নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মতো ভাবতে ভালোবাসি..।সারাক্ষন সঙ্গীৎ মাথার ভেতোর গিজ গিজ করে...নিজের মনে যা চাই তাই লিখি..।

Rajibrpsoft

আমি একজন সঙ্গীত আসক্ত ব্যক্তি

Rajibrpsoft › বিস্তারিত পোস্টঃ

কেউ যদি .....

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১০



যদি কেউ ধরতো এই দুটি হাত........বলতো
জীবন এতটা সহজ নয় যতটা ভাবো
পথ সর্বদাই দেখতে মসৃন হয়
খালি পায়ে হাঁঁটলে বোঝা যায়
প্রতিটি পদে কীভাবে পাথর বিছানো

যদি কেউ ধরতো এই দুটি হাত........বলতো
আমি আছি ছায়া হয়ে
সুর ও সাধনা হয়ে
সাদা পাতায় কাব্য হয়ে
চোখের ঝরে যাওয়া কান্না শেষে
মুখের মৃদু হাসি হয়ে
পথ চলায় সঙ্গী হয়ে

কেউ যদি .....কেউ যদি......বলতো .....

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২০

সাগর শরীফ বলেছেন: কেউ যদি ধরত....

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২০

Rajibrpsoft বলেছেন: হ্যা কেউ যদি

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৫

শোভন শামস বলেছেন: কেউ বলার চেয়ে নিজেই বলুন, ভাল লাগবে

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২১

Rajibrpsoft বলেছেন: পাঠে ও মন্ত্যব্যে ধন্যবাদ ভাই । এখন আর কাউকে বলিনা নিজেকে ছাড়া

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন। বানান নিয়ে আপনার সমস্যা হয় আগে বলেছিলেন। এ বানানগুলো কপি পেস্ট করতে পারেন :

মস্রিন - মসৃণ
কিভাবে - কীভাবে
বেছানো - বিছানো


ক্ষুদ্র জ্ঞানে একটা পরামর্শ দিই। সবসময় প্রচলিত উপমা এড়িয়ে চলবেন। যেটা বলতে চান, ওটা অন্যরা যেভাবে বলছেন, আপনি সেটা আলাদাভাবে আপনার মতো বলুন।

আমি আছি ছায়া হয়ে - খুব প্রাচীন ও বহুল ব্যবহৃত কথা। এ কথাটা ঘুরিয়ে বলুন :)
পথ চলায় সঙ্গী হয়ে - পুরোনো কথা :(

তাহলে হয়ত বলবেন- কী লিখবেন? আপনি ব্লগার জাহিদ অনিক, ৎঁৎঁৎঁ, সোনালী ডানার চিল - এদের কিছু কবিতা পড়ে দেখতে পারেন।

আচ্ছা, অন্যভাবে নিয়েন না। আপনার এ লেখাটা ভালো হয়েছে। আমার কাছে মনে হলো যে, কিছু গাইডলাইন পেলে আপনার লেখা দ্রুত ইম্প্রুভ করবে এবং স্বকীয় হয়ে উঠবে। এজন্য এতকথা বললাম।

ভালো থাকবেন।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৫

Rajibrpsoft বলেছেন: এত সুন্দর করে আমাকে বুঝিয়ে বললেন আর আমি মনে কিছু নিব ??? না ভাইয়া .. আমি এখানে শিখতে এসেছি । আমার খুবি ভালো লাগছে যে আপনি আমার লেখা পড়ে ভালোও বললেন আবার আমার ভুল গুলোও সুধরে দিলেন অসংক্ষ্য ধন্যবাদ ।এভাবেই আমার পাশে থাকবেন তাহলে বুঝব কেউ তো আছে .....

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৭

Rajibrpsoft বলেছেন: বরাবরের মত অসংক্ষ্য ধন্যবাদ ভাইজান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.