নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
আজকাল
আশ্চর্য এক ঘ্রাণ এসে
লাগে নাকে
ঠিক ভাতঘুমের প্রহরে
মাঝে মাঝে দুপুর তুমি এত মাতালগন্ধী হও কেন?
ঝড়ো হাওয়া
তুমি কি যে বেহায়া!
সত্যি বলতে কি যাচ্ছে তাই।
তবে
আমি তোমার মত যাচ্ছে তাই হতে চাই
লুটাতে চাই মনোমোহিনীর
অসংখ্য চোরা খাঁজ আর গলিপথে
ঠিক যেমন
তুমি লুটাচ্ছো ইচ্ছে মত।
ভাবছি বসে আনমনে
যা মনে আসে তাই
স্তব্ধ দুপুর
আহ! মাতালগন্ধী সময়
নেশা ধরা প্রহরে
এখন যে নিজেকে সামলানো দায়।
ঠিক তখনই ডাক পাঠালো
গঙ্গা ফড়িং
এই অবেলায় কি করো ঘরবন্দী হয়ে?
আমি বললাম,
কিচ্ছুটি নয়!
সব এই বিরহবেলার দোষ
জানাই কি করে.....
প্রিয়া আমার
এক বুক অভিমানে নিয়েছে মুখ ফিরায়ে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২৭ শে মে, ২০২২ বিকাল ৫:৪৪
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠ, মন্তব্য ও লাইকে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা সতত।
২| ২৭ শে মে, ২০২২ রাত ৯:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনর কবিতায় অভিমানের কষ্ট পাওয়া গেলো। কবিতা ভালো হয়েছে।
২৮ শে মে, ২০২২ সকাল ১১:৩৯
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মাহমুদ ভাই।
আশা করি ভালো আছেন। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা সতত।
৩| ২৮ শে মে, ২০২২ বিকাল ৪:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: ওই কবি মাতাল গন্ধে ভরা ঘোর লেগে আছে এ তো দেখছি ছ্যাকা খাওয়ার কাহিনী
২৯ শে মে, ২০২২ দুপুর ১:১৫
ইসিয়াক বলেছেন: ছ্যাকা মনে হচ্ছে আপনি কখনও খান নি।আহারে! ছ্যাকা না খেয়ে থাকলে চলে আসুন এপারে। এমন ছ্যাকা খাইয়ে দেবো আর ফিরে যেতে হবে না। হো হো হো
# এখন কেমন আছেন?
৪| ২৯ শে মে, ২০২২ সকাল ১০:০০
আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,
একবুক অভিমানে ফিরিয়ে নেয়া মুখখানি ভেবে ভেবে তেমন দুপুর তো মাতালগন্ধীই হয়!!!!!
ঝড়ো হাওয়ার মতো দুপুরের রং সে মুখের অলিগলিতে লুটিয়ে পড়ে কবির দিনমানের প্রহরগুলোকে বিষাদময় করেই তোলে!
সুন্দর কবিতা!
২৯ শে মে, ২০২২ দুপুর ১:১৭
ইসিয়াক বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় ব্লগার।
শুভকামনা সতত।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২২ বিকাল ৫:১৩
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লাগল।