![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরে দিবানি!
মেয়েরা যা ইচ্ছে তাই পরব তুই ধর্ষনকরনের কে,হিজরার বাচ্চা? এই কুকুর, ধর্মের কোন জায়গায় আছে যে মেয়ে দেখলেই ব্যাড সাউন্ড দিতে হইব? ওরা যদি দৃষ্টিকটু ড্রেস পরে তাতে তোর কি, জানোয়ার? পুরুষদের দৃষ্টি সংযতরাখার কথা কি কোরআনে নাই? কোরআনের কোন আয়াতে ইভটিজিং সমর্থন করছে দেখা আমারে?
''কুকুর (ধর্ষক) দের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণক্ষমা নয়।''
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: ঘটনা যেটাই ঘটুক, প্রতিবাদের ভাষা ঠিক আছে। তবে, আরো তীব্র থেকে তীব্রতর হোক প্রতিবাদী সব কন্ঠ...........................ধন্যবাদ।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
অপরাজেয় বিদ্রোহি বলেছেন: চোখের সামনে ইভটিজারদের দৌরাত্ব দেখতে দেখতে ক্লান্ত। পেপার খোললেই শুধু কুকুরদের আস্ফালনের শব্দ কানে আসে। এর বিরুদ্ধে এখনই দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
লক্ষ্যভেদী বলেছেন: হিজড়াদের কি বাচ্চা হয়?
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
অপরাজেয় বিদ্রোহি বলেছেন: তেমন কিছু নয়। কিছু শিক্ষিত(!) বন্ধুর সংগে এটা নিয়ে অনেক তর্ক হচ্ছিল। ওরা বারবার শুধু ধর্ষন & ইভটিজিং এর পিছনে মেয়েদের ড্রেসের অজুহাত দিচ্ছিল। ওদের যে কথাগুলো বলেছিলাম তাই এখানে তোলে ধরলাম। @গৃহ বন্দিনী
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
অপরাজেয় বিদ্রোহি বলেছেন: 'হিজরাদের বাচ্চা হয় কিনা' এটা জানার মত জ্ঞান সম্পন্নরাই ব্লগিং করে বলেই আমার ধারনা। @লক্ষ্যভেদী
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
বিডি আমিনুর বলেছেন: ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । সহমত
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
মাহমুদুর রাহমান বলেছেন: তীব্র প্রতিবাদ , ঘৃণা আর কঠোর শাস্তি চাই। ভাই, একটু শোধন আছে যা ইচ্ছে তাই পরবে এটা না বলে একটু ঘুরিয়ে বলুন। যাই হোক। ধর্ষকরা পারিবারিকভাবে খারাপ ব্যক গ্রাউনড থেকেই আসে । ওদের সামাজিক জ্ঞান এ ঘাটতি থাকে।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
গৃহ বন্দিনী বলেছেন: আবার যদি কখনো আপনার শিক্ষিত(!) বন্ধুর সংগে তর্ক হয় এই বিষয় নিয়ে তবে শুধু একটা কথাই জিজ্ঞসা কইরেন যে ধর্ষন & ইভটিজিং এর পিছনে যদি মেয়েদের ড্রেসই যদি একমাত্র কারণ হয় তবে বোরখা বা হিজাব পরা মেয়েরা কেন এর শিকার হচ্ছে ??
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
পুংটা বলেছেন: এই পোষ্টে লাইক... মাইয়ারা যাই পরুক না কেন, পোলাগো চোখে লাগাম চাই। মাইয়া দেখলেই যাগো খাড়ায়া যায় তাগোরে ধিক্কার। যেই সব ছেলে মেয়েদেরকে মাল মনে করে... তাদের মোবাইল ওয়ালপেপারে, জামায়, টুপিতে, সালগ্লাস সহ নিত্য ব্যবহার্য্য সকল কিছুতে তার মায়ের ছবি লাগিয়ে দেওয়া হোক।
এবং সেই সাথে পোষ্ট স্টিকি করা হউক। :#>
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১
মেলবোর্ন বলেছেন: সত্যি কইতাসি দোষ সব ঐ পোষাকের তবে মেয়েদের না ছেলেদের মনের পোশাকের।
সুরা নং ২৪ সূরা আন-নূর আয়াত নং ৩০ ই যথেস্ট:
"মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।"
যারা নারীর পোশাকের দোষ দেয় তাদের জন্য কোরআনে আগে ছেলেদের কে সাবধান হতে বলা হয়েছে তার পর নারীদের পর্দার আয়াত সো আগে ছেলেদের দৃষ্টি নত রাখতে শিখান পরে মেয়েরা খালি গায়ে ঘুরলেও কেহ ধর্ষন করবেনা যদি সে প্রকৃত মুমিন হয়। কারন সে জানে -নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।
ধর্ষকের জন্য ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই-
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
শোয়াইব আহেমদ বলেছেন: লেখকের সাথে সহমত। তবে একটা বিষয় কিছুতেই বুঝতেছিনা কিছু কিছু পাবলিক মেয়েদের শালীন পোষাক পড়ানোর কথা বলা মানে ধর্ষকের পক্ষে অবস্থান নেয়া এটা কেন মনে করতেছে।
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
মেংগো পিপোল বলেছেন: যারা রেপ কে সমর্থন করে তারা যেমন খারাপ। তেমনি যারা অশ্লীল পোশাক সমর্থন করে তারাও সমান দোষে দুষ্ট।
জনাতে চান কেন?
