|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তোমার পাখার হাওয়ায় 
নিভেছে প্রদীপ আমার। 
এতো জোরে কেউ ডানা ঝাপটায় না-কি!  
খুব তাড়া ছিল বুঝি! 
উড়ে যেতে কোনদিন দেই নি তো বাধা
আমি তো ধরে রাখি নি তোমায়। 
তবু তোমার এই ব্যস্ততায় 
আমি লন্ড ভন্ড।
আগেই জানতাম
জানতাম তোমায় আটকাবার সাধ্যি আমার নাই। 
আমার,না আছে চাল 
না আছে চুলো!
তবু তোমার সঙ্গ লাভের লোভের বশবর্তী  হলাম আমি।
তোমার পথের পানে চেয়ে থাকা
গভীর নিঃশ্বাসে নিঃশ্বাস রাখা
সে যেন আমার মাদক নেশা। 
নেশার উপকরণ একটু চেষ্টাতে মেলে 
এখন তোমায় মেলাবো কি করে বলতে পারো?
মধুরিমা,
রয়েছোতো বিদর্ভ নগরে!
তাই বুকে চাপি কষ্ট 
আমি হই নষ্ট 
ভুল ভালোবাসায়।  
© রফিকুল ইসলাম ইসিয়াক 
রচনা কালঃ ১০ জুন ২০২৩ রাত দশটা চুয়ান্ন।
 ১৪ টি
    	১৪ টি    	 +৫/-০
    	+৫/-০  ১৭ ই জুন, ২০২৩  রাত ১০:১১
১৭ ই জুন, ২০২৩  রাত ১০:১১
ইসিয়াক বলেছেন: এরম কবিতা আমি অনেক লিখেছি প্রিয় ব্লগার। তারপরও বারবার লিখি। লিখি বলা মনে হয় ভুল, কেউ আমাকে দিয়ে লিখিয়ে নেয়। ল
২|  ১১ ই জুন, ২০২৩  সকাল ১১:১৫
১১ ই জুন, ২০২৩  সকাল ১১:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
  ১৭ ই জুন, ২০২৩  রাত ১০:১১
১৭ ই জুন, ২০২৩  রাত ১০:১১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা রইলো।
৩|  ১১ ই জুন, ২০২৩  সকাল ১১:৪৬
১১ ই জুন, ২০২৩  সকাল ১১:৪৬
শাওন আহমাদ বলেছেন: বাহ!
  ২৭ শে জুন, ২০২৩  সকাল ৯:০৫
২৭ শে জুন, ২০২৩  সকাল ৯:০৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।শুভেচ্ছা রইলো।
৪|  ১১ ই জুন, ২০২৩  দুপুর ১:১০
১১ ই জুন, ২০২৩  দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: ভালো।
  ২৭ শে জুন, ২০২৩  সকাল ৯:০৬
২৭ শে জুন, ২০২৩  সকাল ৯:০৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 
ভালো থাকুন।
৫|  ১১ ই জুন, ২০২৩  বিকাল ৫:১৫
১১ ই জুন, ২০২৩  বিকাল ৫:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
  ২৭ শে জুন, ২০২৩  সকাল ৯:০৬
২৭ শে জুন, ২০২৩  সকাল ৯:০৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৬|  ১৬ ই জুন, ২০২৩  সকাল ৭:১৮
১৬ ই জুন, ২০২৩  সকাল ৭:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: সবাইকে ধরে রাখা যায় না।
  ২৭ শে জুন, ২০২৩  সকাল ৯:০৭
২৭ শে জুন, ২০২৩  সকাল ৯:০৭
ইসিয়াক বলেছেন: সেটাই। দিনশেষে সবাই হারিয়ে যায়। 
শুভকামনা রইল প্রিয় ব্লগার।
৭|  ১৭ ই জুন, ২০২৩  রাত ১০:২৩
১৭ ই জুন, ২০২৩  রাত ১০:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! হৃদয়ের ওপার থেকে আবার মধুরীমার জন্য হাহাকার.।
কবিতা ভালো লেগেছে। 
শুভেচ্ছা আপনাকে।
  ২৭ শে জুন, ২০২৩  সকাল ১০:১০
২৭ শে জুন, ২০২৩  সকাল ১০:১০
ইসিয়াক বলেছেন: সব সময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার। 
শুভেচ্ছা সতত।
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০২৩  সকাল ১১:১৪
১১ ই জুন, ২০২৩  সকাল ১১:১৪
গেঁয়ো ভূত বলেছেন: অনবদ্য!!