নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
গীতিকবিতা- ৩৮
__________________
হৃদমাঝারে রঙ ছড়ালো
প্রিয় তোর হাসি
ফাগুন দিনের আগুন ছোঁয়ায়
বলছি ভালোবাসি।
বান্ধবী তুই মনপাগলী
হাজার সুখের কারণ
কাছে এলে হাতটা ধরিস
করিস না রে বারণ।
বাদল দিনের বর্ষা রে তুই
আমি শ্রাবণ ও মেঘ
ইচ্ছে খুশি হুটোপুটি তুই
বাঁধন ছেড়া আবেগ।
স্রোতস্বিনী নিজ ধর্মে
নোনাজলে মেশে
তুই ও আমি মিলবো ঠিকই
একদা অবশেষে।
ততক্ষণে ভালোবেসে
সুখে থাকতে শিখি
দুজন দুজনে প্রতিক্ষণে
নিজেদের আগলে রাখি।
-------------------
কবিতাঃ রহস্য কুহেলিকা
অনন্ত নক্ষত্র বীথিতে খুঁজেছি তারে
কোথা সে ব্যতিক্রম?
কেমনে দুর্বার সেই পথ পাড়ি দিবো
কেমনে করিব অতিক্রম?
মালতীলতার বনে ঝুমকো জবার সনে
শুধালাম তার কথা
কেউ দেখে নি'কো কেউ জানে না'কো
কোথা সেই চারুলতা?
নিদাঘ বর্ষা হেমন্ত শীত শেষে বসন্ত দ্বার প্রান্তে
মম প্রেয়সীর অপেক্ষা প্রহর পৌঁছবে কি শেষ অন্তে?
সাঁঝবাতি জ্বেলে পথও চেয়ে আছি
ছুটে চলে গেছি বাঁকা চন্দ্রের কাছাকাছি
তবু দেখা নাই!
কোথা তারে পাই?
ওগো সূদুরিকা কবে হবে দেখা?
নাকি তুমি কুহকিনী, অধরা মরীচিকা
অদৃশ্য চাদরে ঢাকা রহস্য কুহেলিকা ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২৬ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩৮
ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার কবিতায় প্রথমেই আপনার মন্তব্য পেয়ে দারুণ ভালো লাগলো। ব্যস্ততার জন্য অনেক দিন কিছু লিখি না কি মনে হলো সন্ধ্যায় খাতা কলম নিয়ে বসলাম তারপর...।কয়েকটি গল্প লিখতে লিখতে ফেলে রেখেছি।আমি জানি পাঠককে ঝুলিয়ে রাখা মহা অন্যায়। অন্য দিকে আগের দুটো পোস্টের কমেন্টের উত্তরও দেওয়া হয় নি। কি যে অবস্থা।
আশা করি আপনারা সবাই ব্যপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
শুভেচ্ছা সতত।
২| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১০:১১
শায়মা বলেছেন: বাহ বাহ ! অতি সুন্দর ভাইয়া!
২৮ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২৩
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।
শুভেচ্ছা অবিরাম।
৩| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার কবিতা
২৮ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৩৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
শুভেচ্ছা সতত।
৪| ২৭ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:০৪
শাম্মী আক্তার বলেছেন: চমৎকার কবিতা
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।
৫| ২৭ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৯
ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন সবসময়।
৬| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৪৮
রাজীব নুর বলেছেন: ভালো।
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১
ইসিয়াক বলেছেন:
ওকে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: দু'টো মধ্যে অদৃশ্য চাদরে ঢাকা রহস্য কুহেলিকা বেশি ভালো হয়েছে।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।