|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
অনেক স্বপন ছিল দু'চোখ জুড়ে 
কিন্তু 
ঘরে ভাত ছিল না বলে 
সব একে একে চাপা পড়ে গেছে
দুমুঠো খাবার জোগাড়ের ধান্দায়।
 প্রেম সেতো অনেকই ছিল মন জুড়ে
কিন্তু  
চারদিকের অপ্রেম সুলভ আচরণে
প্রেমানুভূতি আজ নির্বাসনে। 
ভালোবাসার অপমৃত্যু হয়েছে 
জনঅরণ্যে।
অনেক চাওয়া ছিল জীবনে
অনেক 
কিন্তু  
আশাহত বেদনায় 
সব চাওয়া উবে গেছে অদৃশ্য  ফুঁৎকারে। 
বিচারহীনতা থেকে হতাশা জন্ম নেয়
জীবন জটিল সমীকরণে এসে  স্বপ্ন হারায়
অমানবিকতা তিলে তিলে মানবিক মূল্যবোধকে নষ্ট করে 
আশাহত জীবনের যত চাওয়া ইচ্ছা অনিচ্ছার বেড়াজালে সলিল সমাধি হয়। 
তবু মানুষ বেঁচে রয়
বেঁচে থাকতে হয়
পৃথিবীর মায়ায়।  
© রফিকুল ইসলাম ইসিয়াক
 ২৬ টি
    	২৬ টি    	 +১১/-০
    	+১১/-০  ১৯ শে মে, ২০২২  বিকাল ৩:৪৮
১৯ শে মে, ২০২২  বিকাল ৩:৪৮
ইসিয়াক বলেছেন: পৃথিবীর মায়া বড় মায়া।অনেকে অনেক খারাপ অবস্থায় জীবন যাপন কর, রোগ শোক হতাশা অথবা দারিদ্র  তবুও পৃথিবী ছেড়ে যেতে চায় না। 
ধন্যবাদ মন্তব্যের জন্য।  
শুভকামনা রইল।
২|  ১৭ ই মে, ২০২২  সন্ধ্যা  ৬:৩৬
১৭ ই মে, ২০২২  সন্ধ্যা  ৬:৩৬
জুন বলেছেন: বড্ড করুন কবিতা, মন খারাপ হয়ে গেল যে ইসিয়াক! 
+
  ১৯ শে মে, ২০২২  বিকাল ৩:৫২
১৯ শে মে, ২০২২  বিকাল ৩:৫২
ইসিয়াক বলেছেন: মানুষের জীবন যেমন বৈচিত্র্যময় তেমনি অদ্ভুত। জীবন মানে ই যুদ্ধ, মায়া, ভালোবাসা। সবচেয়ে বড় কথা টিকে থাকতে হবে। হেরে গেলে চলবে না কিছুতেই এটাই বাস্তবতা।
ভালো থাকুন প্রিয় ব্লগার।  
শুভকামনা রইল।
৩|  ১৭ ই মে, ২০২২  সন্ধ্যা  ৬:৫৪
১৭ ই মে, ২০২২  সন্ধ্যা  ৬:৫৪
শায়মা বলেছেন: মায়া চলে গেলে বেঁচে থাকার ইচ্ছাই শেষ হয়ে যায়।
  ২১ শে মে, ২০২২  বিকাল ৩:৩০
২১ শে মে, ২০২২  বিকাল ৩:৩০
ইসিয়াক বলেছেন: মায়ার ফাঁদে মানুষ জীবন বয়ে বেড়ায়। মাঝে মাঝে ভাবি কি অদ্ভুত। 
আসলে সব শুভঙ্করের ফাঁকি।
৪|  ১৭ ই মে, ২০২২  সন্ধ্যা  ৭:১২
১৭ ই মে, ২০২২  সন্ধ্যা  ৭:১২
গেঁয়ো ভূত বলেছেন: 
দারুন হয়েছে !! যতক্ষণ শ্বাস ততক্ষন আশ, আশার শৃঙ্খলেই মানুষ বাঁচে !
  ২১ শে মে, ২০২২  বিকাল ৩:৩০
২১ শে মে, ২০২২  বিকাল ৩:৩০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ। শুভকামনা রইল।
৫|  ১৭ ই মে, ২০২২  সন্ধ্যা  ৭:২১
১৭ ই মে, ২০২২  সন্ধ্যা  ৭:২১
সোনাগাজী বলেছেন: 
মরলে স্বর্গে যেতে হবে, সেই ভয়ে মানুষ মরতে চান না।
  ২১ শে মে, ২০২২  বিকাল ৩:৩২
২১ শে মে, ২০২২  বিকাল ৩:৩২
ইসিয়াক বলেছেন: আসলে মানুষ চোখে যা দেখে নি তার প্রতি ঠিক ঠাক বিশ্বাস আনতে পারে না। মুখে শুধু বুলি আওড়ায়।
৬|  ১৭ ই মে, ২০২২  রাত ৯:১৫
১৭ ই মে, ২০২২  রাত ৯:১৫
জগতারন বলেছেন: 
অসাধার কবিতা !
