নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মতো ভাবতে ভালোবাসি..।সারাক্ষন সঙ্গীৎ মাথার ভেতোর গিজ গিজ করে...নিজের মনে যা চাই তাই লিখি..।

Rajibrpsoft

আমি একজন সঙ্গীত আসক্ত ব্যক্তি

Rajibrpsoft › বিস্তারিত পোস্টঃ

ভয়.......

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৫



ভয় কি! শুনেই ভীত হয়ে গেলেন, কি চমৎকার একটা শব্দ ভয় । বিজ্ঞান বলে ভয় মানে হলো সেই বিষয় যা আপনার চিন্তাশক্তিকে দূর্বল ও নার্ভ গুলোকে মাত্রাতিরিক্ত চালু করে দেয় যার ফলে আমরা তখন বুঝেই উঠতে পারিনা কি করব আর কি করা উচিত । আবার আল্লাহ তালা বার বার আমাদের ভয় করতে বলেছেন যেন আমরা তার পথে ফিরে আসি । জানেনতো এই বিষয়টা যদি না থাকত তাহলে পৃথিবীটা আজ এরকম হতোনা । আল্লাহতালা আমাদের ভেতর এই কারণেই এই বিষয়টা দিয়েছেন যাতে উনি আমাদের পরিক্ষা নিতে পারেন তা না হলে তো আমরা পরিক্ষায় যোগ দিতাম না, বাবা-মা কে সম্মান করতাম না, শিক্ষকদের, বড়দের কাউকেই না । শুধু মাত্র ভয়ের কারণে আমরা এগুলো করি ।
বলতে পারেন সম্মানের সাথে ভয়ের সম্পর্ক কি ? আছে সম্মান করতে না জানলে লজ্জা পাবার ভয় ।

তবে জানেনকি ভয় থেকে নতুন কিছুর সৃষ্টি হয় । যখনিই আপনি কোন কিছু হতে ভয় পাবেন হয় আপনি তা হতে নিজেকে গুটিেয় নিবেন আর না হয় তাকে গ্রহন করে নিবেন আর তখনিই আপনি কিছু না কিছু আবিষ্কার করবেন অথবা আবিষ্কারের চেষ্টায় থাকবেন ।

যেমনটা আমরা ভয়ে হাত-পা গুটিয়ে বাসায় আছি আর কিছু মানুষ প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এর থেকে পরিত্রান পাওয়ার ......

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৫

রাােসল বলেছেন: Thanks

২| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: ভয় থেকেই ভালো কিছু হয়।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৪

Rajibrpsoft বলেছেন: হ্যা ভাই

৩| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২৬

নেওয়াজ আলি বলেছেন: Good

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৪

Rajibrpsoft বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০২

মেহরাব হাসান খান বলেছেন: আচ্ছা, ভয় আর আতঙ্কের মধ্যে পার্থক্য কি?

৫| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪১

Rajibrpsoft বলেছেন: ভয় আর আতঙ্কের মধ্যে পার্থক্য আছে তা সামান্য ....যেমন এখন আপনি আতঙ্কে আছেন করোনা নিয়ে কি যে হবে সারাক্ষন চিন্তায় আছেন কি যে হয় সামনের দিন গুলোই আর এই আতঙ্ক দিয়ে সৃষ্টি ভয় এর আমরা দিন শেষে বেচে থাকব তো ?????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.