়না গো
কার তরে তোমার এতো বিরহ!
সে তো আর আসবে না, আসবে না"

২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৫

ইসিয়াক বলেছেন:




হা হা হা.......
ভালো থাকুন সবসময়।
শুভকামনা রইলো।

৩| ২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

নজসু বলেছেন:



কষ্ট কষ্ট সুখ
কথাটা খুব মনে ধরলো প্রিয় ভাই।

২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

ইসিয়াক বলেছেন: আপনাদের ভালো লাগাই আমার লেখার স্বার্থকতা।
অনুপ্রাণিত হলাম প্রিয় ভাই।
কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা রইলো।
শুভ হোক সকল সময়।
অগ্রীম ঈদের শুভেচ্ছা।

৪| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাবারে! এই গরমে লোকটার হৃদয়ে এতটা প্রেম!!!!
অফটপিক:- পা ও হাত একসঙ্গে ভেঙে আপাতত যন্ত্রণা নিয়ে বসে আছি। তিনবেলা পেইনকিলার খাচ্ছি। গতকাল সকাল ন'টার সময় ঘটনা ঘটেছে। 42 দিনের আগে প্লাস্টার কাটার সম্ভাবনা নেই। ‌‌

ঈদের শুভেচ্ছা নিয়েন।

২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

ইসিয়াক বলেছেন:

প্রেম ছাড়া কি আছে আর জীবনে।


# আপনার দ্রুত সুস্থতা কামনা করছি প্রিয় দাদা। এখন তো অনেক কষ্ট হবে।খুব সম্প্রতি আমার এক আত্নীয়া দোতলার কার্ণিশ থেকে পড়ে গিয়ে দুই হাত ও কলার বোন ভেঙে গেছে। উনি আমাদের বাসায় ছিলেন বেশ কিছু দিন।আমরা তিন চার জন হিমশিম খেয়ে যেতাম।এখন উনি উনার ছেলেদের কাছে আছেন। আপনার তো এখন প্রপার নার্সিং দরকার। যন্ত্রণাময় দিনের অবসান হোক।
সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি এই প্রার্থনা রইলো।

৫| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪৯

সেজুতি_শিপু বলেছেন: ভালো লিখেছেন।
সুখ হইলো মনের ব্যপার। সুখ ভাবলেই সুখ। কষ্ট কষ্ট সুখ, মিষ্টি মিষ্টি ব্যথা ।

২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

ইসিয়াক বলেছেন: ঠিক বলেছেন আপু সুখ আসলেই মনের ব্যপার।

পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভ হোক সকল সময়।

৬| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা ভালো হয়েছে।

২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন সবসময়।

৭| ২৮ শে এপ্রিল, ২০২২ রাত ৩:০৮

সোনাগাজী বলেছেন:


মানুষ প্রেমের কবিতা কেন লিখেন?

২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২১

ইসিয়াক বলেছেন: মানুষ কেন প্রেমের কবিতা লেখে আমি জানি না তবে আমি যা কিছু লিখি আমার মনের টানে লিখি,অনেক সময় অতীত স্মৃতির কথা মনে পড়ে তখন লিখি।এই যেমন এই কবিতাটা লিখতে আমার দশ মিনিটও সময় লাগে নি। গান শুনছিলাম কি মনে হলো দু এক লাইন লিখলাম কিছু সময় ভাবলাম। কি জানি কেমন যেন আবেশ ছুঁয়ে গেল। এর মধ্যে লেখা শেষ।

৮| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: শিরোনামটা দারুন সাথে কাব্যটাও।

২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.