আমার খুব ভালো লেগেছে, এবং লাইক।
কবির আত্মা শান্তি পাক কামনা করি।
কবির প্রতি আমার ভালোবাসা রহিল।
  ২১ শে মে, ২০২২  বিকাল ৩:৩৩
২১ শে মে, ২০২২  বিকাল ৩:৩৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় স্বপন ভাই। 
শুভকামনা সব সময়।
৭|  ১৭ ই মে, ২০২২  রাত ৯:৪০
১৭ ই মে, ২০২২  রাত ৯:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: নির্মোহ বাস্তবতা তুলে ধরেছেন। শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
  ২১ শে মে, ২০২২  বিকাল ৩:৩৫
২১ শে মে, ২০২২  বিকাল ৩:৩৫
ইসিয়াক বলেছেন: আপনার প্রতিও ভালোবাসা রইলো প্রিয় দাদা।
এখন কেমন আছেন?  শরীর সুস্থ হলো কি-না জানাবেন প্লিজ।  
এখন তো হাতে অনেক সময় মনে হয়। ব্লগে আপনাকে পাই না কেন?
৮|  ১৮ ই মে, ২০২২  সকাল ৮:৩৭
১৮ ই মে, ২০২২  সকাল ৮:৩৭
শেরজা তপন বলেছেন: হুম ভাবনায় শেষ দিকে একদম মিলে গেল ভ্রাতা 
  ২১ শে মে, ২০২২  বিকাল ৩:৪২
২১ শে মে, ২০২২  বিকাল ৩:৪২
ইসিয়াক বলেছেন: অনেক দিন পর আপনাকে আমার পোস্টে পেয়ে ভালো লাগলো। 
কখনও কখনও কোন কোন কথা বা বাক্য কারও কারও সাথে মিলে যায়। কারণ ভাবনাগুলো জীবন থেকে নেয়া যে আর তাই মিলতেই পারে।  
শুভকামনা রইল 
আপনার পোস্টের অপেক্ষায় প্রিয় ব্লগার। 
ভালো থাকুন। 
৯|  ১৮ ই মে, ২০২২  সকাল ৯:৫৯
১৮ ই মে, ২০২২  সকাল ৯:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: 
স্ত্রীর সাথে রোজ প্রেম করি। কিন্তু অর্থাভাবে যখন তার আব্দার রক্ষা করতে পারি না তখন প্রেমে ছন্দ পতন ঘটে। তখন কবিতা হয়ে পড়ে গদ্য। স্ত্রীর বেজার মুখে হাসি ফুটাতে না পারলে নিজেকে অপরাধী মনে হয়। তখন মনে হয় পৃথিবীতে থেকে আর কি হবে?  অসার অসার অসার হায় সকলি অসার।
  ২১ শে মে, ২০২২  বিকাল ৩:৪৩
২১ শে মে, ২০২২  বিকাল ৩:৪৩
ইসিয়াক বলেছেন: ঠিক তাই।  
যথার্থ মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার।  
শুভকামনা সতত।
১০|  ১৮ ই মে, ২০২২  সকাল ১০:০৮
১৮ ই মে, ২০২২  সকাল ১০:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
নিদারুন জীবন কথন++++
  ২১ শে মে, ২০২২  বিকাল ৩:৪৪
২১ শে মে, ২০২২  বিকাল ৩:৪৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। 
শুভকামনা সতত।
১১|  ১৮ ই মে, ২০২২  দুপুর ১:৩৬
১৮ ই মে, ২০২২  দুপুর ১:৩৬
মিষ্টি লবণ বলেছেন: বেচে রয় আর বেচে থাকতে হয়।
  ২১ শে মে, ২০২২  বিকাল ৩:৪৫
২১ শে মে, ২০২২  বিকাল ৩:৪৫
ইসিয়াক বলেছেন: সবটাই মায়া।
ভালো থাকুন।  
শুভকামনা রইল।
১২|  ২০ শে মে, ২০২২  দুপুর ১২:৩২
২০ শে মে, ২০২২  দুপুর ১২:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: এটাকে ঠিক বেঁচে থাকা বলে কি না জানি না। শুধু মরণের অপেক্ষায় থাকা।
  ২১ শে মে, ২০২২  বিকাল ৩:৪৭
২১ শে মে, ২০২২  বিকাল ৩:৪৭
ইসিয়াক বলেছেন: অল্প চাওয়াতে সুখ যে ভারি।
দু'দিনের জীবনে বেশি পেয়েও কি লাভ?  সব কি ভোগ দখল করা যায়?
১৩|  ২১ শে মে, ২০২২  রাত ১:৪১
২১ শে মে, ২০২২  রাত ১:৪১
ল বলেছেন: আহা ........................................পৃথিবীর মায়া
  ২১ শে মে, ২০২২  বিকাল ৩:৫৪
২১ শে মে, ২০২২  বিকাল ৩:৫৪
ইসিয়াক বলেছেন: মায়া না থাকলে সবটাই ফাঁকা। কি এক ইন্দ্রজাল!
অনেক দিন পর আপনাকে আমার পোস্টে পেয়ে ভীষণ ভালো লাগলো প্রিয় ব্লগার।  
শুভকামনা সতত।
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০২২  সন্ধ্যা  ৬:৩৩
১৭ ই মে, ২০২২  সন্ধ্যা  ৬:৩৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পৃথিবীর মায়া