নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মতো ভাবতে ভালোবাসি..।সারাক্ষন সঙ্গীৎ মাথার ভেতোর গিজ গিজ করে...নিজের মনে যা চাই তাই লিখি..।

Rajibrpsoft

আমি একজন সঙ্গীত আসক্ত ব্যক্তি

Rajibrpsoft › বিস্তারিত পোস্টঃ

কাছের মানুষ .......

১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫০

কাছে থাকলেই, সব সময় কথা আদান-প্রদান হলেই কি কাছের মানুষ হওয়া যায় ।
দূরে থেকেও কি কাছের মানুষ বা বলতে পারি মনের মানুষ হওয়া যায়না ।
আমি তো মনে করি যায়, কারণ দূরত্ব কাছে পাওয়ার আগ্রহকে বারিয়ে দেয় ।
দূরত্ব অনেক কিছু বুঝতে শেখায় । অনেক সময় কাছে থেকেও একটি মানুষ চেনা যায়না,
দূরত্বের মাধ্যমেই বোঝা যায় মানুষগুলো কত কাছের ।
অবশ্য এর জন্য গভীর অনুভূতির প্রয়োজন যা অনেকের মাঝে নেই কারণ তাদের কাছে
দূরত্ব মানেই কিছু হারিয়ে ফেলা ।
কিন্তু যাদের এই অনুভুতি আছে তাদের কাছে দূরত্ব থাকলেও মনের মানুষ মনেই থাকে
হারিয়ে যায় না কারণ তাদের ধৈয্য ও অটুট বিশ্বাস রয়েছে ..................।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: কাছের মানূষ থাকুক কাছে।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৭

Rajibrpsoft বলেছেন: হা হা হা হা কাছের মানুষ দুরে চলে যাওয়ার ভয় লাগে

২| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৯

শাহিন-৯৯ বলেছেন:



আমি একলা চলোরে লোক

তাই এতো চিন্তা মাথায় আসে না। ছবি প্রথম দিলে ভাল হয়।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৮

Rajibrpsoft বলেছেন: মাথায় থাকলো এর পর থেকে প্রথমে ছবি দিব

৩| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৪

নেওয়াজ আলি বলেছেন: কাছে থাকলেই কাছের হয় না।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫৯

Rajibrpsoft বলেছেন: হ্যা ভাইয়া কাছে থাকলেই কাছের মানুষ হওয়া যায়না ..............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.