![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারের কাঠামোগত কোনো সম্পর্ক না থাকলেও অন্তর্নিহিতভাবে এ দুটো সম্পর্কযুক্ত। কারণ একাত্তরের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী দল হিসেবে একটি রাজনৈতিক দল আদালতের রায় অনুযায়ী যখন দোষী সাব্যস্ত হয়ে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনে প্রতিদন্ধিতার অযোগ্য ঘোষিত হয় তখন ব্যাপারটা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বিশেষত যখন পূর্ববর্তী নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও জয় লাভকারী দলগুলো কর্তৃক দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি গ্রহণযোগ্য নির্বাচনের শর্ত হিসেবে দেখা হয়, তখন নির্বাচনের ব্যাপারটিও মতাদর্শ ও বিশ্বাসের দিকে পুনরায় ধাবিত হয়। অতএব নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনে অযোগ্য ঘোষিত দলটি তার সাঙ্গ-পাঙ্গ অনুসারী এবং দেশীয় ও আন্তর্জাতিক সমর্থকদের নিয়ে এ নির্বাচন বানচাল করতে উঠে পড়ে লাগবে, এটাই স্বাভাবিক।
©somewhere in net ltd.