নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মতো ভাবতে ভালোবাসি..।সারাক্ষন সঙ্গীৎ মাথার ভেতোর গিজ গিজ করে...নিজের মনে যা চাই তাই লিখি..।

Rajibrpsoft

আমি একজন সঙ্গীত আসক্ত ব্যক্তি

Rajibrpsoft › বিস্তারিত পোস্টঃ

মায়া বা মোহ........।

০৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২০

মায়া মোহ খুবই আবেগকর একটা বিষয়। এই শব্দ গুলোর সাথে একজন মানুষের চাওয়া-পাওয়া জড়িত।
এই মায়া বা মোহ যে কোন কিছুর উপর হতে পারে।এটা হতে পারে একজন মানুষের উপর, হতে পারে জীব জন্তূর উপর,
হতে পারে প্রকৃতির উপর।এটা খুব অল্পতেই জন্মায় মানুষের একে অন্যের প্রতি ভালোবাসা থাকলে এটা অল্পতেই জন্মায়।
মায়া বা মোহ জন্ম হলে একে অপরকে ছাড়া থাকতে ইচ্ছা করেনা, একে অন্যকে না দেখলে বা না কথা বল্লে ভালো লাগে না।
দূরে থাকলে নিজের কাছে মনে হয় কি যেন নেই,তখন প্রচণ্ড মন খারাপ হয়।
কিন্তূ মায়া বা মোহ সবার প্রতি আসেনা এটা অল্প কিছু জন বা অল্প কিছু বিষয়ের প্রতি আসে
কারণ মায়া বা মোহ অর্জন করার বিষয়, অতি আকৃষ্টময় বিষয়।
চিনিনা জানিনা অথচ কাউকে দেখে বা কোন কিছু কে দেখে বা অনুভব করে মায়া জন্মাইতে পারে।
আসলেই মায়া বা মোহ আকৃষ্টময় বিষয়।।।।।।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: মায়া মোহ আসলেই খারাপ জিনিস মানুষকে দূর্বল করে দেয়।

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২৫

Rajibrpsoft বলেছেন: ঠিক তা না ভাই ..আপনি কি বিষয়ের ওপর মায়া মোহ করছেন সেইটা আগে জানতে হবে

২| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৯

নেওয়াজ আলি বলেছেন: এখন মায়ার দরকার তাহলে সরকারী চাল চুরি কম হবে

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৮

Rajibrpsoft বলেছেন: ভালো বলেছেন....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.