নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ নীল নির্জনে

২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:০১



নির্জন দ্বীপে
কোন এক রোদ ঝলমল দিনে
স্নিগ্ধ স্নান শেষে তোমার ধ্যানে বসে
জপি তোমার নাম
বন্ধ চোখের তন্দ্রা ঘোরে
তুমি আসো
তুমি আসো

পাশে বসো
একটু হাসো

আমায় আবিষ্ট করো
জড়িয়ে ধরো

প্রেম তপস্যায় এত সুখ!

আহ!

পৃথিবীতে কত কোটি প্রেম হলো
কিন্তু
তালিকার শীর্ষে আমাদের প্রেমই রয়ে গেল।

শপথ তোমার নামে!
নয় বিন্দুমাত্র মিথ্যা।

তুমি আমি নীল জলে
ফের গা ধোবো বলে
বেধেছি নির্জনে বাসা

ভালোবাসায়

কল্পনায়

এখানে ক্ষুধায় চিন্তা নেই
দারিদ্র্যতা নেই
নেই নাগরিক জটিল চাওয়া পাওয়া
হিসাব নিকাশ

শুধু তুমি আমি
আর ভালোবাসাবাসি

প্রকৃতির সান্নিধ্যে এ যে সীমাহীন সুখ

কি হলো প্রিয়তমা?

ধরো তো হাত তাড়াতাড়ি

আমার তপস্যা শেষ হলো যে এই বেলা।

এই নীল নির্জনে
কাহাতক আর নিরামিষ ভালোবাসা ভালো লাগে
তুমি ই বল!

এসো না গো.......

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৩৪

বিজন রয় বলেছেন: শুভসকাল!

খুব মন দিয়ে পড়লাম আপনার এই কবিতাটি।

"নয় বিন্দুমাত্র মিথ্যা" ...... এ পর্যন্ত ভাল লেগেছে। আপনার কবিতা আগের থেকে অনেক ভাল হয়। আপনি অবিরাম লেখেন এটা তারই সুফল।

কিছু বানান ঠিক করে দিয়েন।

অনেক অনেক শুভকামনা রইল।

২৬ শে এপ্রিল, ২০২৩ ভোর ৬:১৫

ইসিয়াক বলেছেন:




অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
বহুদিন বাদে আপনাকে ব্লগে দেখে ভালো লাগলো।
চমৎকার গঠনমূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভ সকাল।

২| ২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৮

অপ্‌সরা বলেছেন: হুম!!!

অমর প্রেম!!
সুন্দর কাব্য!

২৬ শে এপ্রিল, ২০২৩ ভোর ৬:১৬

ইসিয়াক বলেছেন:





শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়। ল

৩| ২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

শেরজা তপন বলেছেন: পৃথিবীতে কত কোটি প্রেম হোল
কিন্তু
তালিকার শীর্ষে আমাদের প্রেমই রয়ে গেল!!

বেশতো কবি- একদম ঠিক। এবার ওই প্রেমের গল্পটা লিখতে হবে :)

২৬ শে এপ্রিল, ২০২৩ ভোর ৬:১৭

ইসিয়াক বলেছেন:







হা হা হা.... অত সাহস নেই প্রিয় ব্লগার। নাহয় থাকুক কিছু গোপন।
শুভেচ্ছা।

৪| ২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৬ শে এপ্রিল, ২০২৩ ভোর ৬:১৭

ইসিয়াক বলেছেন:





ধন্যবাদ প্রিয় কবি।

৫| ২৪ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২০

নাহল তরকারি বলেছেন: এক্কের কবিতা।

২৬ শে এপ্রিল, ২০২৩ ভোর ৬:১৮

ইসিয়াক বলেছেন:





ধন্যবাদ ইমরোজ ভাই।
অনেক দিন বাদে আপনাকে পেয়ে ভালো লাগলো।
ঈদের শুভেচ্ছা রইলো।

৬| ১৩ ই মে, ২০২৩ রাত ৮:৫২

খায়রুল আহসান বলেছেন: সুখময় প্রেম তপস্যার বর্ণনাটা ভালো হয়েছে। + +
তবে কল্পনাকে বাস্তবে পাওয়াটা বড়ই কঠিন! আর পেলেও তখন সব সমীকরণ বদলে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.