নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মতো ভাবতে ভালোবাসি..।সারাক্ষন সঙ্গীৎ মাথার ভেতোর গিজ গিজ করে...নিজের মনে যা চাই তাই লিখি..।

Rajibrpsoft

আমি একজন সঙ্গীত আসক্ত ব্যক্তি

Rajibrpsoft › বিস্তারিত পোস্টঃ

লেখা-লিখি.............

১৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৪



কঠিন কাজ, আমাদের কাছে পৃথিবীর সকল কিছু্ই কঠিন যখন সেটা আমরা পারিনা কিন্তু ঠিক ভাবে পেরে উঠলে তা হয়ে যায় সহজ কাজ
তারপরও কিছু কাজ রয়ে যায় যা আসলেই অত্যন্ত কঠিন । অন্তঃত আমার কাছে লেখা-লিখি করা কাজটা খুবই কঠিন । বলতে পারেন যে,
লেখে তো সবাই - কেউবা পরীক্ষায় পাশের জন্য, কেউ হিসেব রাখার জন্য ইত্যাদি । আমি কিন্তু যেই লেখার কথা বলছি তা হলো সাহিত্য,
সংস্কৃতির সাথে জরিত । আসলে এই বিষয় গুলোতেও অনেকেই লিখতে পারে তবে সত্যি কথা বলতে কি লিখে পৃষ্ঠা পূরন করলেই তো
পূন' নাম্বার পাওয়া যায়না লেখা প্রাসঙ্গিক হতে হয় । আবার প্রাসঙ্গিক হলেও লেখার ভারত্ব না থাকলে তা লেখা মনে হয়না । সস্তা লেখা তো
যে কেও চেষ্টা করলেই পারবে কিন্তু লেখা সেই যাদু যা মনের গহীনে এমন অবস্থান করে মনে হয় তা জীবন্ত, মনে হয় নিজের জীবনের গল্প
করছে, মনে হয় লেখাটায় বাস্তব ..............

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:



কোন কিছু লেখা কঠিন মনে হলে আপনাকে কিছুদিন গরুর রচনা লিখতে হবে, তখন ক্রমেই হাত এসে যাবে।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৫

Rajibrpsoft বলেছেন: হাহাাহাহাহাহ আচ্ছা ঠিক আছে লিখে আপনাকে পাঠাবো

২| ১৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


আপনাদের আমলে পরীক্ষা কি মালটিপল চয়েস ফরমেটে হয়েছিলো?

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৭

Rajibrpsoft বলেছেন: না আমরা লিখেই পাশ করেছি :)

৩| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

১৮এপ্রিল শনিবার আজকের আপডেটঃ
বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত ২১৪৪ সুস্থ ৬৬ মৃত্যু ৮৪ !!!

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৮

Rajibrpsoft বলেছেন: ধন্যবাদ... বহুল দূষ্পাপ' আপডেট

৪| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: নুরু সাহেবের সমস্যা টা কি?? একই মন্তব্য সবাইকে করে যাচ্ছেন??

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৯

Rajibrpsoft বলেছেন: ভাই উনি পানিক এ আছেন

৫| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২০

নেওয়াজ আলি বলেছেন: Right

৬| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৩

Rajibrpsoft বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৮

প্রেক্ষা বলেছেন: লেখা হচ্ছে ঝোক এর ব্যাপার।যখন লেখতে মনে চায় তখনি লেখা যায় অন্যসময় কাগজ চাবায়ে খাইলেও লেখা আসে ন। তবে রাজীব আংকেলের ব্যাপার আলাদা,উনি যখনি চান তখনি লিখতে পারেন। :|

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৮

Rajibrpsoft বলেছেন: রাজিব নূর এর কথা বলছেনতো....আর হ্যা লিখতে অবশ্যই একটা ঝোকের প্রয়োজন

৮| ১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৮

প্রেক্ষা বলেছেন: রাজীব নূর এর কথাই বলেছি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.