নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
নির্জন দ্বীপে
কোন এক রোদ ঝলমল দিনে
নগ্ন স্নান শেষে তোমার ধ্যানে বসে
জপি তোমার নাম
বন্ধ চোখের তন্দ্রা ঘোরে
তুমি আসো
তুমি আসো
পাশে বসো
একটু হাসো
আমায় আবিষ্ট করো
জড়িয়ে ধরো
প্রেম তপস্যায় এত সুখ!
আহ!
পৃথিবীতে কত কোটি প্রেম হলো
কিন্তু
তালিকার শীর্ষে আমাদের প্রেমই রয়ে গেল।
শপথ তোমার নামে!
নয় বিন্দুমাত্র মিথ্যা।
তুমি আমি নীল জলে
ফের গা ধোবো বলে
বেধেছি নির্জনে বাসা
ভালোবাসায়
কল্পনায়
এখানে ক্ষুধায় চিন্তা নেই
দারিদ্র্যতা নেই
নেই নাগরিক জটিল চাওয়া পাওয়া
হিসাব নিকাশ
শুধু তুমি আমি
আর ভালোবাসাবাসি
প্রকৃতির সান্নিধ্যে এ যে সীমাহীন সুখ
কি হলো প্রিয়তমা?
ধরো তো হাত তাড়াতাড়ি
আমার তপস্যা শেষ হলো যে এই বেলা।
এই নীল নির্জনে
কাহাতক আর নিরামিষ ভালোবাসা ভালো লাগে
তুমি ই বল!
এসো না গো.......
© রফিকুল ইসলাম ইসিয়াক
২৫ শে মে, ২০২২ ভোর ৬:৫৩
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভকামনা রইল।
শুভ সকাল।
২| ২২ শে মে, ২০২২ রাত ৯:৪২
নয়ন বড়ুয়া বলেছেন: অসাধারণ শব্দের খেলা দাদা...
২৫ শে মে, ২০২২ ভোর ৬:৫৪
ইসিয়াক বলেছেন: অশেষ কৃতজ্ঞতা নয়ন'দা।অনেক দিন পরে আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো।
৩| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
২৫ শে মে, ২০২২ ভোর ৬:৫৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু।
শুভকামনা সতত।
৪| ২৪ শে মে, ২০২২ বিকাল ৪:২১
খায়রুল আহসান বলেছেন: নীল নির্জন দ্বীপে বসে এমন তপস্যার কবিতাটি পড়ে মুগ্ধ হ'লাম। + +
২৭ শে মে, ২০২২ বিকাল ৫:০৫
ইসিয়াক বলেছেন: অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সব সময়।
শুভকামনা রইল।
৫| ২৮ শে মে, ২০২২ রাত ৮:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: এই কবিতাটি সেদিন ফেবুতে পড়েছিলাম।কি একটা কমেন্ট করেছিলাম ঠিক মনে করতে পারছি না। যাইহোক সুন্দর নীল নির্জনের কবিতা।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
২৯ শে মে, ২০২২ ভোর ৫:৫৯
ইসিয়াক বলেছেন: হা হা হা আমার মনে আছে কু কমেন্ট করেছিলেন । আপনার কমেন্টের পরিপেক্ষিতে বলছি আমি মোটেও নবকুমার নই আর সাল্লু ভাই ও নই।
ভেবেছিলাম এই কবিতায় আপনার মন্তব্য পাবো না। দেরিতে হলেও পেলাম তো।অশেষ কৃতজ্ঞতা প্রিয় দাদা। শুভকামনা সবসময়।
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৭
শাহ আজিজ বলেছেন: পৃথিবীতে কত প্রেম এলো
কিন্তু
তালিকার শীর্ষে আমাদেরি প্রেম রয়ে গেল
অসাধারন উচ্চারন কবি ।