![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল অফিসে এক গ্রাহকের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলার এক পর্যায় মোবাইল সিম নিবন্ধনের পক্ষে বিপক্ষে অনেক যুক্তিতর্ক হলে গেল। তার আগে গ্রাহক সম্পর্ক দুয়েক কথা না বললেই নয়-নিতান্তই পোলাপাইন টাইপের গ্রাহক আর কি! যার অধিকাংশ কাটে ফেবু মায়াবী জগতে যার পড়াশুনার দৌড় এসএসসি এতেই সমাপ্ত। দেখলাম গ্রাহক সিম নিবন্ধনের আঙ্গুলের ছাপ তথা বায়োমেট্রিক রেজিষ্ট্রশন এর কড়া সমালোচক। তার যুক্তি এর মাধ্যমে আমাদের দেশের লোকদের ব্যক্তিগত তথ্য মোবাইল কোম্পানীর দ্বারা বিদেশীদের হাতে চলে যাবে। বুঝলাম বেচারা কিছুটা হলেও লেটেস্ট বলিউড গানবাজনার পাশাপাশি দেশের খবরাখবর রাখে । যাইহোক গ্রাহক বিদায় নেবার পূর্বে তাকে জিজ্ঞাসা করলাম আপনার সিম নিবন্ধন করেছে কিনা? উত্তরে আমাদের দেশ প্রেমের গভীরতা জানাতে পারলাম-হ করছি! কইরা ৩ জিবির নেট চলাইতাছি!
যাইহোক এত প্যাচাল পার যেজন্য -মোবাইল সিম রিরেজিষ্ট্রশন করার বিভিন্ন অফারগুলো এক জায়গায় পেতে আমার সাইট telekontho.com এ যেতে পারেন -
©somewhere in net ltd.