নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
দীর্ঘ তান্ডব শেষে চরম বিস্রস্ত প্রকৃতি
একটা শালিক ডানা ভাঙা
জবুথবু জটা বুড়ি যেন
সঙ্গীটি তার মৃতপ্রায়
কাঁদায় লেপ্টে গেছে, অসহায় ।
আজ তাদের
ডোলহাজরা বিলে ঘুরতে যাবার কথা ছিল।
কত কিছু চলে গেছে
সরে গেছে বহুদুর
ভেসে গেছে কত স্বপ্ন
গাছে মগ ডালের পাতাগুলো
কাঁদা পানিতে মাখামাখি
পরিত্যক্ত।
অদ্ভুতগন্ধী বাতাস
একটা মাছ আটকে গেছে চোরা ফাঁদে
জলের স্রোতে ভেসে যাবার কথা ছিল
নতুন জলের তোড়ে ছুটেছিল সঙ্গীদের সাথে
হয়তো বেখেয়ালে থেমেছিল
কিম্বা কোন দূর্বলতার কারণে পিছিয়ে পড়েছিল
খুব কাছে তার নতুন আবাসস্থলটা
দুর থেকে চেয়ে রয় সে
ব্যকুল
সেখানে পৌছাবার উপায় জানা নেই তার
সেও এই প্রহরে সঙ্গী বিহীন।
এদিকে সূর্যটা সম্ভবত শোক জানাতে জাগেনি এখনও
কোথাও আবার কান্নার আহাজারি!
মেঘলা আকাশ বিমূঢ়
উতলা বাতাস স্তিমিত।
ফসলের মাঠগুলো
অবিন্যস্ত বিধ্বস্ত
বিল- ঘের সব একাকার।
দলে দলে লোক ছুটছে-
চিন্তা ক্লিষ্ট চিত্তে -উদ্বিগ্ন
ধ্বংস স্তুুপের মাঝে কেউ কেউ খুঁজে ফেরে
প্রয়োজনীয় রসদ।
জীবনের প্রয়োজন সর্বদাই অনিবার্য
থেমে থাকে না কোন কিছু
আবার ছুটে চলা আবার বেঁচে থাকার লড়াই
আবার দীর্ঘ সংগ্রামে লিপ্ত হওয়া
নিত্য কর্ম
পুরাতনকে ফেলে নতুন করে বাঁচবার আশা।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
ভালো থাকুন।
২| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৮
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
৩| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২২
অপ্সরা বলেছেন: এরই নাম জীবন!
৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৪
ইসিয়াক বলেছেন: সেটাই প্রিয় ব্লগার। তবু ভালো আমাদের এদিকে তেমন ক্ষয় ক্ষতি হয় নি।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা রইল।
৪| ২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৩
শেরজা তপন বলেছেন: কি ব্যাপার আপনি এমন ম্যন্তা মেরে গেলেন কেন???
৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৭
ইসিয়াক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার।
আসলে সময়ের সাথে পেরে উঠছি না। ভীষণ ব্যস্ততা।তার মধ্যে একটু লেখা লিখি করতে হয়। হা হা হা জীবন বড় কঠিন
৫| ২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কবিতায় যদি সিরিয়াস হইয়া থাকেন, তাইলে বিস্রস্ত/ আবাসস্থল এমন শব্দগুলো ব্যবহার না করাই ভালো। এতে (কঠিন শব্দে) কবিতার গতি বাধাপ্রাপ্ত হয়। আর নতুন কবিতা যা লিখবেন তা আগে কোনো লিটল-ম্যাগ বা সাহিত্য পত্রিকায় পাঠান। লেখাটা সেখানে ছাপা না হইলে ব্লগে দেন। পাঠক কাটা-ছেঁড়া করবে। বুঝতে পারবেন কেন ছাপা হইলো না।
৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৮
ইসিয়াক বলেছেন: পরামর্শের জন্য কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভেচ্ছা।
৬| ২৫ শে অক্টোবর, ২০২২ রাত ৮:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো হয়েছে। বিশেষ করে সদ্য প্রলয়ের আশংকায় আমরা যখন আতঙ্কিত ছিলাম তখন তারই একটা খন্ড চিত্র কাব্যে তুলে ধরেছেন।
শুভেচ্ছা আপনাকে।
৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৯
ইসিয়াক বলেছেন: আপনার প্রতিও অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
৭| ০৯ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন
১১ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:১০
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো।
৮| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৫৭
খায়রুল আহসান বলেছেন: সকল তাণ্ডবের শেষ আছে। তাণ্ডব শেষে মানব জীবন আবার পূর্ণোদ্যমে শুরু হয়।
২৮ শে নভেম্বর, ২০২২ ভোর ৫:৫৯
ইসিয়াক বলেছেন:
এই তো জীবন নিরন্তর বয়ে চলা যতক্ষণ বেঁচে থাকা
কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার
শুভেচ্ছা
শুভ সকাল।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১২
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর কবি দা