নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদান অস্বীকার করবে?\n\nTo handle yourself, use your head. To handle others, use your heart

রাফসান আল রাফি

রাফসান আল রাফি › বিস্তারিত পোস্টঃ

মিকি মাউস মাইয়া।

২১ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৫২

-মেয়েটিকে আমার খুব কাছ থেকে দেখা,
মেয়েটি বেশ হাসি খুশি মিশুক টাইপের।
কথা বলতে গেলেই মেয়েটি মিকি মাউসের
মতো সামনের দুটো দাত বের করে দেয়।
মেয়েটির সাথে যখনই আমি কথা বলতাম তখনই
ভাবতাম মিকি মাউস কি এই মাইয়াটারে
দেইখাই বানাইছে নি।
-কি অসহ্য সুন্দর হাসি মেয়েটির,
হাসতে গেলেই গালে টোল পড়ে।
এই মেয়েটিকে আমি তুই তুই করে বলি,
আমি খুব কম মানুষকে তুই বলি এর মধ্যে এই মেয়েটি আছে।
-এই মেয়েটির কোনো দুঃখ কষ্ট থাকার কথা না,
যে মানুষ গুলো মিশুক টাইপের হাসি খুশি হয় তাদের দুঃখ কষ্ট খুব কমই স্পর্শ করে।
হাসি খুশি জিনিসটা অনেকটা বুলেটপ্রুফ জ্যাকেট এর মতো।
যাদের গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট লাগানো থাকে তাদের গুলি লাগে না,
ঠিক তেমনই যারা হাসি খুশি থাকে তাদের কষ্ট স্পর্শ করে না।
-কোনো এক সন্ধায় মেয়েটি আত্মহত্যা করার চেষ্টা করে,
মিষ্টির সাথে বিষ মিশিয়ে মেয়েটি খায়।
তার এই চেষ্টা বৃথা যায়,
প্রকৃতি চায় নি এই হাসি খুশি মানুষটি দূরে কোথাও চলে যাক।
যখন মেয়েটিকে ওয়াশ করে বেডে রাখা হয় তখনও মেয়েটি খিল খিল করে হাসছিলো,
কি অসহ্য সুন্দর হাসি গালে টোলও পড়েছে।
-প্রকৃতি মানুষকে অনেক ক্ষমতা দিয়েছে,
তার মধ্যে নীরবে কষ্ট সহ্য করার ক্ষমতা।
মানুষ পারে,না কেঁদেই হাসি খুশি থেকেই এক বস্তা কষ্ট মনে চেপে রাখতে।
মানুষ পারে তার আশে পাশের কাছের মানুষ গুলোকে তার কষ্ট বুঝতে না দেয়া,
কাছের মানুষ গুলো বুঝতেও পারে না এই মানুষটির কিসের এতো কষ্ট।
শুধু মানুষ গুলো বুঝে এই মানুষটা তো খুব হাসে,
গালে টোল পড়িয়ে হাসে এমন কি মিকি মাউসের মতো সামনের দাত বের করে হাসে।
-মিকি মাউসের মতো হাসতে হাসতে মনে কষ্ট রেখে একদিন এই মানুষ গুলো হারিয়ে যায়,
আর আশে পাশের মানুষের মাঝে প্রশ্ন রেখে যায়।
-আরেহ এই মিকি মাউসের মতো হাসি দেয়া মেয়েটা কেনো এমনটা করলো?
কি আজব কি আজব.........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.