নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কন্যা

১৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৪



কন্যারে তোর রূপের আগুনে পরান জ্বলে যায়
যে দিক দেখি সেদিক পানে তোর ই রোশনাই। 

কন্যারে তুই মন মাঝারে নেশা জাগানিয়া
উতল প্রেমের অনলে পোড়ে মাতাল প্রেমিক হিয়া।


কন্যারে  তুই মন মাঝারে কঠিন প্রেমের অসুখ
মন গহীনের অচিন ব্যথা পরাণে নাই সুখ।


সূর্য যখন রোদ চমকায় রামধনুতে রং ফোটে
বাদলা দিনের সেই নিরালা মন ছটফটিয়ে ওঠে।

দিনে রাতে প্রতিক্ষণে তোরে ই খুঁজে ফিরি
কন্যারে তুই  বুঝিস না ক্যান আমি তোর বিরহী।

কন্যারে তুই  ভালোবাসা তুই উতলা নদী
সেই নদীতে স্রোত হতে চাই ভাসতে নিরবধি।

কন্যারে তুই মন মাঝারে চিকন সুখের ব্যথা
এক দন্ড না দেখলে তোরে বাড়ে অস্থিরতা।

কন্যারে তুই মহুয়া ফুল আমি সুগন্ধি  সুবাস
আমার গীতের কাব্যিক  রূপের গভীরতম প্রকাশ।


© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর কবি দা আগাম ঈদ মোবারক জানাই
ভাল থাকবেন---------

১৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:৩১

ইসিয়াক বলেছেন:





ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভেচ্ছা রইলো।

২| ১৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

১৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভেচ্ছা রইলো।

৩| ১৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৬

অধীতি বলেছেন: এটা কবিতার থেকেও গান হিসেবে বেশি মানাবে।

১৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪৭

ইসিয়াক বলেছেন:





ঠিক ধরেছেন প্রিয় ব্লগার। এটাকে গীতিকবিতা লেখার প্রচেষ্টা বলতে পারেন।
শুভেচ্ছা সতত।
ভালো থাকুন। সব সময়।

৪| ১৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৪

আমি সাজিদ বলেছেন: আহা প্রেম!

১৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪৭

ইসিয়াক বলেছেন:






অনেক দিন পরে আপনার মন্তব্য পেয়ে দারুণ পুলকিত হলাম প্রিয়।

শুভেচ্ছা সতত।
শুভ সময়।

৫| ১৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: গান হিসেবে ভালো মানাবে।

১৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪৯

ইসিয়াক বলেছেন:



মূল্যবান মন্তব্যে প্রীত হলাম।
আশা করি ভালো আছেন।
ঈদের অগ্রিম শুভেচ্ছা রইলো।
চমৎকার কাটুক আপনার আগামী দিন গুলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.