নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ আমার আমি

২৮ শে জুন, ২০২৩ দুপুর ১:৫০






আমার স্বোপার্জিত স্বাধীনতা হরণ করার চেষ্টা হয়েছে বারবার।
বারবার আমাকে বিব্রত করেছে
কিছু হায়েনা নামধারী মানুষ।
আমাকে ক্ষতবিক্ষত করার মাঝেই তাদের আনন্দ
তাই বলে তাদের লাম্পট্যে আমি দিক হারাইনি
বরং
আমি চিহ্নিত করে রেখেছি সেই সব কুলাঙ্গারদের।

আমার স্বকীয়তা, উচ্ছলতা, ভালোলাগা, ভালোবাসা
নষ্ট করার প্রয়াসে উপাধি আর তকমাতে ভাসিয়ে দিতে চেয়েছে তারা
নোরাংয় আমাকে ডুবিয়েছে বারংবার।
তথাকথিত  প্রশান্তির  আত্নতৃপ্তিতে ঢেকুর তুলেছে যদিও
কিন্তু কোন ক্রমে আমাকে অবদমিত করতে পারেনি হাজার চেষ্টাতে।
হয়তো সাময়িক থমকে গেছি
কিছুটা সময় অজ্ঞাতবাসে গেছি
তারপর ফিরেছি লড়ায়ে ফিরেছি স্বমহিমায়,দুর্বার গতিতে ।
আমাকে বিনাশ করা অত সহজ নয়।
দাবানলকে পাথর চাপা দেওয়া সহজ কথা নয়
হ্যাঁ আমি দাবানল, আমি বারুদ, আমি মহাবিপ্লবের জলন্ত মশাল আমি বজ্র আমি বিদ্যুৎ
মুহূর্তে পোড়াতে পারি শত শত ঘর প্রাসাদ নগর মহানগর
তোমরা যতই ছক কষো বাধা দাও
ধর্মীয় লেবাসে বা শাস্ত্রের বচনে আমাকে আটকাতে পারবে না কিছুতেই
পরাশক্তির পরাকাষ্ঠায় বলি হবো একথা স্বপ্নেও ভেবো না কখনও।
আমি আমার প্রজাতিক সামর্থ্যকে নিজের চেষ্টায়
বাস্তবায়িত করছি এবং করবো
ভাঙবো সকল অনিয়ম
দূমড়ে মুচড়ে দিবো যাবতীয় শোষণের যাঁতাকল
সাবধান!
আমি ঘূর্ণি, আমি টর্নেডো, আমি মহা উচ্ছৃঙ্খল, আমি অনিঃশেষ
আমার অনন্যতন্ত্র অস্মিতা গড়েছি ভেঙেছি বারংবার
কঠোর তপস্যায় নিজেকে প্রস্তুত করেছি।
আমি শেকল ভাঙার গান
আমি অপ্রতীম।
আমি বিশ্বাস করি
আসবে সুদিন
দুর হবে যত দুরাচার অন্যায়,দূর্নীতি, অনিয়ম
সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে সর্বত্র
অত্যাচারিত হবে না আর একটি নিরিহ মানুষ।
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২৩ বিকাল ৩:১৭

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: খুবই সুন্দর

০৬ ই জুলাই, ২০২৩ সকাল ৯:০৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।শুভেচ্ছা রইলো।

২| ২৮ শে জুন, ২০২৩ বিকাল ৫:১৬

বিজন রয় বলেছেন: +++++
এই ধরনের কবিতা আমার খুব ভাল লাগে।
এধরনের লিখুন বেশি।

শুভকামনা।

০৬ ই জুলাই, ২০২৩ সকাল ৯:০৭

ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার অনেক দিন পরে আপনার মন্তব্য পেয়ে দারুণ ভালো লাগলো।
ভীষণ ভীষণ অনুপ্রাণিত হলাম।
শুভেচ্ছা সতত।
ভালো থাকুন সব সময়।

৩| ২৮ শে জুন, ২০২৩ রাত ৮:৩৬

আমি সাজিদ বলেছেন: ঈদের শুভেচ্ছা ইসিয়াক ভাই

০৬ ই জুলাই, ২০২৩ সকাল ৯:০৮

ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা সহ শুভকামনা রইলো প্রিয় ব্লগার।সব সময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।

৪| ২৯ শে জুন, ২০২৩ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: ঈদের শুভেচ্ছা জানবেন।

০৬ ই জুলাই, ২০২৩ সকাল ৯:০৯

ইসিয়াক বলেছেন: ওকে। আপনিও ভালো থাকুন।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.