কারন দুই দলই মজা লয় এক দল চোখ দিয়া আর এক দল শরীর দিয়ে।
তবে,
আমরা সোচ্চার হব রেপের বিরুদ্ধে। রেপ কে কোন যুক্তির মাধ্যমে সমর্থন করা যায়না। এভাবে চলতে পারেনা, না। বিচার ধর্ষকদের হতেই হবে এই বাংলায়।
View this link
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
লিরিকস্ বলেছেন: একটা বিষয় আমার মাথায় ঢুকছেনা - কিছু কিছু পাবলিক মেয়েদের শালীন পোষাক পরার কথাকে, ধর্ষকের পক্ষে অবস্থান নেয়া মনে করতেছে কেন?
যারা রেপ কে সমর্থন করে তারা যেমন খারাপ। তেমনি যারা অশ্লীল পোশাক সমর্থন করে তারাও সমান দোষে দুষ্ট।
একথা সবাইকে স্বীকার করতে হবে যে, অশালীন পোষাক পরা মেয়েদের দিকে তাকালে যদি কারো অনুভূতি হয় না। তাহলে সে.......... (থাক আমি না হয় আর খুলে না বলি)
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
অপরাজেয় বিদ্রোহি বলেছেন: মেয়েদের অবশ্যই দেশীয় সংস্কৃতির সংগে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরা উচিত। শুধু মেয়ে নয় পুরুষদের জন্যও কিন্তু ধর্মীয় বিধিনিষেধ রয়েছে। কোনো মেয়ে উগ্র পোশাক পরলেই কি তাকে আমি টিজ বা ধর্ষন করব? আর তথাকথিত নারীবাদি সুশীলদের কথা আর কি বলব! ওদের চরিত্র বলতে কিছু আছে নাকি? আমার কথার মূল পয়েন্ট হচ্ছে যে, মেয়েদের শালীন পোশাক পরা উচিত তবে না পরলেই যে তাকে টিজ/ধর্ষন করতে হবে-এটা ঠিক নয়। উগ্র ড্রেস পরা কেউ যদি পাশ দিয়ে হেঁটে যায় তাহলে আমাদের দৃষ্টি সংযত রাখার কথাই কিন্তু ধর্মে রয়েছে সেক্ষেত্রে কামনা জাগার প্রশ্নই আসে না। @ মেংগো পিপোল & লিরিকস্
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
মেংগো পিপোল বলেছেন: @ লেখকঃ মেয়েদের অবশ্যই দেশীয় সংস্কৃতির সংগে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরা উচিত। শুধু মেয়ে নয় পুরুষদের জন্যও কিন্তু ধর্মীয় বিধিনিষেধ রয়েছে। কোনো মেয়ে উগ্র পোশাক পরলেই কি তাকে আমি টিজ বা ধর্ষন করব? আর তথাকথিত নারীবাদি সুশীলদের কথা আর কি বলব! ওদের চরিত্র বলতে কিছু আছে নাকি? আমার কথার মূল পয়েন্ট হচ্ছে যে, মেয়েদের শালীন পোশাক পরা উচিত তবে না পরলেই যে তাকে টিজ/ধর্ষন করতে হবে-এটা ঠিক নয়।
অক্ষরে অক্ষরে স হ ম ত।
দৃষ্টি সংজত কেবল মুসলিম মুসলমান দের করতে বলা হয়েছে। কিন্তু ধর্ষক যে কেবল মুসলিমই হবে, এমন তো কোন কথা নেই।
@ লিরিকস্ঃ যৌন উত্তেজনা আর ধর্ষন ইস্প্রীহার মধ্যে পার্থাক্য করতে শিখুন।
১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০
htusar বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
গৃহ বন্দিনী বলেছেন: ঘটনা কি হইসিল ভাই?? বিস্তারিত বলেন