নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ পরিকল্পনা

১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৩

একটা ছেলে একটা মেয়ের পাশে।
শীতের নরম মিষ্টি রোদে
ঘাস বিছানায়
গা ঘেঁষে আলগোছে বসে আছে।
চেনো কি তাদের?
আরে! ওই ছেলেটিই তো আমি।
মেয়েটি?
সেতো- নিঃসন্দেহে তুমি।

ওরা স্বপ্ন বুনছে অনাগত দিনের
কী করে থাকবে আরেকটু ভালো।

কয়টি খোপের বাসা হবে তাদের
কয়টি থাকবে ছানা।

নানা প্রকার জটিল হিসেব নিকেশ
চিন্তা চেতনায় চলছে আনাগোনা।

দিনে দিনে কত রাজার শাসন বদলাবে
কত পরিবর্তন হবে নিয়মনীতির ।

তবু বয়ে চলবে জীবনধারা।

লড়তে লড়তে
কত নদী নাব্যতা হারাবে, হারাবে তার গতি
কত বনখেকো করবে উজাড় বন
সেই প্রন্তরে গড়ে উঠবে জনপদ
নিয়ম অনিয়ম
দূর্নীতি স্বজন প্রীতির নানা আড়াল আবডালে।

তবু ওদের ভালোবাসা রইবে ঠিকই বেঁচে
একান্ত দুটি হৃদয় -আজীবন থাকবে কাছে কাছে।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৮

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার

১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।

২| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩০

ডি এইচ তুহিন বলেছেন: আজীবন থাকবে কাছে কাছে। শুনতে ভাল কিন্তু বাস্তবতা কঠিন কেউ থাকে না, কেউ না কেউ ছেড়ে চলে যায়। সবাই না আবার সবাই...

১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২০

ইসিয়াক বলেছেন: আমার পাতায় স্বাগতম আপনাকে।
ঠিকই বলেছেন। আসলে কেউ সারাজীবন একসাথে থাকে না। কোন না কোন ভাবে বিচ্ছেদ আসে। তবু আশা নিয়ে বাঁচে মানুষ, স্বপ্ন দেখতে ভালোবাসে।সেই স্বপ্ন জীবন বয়ে যেতে সাহায্য করে।
ভালো থাকুন সবসময়।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো।

৩| ১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৭

বাকপ্রবাস বলেছেন: সরলরেখার প্রেম যাচ্ছে চলে, এখনো আসেনি ঝড়ঝাপ্টা

১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২২

ইসিয়াক বলেছেন: ঝড় এলে আর ঠেকায় কে? তবু জীবন বয়ে যায়। আশার ছলনে ভোলে মন।এই তো জীবন।

শুভকামনা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়

৪| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: সকল বাধাবিপত্তির মাঝেও মানুষের স্বপ্ন বেঁচে থাকে। সুন্দর কবিতা।

১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৩

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তমাল ভাইয়া। মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।

সেই সাথে অনেকদিন পরে আপনাকে ব্লগে দেখে দারুণ ভালো লাগলো।

আশা করছি ভালো আছেন। ভালো থাকুন সবসময়।
শুভেচ্ছা রইলো।

৫| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.