নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মতো ভাবতে ভালোবাসি..।সারাক্ষন সঙ্গীৎ মাথার ভেতোর গিজ গিজ করে...নিজের মনে যা চাই তাই লিখি..।

Rajibrpsoft

আমি একজন সঙ্গীত আসক্ত ব্যক্তি

Rajibrpsoft › বিস্তারিত পোস্টঃ

সুযোগ......

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৯

সুযোগ একটি অদ্ভুত বিষয়।আমাদের দৈনন্দিন জীবনে অতপ্রোত ভাবে জড়িয়ে আছে।
আসলে সুযোগ প্রত্যাশিত সবাই।সবাই চায় এর সদ ব্যাবহার করতে।
অর্থাৎ সুযোগের সঠিক সাধন করতে সবাই চাই সেটা যেই উদ্দেশ্যেই হোক ভালো বা খারাপ।
আল্লাহ তায়ালা কাছে চাইলে আল্লাহ তায়ালা সকলের জন্য সুযোগ সৃষ্টি করে দেন,
যারা এই সুযোগ কাজে লাগাতে পারে তারা উঠে যায় উন্নতির শীর্ষে,আর যারা যারা পারেনা
তারা আবারও কষ্টের ডুবন্ত জলে পড়ে আবারও নতুন সুযোগের জন্য দিন গুনতে থাকে।
আর অনেকে এই সুযোগ কে কাজে লাগানো তো দূর বুঝতেই পারেনা, কখন এইটা এসেছিল আর কখন গেল।
আবার অনেকেই আছে সুযোগের ধারধারে না তারা নিজেরাই তাদের জন্য সুযোগ তৈরি করে এবং অন্যদের ও সাহায্য করে।।।।।।।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: সন্ধ্যার পরে ঢাকা শহরের অবস্থা আজ ভিন্ন। করোনা পরিস্থিতিতে নগরবাসীকে আজ ধন্যবাদ দিতে হবে। শবে বরাতের রাতে তারা ঘরেই থাকছেন। তবে এর ঠিক উল্টো অবস্থা আজ গ্রামে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শহরের লোকদের প্রবেশ ঠেকানো গেলেও গ্রামে গ্রামে মসজিদগুলোতে মুসল্লিদের প্রবেশ ঠেকানো যায়নি। আমার আশঙ্কা, আগামী দিনে গ্রামে করোনা আরও ছড়িয়ে পড়বে এই বরাতের রাত থেকে।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৭

Rajibrpsoft বলেছেন: ভাই শবে বরাত এর দোষ দিয়ে লাভ নেই....দোষ আমাদের নইতিকতার ...আমাদের সচেতনোতার

২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৪

নেওয়াজ আলি বলেছেন: বেশ, ভালোবাসা ও শুভ কামনা ।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩১

Rajibrpsoft বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.