নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ শরৎ ঋতু

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২০

শ্বেত শুভ্র কাশ ফুল
উতলা হাওয়ায় দোলে।
নীলাম্বরে মেঘের ভেলা
লুকোচুরি খেলে।

শিউলি ঝরা প্রভাতকালে
মন কেমনের ক্ষণ।
স্নিগ্ধ রোদের নরম ছোঁয়ায়
ব্যকুল উদাসী মন।

বকের সারি মনোহারী
কোন সুদূরে ধায়?
দিক হারানোর ভয় তাদের
একটুও কি নাই?

শান্ত নিথর ঝিলের জলে
রক্ত কমল ফোটে।
মধু লোভী অলি সেথায়
দল বেঁধে সব জোটে।

হিম জড়ানো ঘাসের ডগায়
রোদ ঝলমল হাসে।
নতুন আশা স্বপ্ন নিয়ে
শরৎ ঋতু আসে ।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৩

শাওন আহমাদ বলেছেন: বাহ!

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।শরৎ আমার প্রিয় ঋতু। আপনি শরৎ ঋতু নিয়ে পোস্ট দিয়েছেন। সময় নিয়ে পড়ে মন্তব্য জানাবো। মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
শুভেচ্ছা রইলো।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩

জগতারন বলেছেন:
সুন্দর কবিতা!



(দেশে আসছি,
আপনার ম্যাসেঞ্জার-এ যোগাযোগ করার চেষ্টা করবো।)

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৮

ইসিয়াক বলেছেন: ওকে প্রিয় ব্লগার।
শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন সবসময়।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: এদেশে কবিতা লিখে কোথাও দাগ কাটতে পারবেন না।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৩

ইসিয়াক বলেছেন: লিখতে ভালো লাগে তাই লিখি। অন্য কোন উদ্দেশ্য নেই।পড়লে ভালো না পড়লে জোর করলে তো হবে না। কি -বা আর করা। সবাই তো আর আমাকে পছন্দ করে না,করবেও না। এটাই জগতের নিয়ম।তাই নিজের খেয়ালে থাকি ইচ্ছে হলে লিখি। লিখে শান্তি পাই।
শুভেচ্ছা রইলো।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০০

বাকপ্রবাস বলেছেন: সুন্দর। ঋতু বিচারে আমাদের দেশটা অনন্য

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া কৃতজ্ঞতা রইলো। ভালো থাকুন সবসময়।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শরৎ ঋতু আমারও খুব পছন্দের। নদীর ধারের কাশবনে কাশফুল মন ছুঁয়ে যায়। আপনার কবিতা সুন্দর হয়েছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

ইসিয়াক বলেছেন: অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।শুভেচ্ছা সতত।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

জাহিদ অনিক বলেছেন: শরৎ আসুক, সবার জীবনেই আসুক অল্প বিস্তর

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

ইসিয়াক বলেছেন: ভালোবাসা রইলো প্রিয় কবি।শুভেচ্ছা সতত।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:১২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সাবলীল, শিশুতোষ, সুন্দর।

ভাল লাগলো। শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.