নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
আমি লিখতে চাই
সেই সব দীপান্বিত শব্দগুচ্ছ।
যা ছুঁয়ে যাবে
অজস্র হৃদয়কে।
যুগ থেকে যুগান্তরের গণমানুষকে।
আমাকে সেই সব বাক্য সমষ্টি পৌঁছে দিবে
একাল থেকে সেকালে।
এক একটি লেখা এক একটি সম্পর্কের মত
যা সমৃদ্ধ করছে ও করবে সাহিত্যমনা জনগোষ্ঠীকে।
মেধা ও মননের সংমিশ্রণে নিজেকে নিত্য নতুনভাবে উপস্থাপন করতে দারুণ ভালো লাগে আমার।
আমি সমালোচিত হই সংশোধিত হই।
নিজের ভ্রান্ত ধারণা দোষ অজ্ঞানতা কাটাবার নিমিত্তে
এটাই সঠিক পন্থা।
আমি মনে করি।
নিজেকে ক্রমাগত শুদ্ধ করে
আমার ভাবনা চিন্তাকে পৌঁছে দিতে চাই
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
সেই লক্ষে আমি চলেছি আপন মনে
চলবো এভাবেই
যতদিন বেঁচে আছি।
© রফিকুল ইসলাম ইসিয়াক
০১ লা জুন, ২০২২ বিকাল ৩:৪৫
ইসিয়াক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা।
শুভকামনা সতত।
২| ০১ লা জুন, ২০২২ সকাল ৮:১৩
সোহানী বলেছেন: এটাই যে আমার আপনার চাওয়া। লিখালিখি করে এর থেকে আর কি চাই...........
আত্মকথনের ভালো লাগা।
০১ লা জুন, ২০২২ বিকাল ৩:৪৬
ইসিয়াক বলেছেন: অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে দারুণ ভালো লাগলো।
শুভকামনা রইল আপু।
ভালো থাকুন সব সময়।
৩| ০১ লা জুন, ২০২২ সকাল ৯:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ।
০১ লা জুন, ২০২২ বিকাল ৩:৪৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয়।
শুভকামনা সতত।
৪| ০১ লা জুন, ২০২২ সকাল ৯:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: "আমার এই পথ চাওয়াতেই আনন্দ।"
০১ লা জুন, ২০২২ বিকাল ৩:৪৭
ইসিয়াক বলেছেন: কি আছে জীবনে আর!
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০২২ রাত ১১:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: দীপান্বিত শব্দগুচ্ছের মায়াবী আলোয় আলোকিত হয়ে উঠলাম।
কবিতা ভালো হয়েছে। আজীবন এভাবেই লিখে যান।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।