নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মতো ভাবতে ভালোবাসি..।সারাক্ষন সঙ্গীৎ মাথার ভেতোর গিজ গিজ করে...নিজের মনে যা চাই তাই লিখি..।

Rajibrpsoft

আমি একজন সঙ্গীত আসক্ত ব্যক্তি

Rajibrpsoft › বিস্তারিত পোস্টঃ

ক্ষুধা !........

০৫ ই মে, ২০২০ রাত ১:০১



ক্ষুধা কেন যে এর আবিষ্কার হয়েছিল তা না হলে তো আমরাও সারাটাদিন ও রাত প্রার্থনায় কাটাতাম। ক্ষুধার কারনেই সব জঞাল এর সৃষ্টি।
ক্ষুধাতে আবার জঞ্জাল বিষয়টি কেমন যেন তাইনা, ক্ষিদেতো শারিরীক চাহিদা, যখন শরীরে শক্তির প্রয়োজন হয়, প্রয়োজন হয় ভিটামিন সহ নানা উপাদানের তখনিই আমরা খাওয়ার জন্য ছুটি কিন্তু চরম সত্যিটা কি জানেন পৃথিবীর শুরু থেকে যত ইতিহাস পড়বেন এই পেটের ক্ষিদের জন্য কিন্তু জঞ্জাল সৃষ্টি হয়নি, হ্যা তবে অনেক রক্তক্ষরণ বা রক্তপাত হয়েছে তবে তা সামান্যই বলা চলে । ভয়ংকর বা নির্মম বা এর থেকে অন্যকিছু বলতে পারেন যার দরূন এই বা যে ক্ষিদের জন্য এই জঞ্জাল এর সৃষ্টি তা হলো চোখের ক্ষিদে, মনের ক্ষিদে ।
সারাদিন একবেলা খেয়েও পেটের ক্ষিদে মেটানো যায় কিন্তু পেট পুরে খেয়েও আইসক্রিম বা মিষ্টি খাওয়ার লোভ টা কিন্তু নেহাত চোখের ক্ষিদে । অথাৎ আমি বলতে চাচ্ছি চোখ ধাধানো বিষয় দেখার পরও আমাদের চোখের ক্ষিদে কিন্তু মেটেনা আরো আরো নতুন যা দেখেছি তার থেকেও নতুন কিছু দেখার লোভ আমাদের মিটেনা । আর মনের ক্ষিদে এ বিশাল এক জিনিস কোন কিছু দিয়ে একে থামানো সম্ভব নয়।

মনের ক্ষুধাকে ভাংলে অনেক শাখা-প্রশাখা বের হবে এত বিস্তারিত না বলে সংক্ষেপে বললাম কেন জানি সংক্ষেপে বলতে ভালোবাসি তবে সামান্য একটা উদাহরণ দিয়ে যায়..... যে লেখে সারাটা দিন লিখলেও তার মন ভরবে না সারাক্ষন মনে হবে কি যেন লেখা হলোনা..কিছু একটা থেকে গেল মনে হয়.......।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২০ রাত ১:১১

রাজীব নুর বলেছেন: ক্ষুধাই তো দুনিয়াটাকে চালাচ্ছে।

০৫ ই মে, ২০২০ রাত ১:১৯

Rajibrpsoft বলেছেন: হ্যা ভাই এক অর্থে তাই এই ক্ষুধায় পৃথিবীটাকে চালাচ্ছে

২| ০৫ ই মে, ২০২০ ভোর ৫:৫৬

নেওয়াজ আলি বলেছেন: কিছু দিন পরে মরবে মানুষ খুদায়

০৫ ই মে, ২০২০ সকাল ৯:৫৮

Rajibrpsoft বলেছেন: হ্যা ভাই খুব বিপদ আসছে সামনে.......

৩| ০৫ ই মে, ২০২০ দুপুর ২:৪৪

কানিজ রিনা বলেছেন: আপনার জঞ্জাল বানান ঠিক করুন,ঞ্ জ।

০৬ ই মে, ২০২০ রাত ১২:৩৬

Rajibrpsoft বলেছেন: ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেয়ার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.