নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
সেদিন আমি মরতে বসেছিলাম প্রায়
মরবার সাধ হয়েছিল তা কিন্তু নয়
তুমি আবার ভেবো না আত্মহত্যা করতে গিয়েছিলাম।
ওসবে আমার পোষায় না সে তো জানোই।
তোমার বিরহ আজকাল আমায় আলোড়িত করে না তেমনভাবে
ভুলে যাবার চর্চায় আছি তাই হয়তো!
দেখছি সবই
দিব্যি তো পরপুরুষে মন ডুবিয়ে আছো
সাজপোশাকের ধরণও বদলে গেছে অনেক।
হ্যাঁ আমার কাছে তোমার
ওই যে কি বলে যার সাথে লিভ ইন এ আছো
ওকে আমার পরপুরুষ ই মনে হয়।
একজনে মন বিনিময়ের পরে
অন্য পুরুষে মন কেমনে বসে?
আজিব!
যাহোক
কথা হচ্ছিল আমার মৃত্যু সংক্রান্ত বিষয়ে
মরতে বসেছিলাম
আগেই বলেছি।
ঘটনাটা অনেকটা এরম
কাঁচা আম খেতে খুব সাধ হয়েছিল সেদিন
শুনেছি আম খেলে নাকি গরম কাটে শরীরের
যা প্রচন্ড গরম এবারের গ্রীষ্মে....
যেই ভাবা সেই কাজ
গাছে উঠলাম
উঁচুতে মগডালে
আরও উঁচুতে
হঠাৎ
দুর দিগন্তের দিকে তোমার মত কাকে যেন দেখলাম
মনে হলো তুমিই!
ব্যাধি!
আনমনা হলাম মুহুর্তে
তোমার কাটাগুলো এখনও বুকের মাঝে খচখচ করে বাজে
কেন কে জানে?
অন্য কিছু ভেবো না আবার
ভুলে যাবার চর্চায় আছি যেনো
ভুলবো তোমাকে ঠিকই একদিন ।
যাক যা বলছিলাম
তোমার চক্করে একটু বেখেয়াল হলাম
মুহুর্তে ছিটকে পড়লাম এবং ধপ্পাস!
তারপর?
হাসপাতালের বেডে আছি
পা ভেঙেছে একটা।
দেখতে আসলে এসো
কিন্তু তোমার ওই হোৎকা মুখো বর কে আবার সঙ্গে এনো না যেন।
ওকে আমার সহ্য হয় না একটুও।
রাগ উঠলে
দেখো আবার ভাঙা পায়ের লাথি দিয়েছি কষিয়ে
কোথায় না কোথায়!
কি করবো বলো
তোমার নেশা ছুটছে না কিছুতেই
তবে চর্চায় আছি।
এই অবসরে যা ইচ্ছে তাই ভাবছি বারংবার।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২৮ শে জুন, ২০২৩ দুপুর ১:৫১
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
ঈদ মোবারক।
ভালো থাকুন পরিবারের সকলকে নিয়ে।
২| ২৭ শে জুন, ২০২৩ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: কবিতা যদি লিখতেই হয়, জ্বালাময়ী কবিতা লিখুন। পুতু পুতু টাইপ কবিতা না।
২৮ শে জুন, ২০২৩ দুপুর ১:৫৩
ইসিয়াক বলেছেন: এই মাত্র একটা জ্বালাময়ী একটি কবিতা পোস্ট দিলাম। এখন আর ব্লগে ঘন ঘন পোস্ট দিতে ইচ্ছে করে না। আপনার জন্য দিতে হলো। অবশ্যই পড়ে মতামত জানাবেন।
ঈদ মোবারক।
ভালো থাকুন সকলকে নিয়ে।
৩| ২৭ শে জুন, ২০২৩ রাত ১০:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: ঠিক আছে। সবরকম কবিতা লেখার অভ্যাস রাখাটা দরকার। চালিয়ে যান।
২৮ শে জুন, ২০২৩ দুপুর ১:৫৪
ইসিয়াক বলেছেন: সবসময় পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো।
ঈদের শুভেচ্ছা নিন।
ভালো থাকুন সবসময়।
৪| ২৭ শে জুন, ২০২৩ রাত ১০:৩৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অন্যরকম স্বাদ পেলাম । ভালো হয়েছে কবিতাটা
২৮ শে জুন, ২০২৩ দুপুর ১:৫৫
ইসিয়াক বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভীষণ অনুপ্রাণিত হলাম। ভালোবাসা রইলো প্রিয় ব্লগার।
ঈদ মোবারক।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০২৩ সকাল ৯:২০
শেরজা তপন বলেছেন: কবিতায় ব্যতিক্রমী ব্যাঙ্গাত্মক অন্যধরনের বক্তব্য আছে।
একজনে মন বিনিময়ের পরে
অন্য পুরুষে মন কেমনে বসে?
আজিব!
~ এটাতো একেবারে পানিভাতের মত সহজ ও স্বাভাবিক কবি!