নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রাকিব। আম জনতা রাকিব। তবে আমার থেকে দূরে থাকাই ভালো~

রাকিব উদ্দিন নওশাদ

দেশকে ভালোবাসি, দেশের মানুষগুলোকে ভালোবাসি

রাকিব উদ্দিন নওশাদ › বিস্তারিত পোস্টঃ

বাংলা গান এবং একজন ক্ষ্যাত~

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৪৩



যারা বলেন, 'ধুর বাংলা গানের মত ফালতু জিনিস দ্বিতীয়টি আর আছে? আমি বাংলা গান শুনি না। যত্তসব ক্ষ্যাতরাই বাংলা গান শোনে।' তাদের বলছি, বাংলা গান বা বাংলা গায়ক বলতে আপনি কাকে চেনেন?

আপনি বাংলা গান বলতেই হয়ত বোঝেন শরীফ উদ্দিন, তাবিজ ফারুক, আরেফিন রুমি কিংবা পড়শীকে। এরা বাংলা গানের জগতকে কি দিয়েছে?

লালনগীতি শোনেছেন? লালনগীতির কথা গুলো বুঝতে পারেন? গানে কি বলছে কিছু বোঝেন? না বুঝলে গান শুনে ভালো লাগবে কিভাবে?

শাহ্ আবদুল করিম, হাছন রাজার গান শুনেছেন? নাকি এখন আবার চোখ বড় বড় করে বলবেন, এরা কারা?

আচ্ছা বাদ দেন, বারী সিদ্দিকীর গান শুনেছেন? নাকি তাও বলবেন উনি কোন দেশের নাগরিক??

অর্নবকে চেনেন? অর্নবের গান কখনও শুনেছেন কি?

জলের গান, লালন ব্যান্ড, চিরকুট এদের নাম কখনও শুনেছেন? ও আচ্ছা নাম শুনেছেন কিন্তু ওদের গান কখনও শোনা হয়নি না?

আচ্ছা এতক্ষন তো বললাম ফোক গানের কথা। ফোক গান আপনার ভালো নাও লাগতে পারে, সবার কাছে সব গান ভালো লাগে না এটাই স্বাভাবিক। আচ্ছা ওকে চলুন রক গানের কথাই বলি~

আমাদের একজন জেমস আছে। আমাদের একজন আইয়ুব বাচ্চু আছে। চেনেন?

আমাদের একজন গুরু ছিল ‘রেল লাইনের ওই বস্তিতে’ গেয়েছিলেন। শুনেছেন? তাও শোনেন নি!!

আমাদের আছে Miles, Artcell, Warfaze. চেনেন তাদের?

আপনি জানেন? আমাদের একজন বেজবাবা আছে? অনি হাসানের গিটার প্লে দেখেছেন? সামির হাফিজের ব্যাপারে আপনার কোন আইডিয়া আছে? নাহিয়ান উপমহাদেশের ফাস্টেস্ট গিটারিস্ট। তার কথা শোনেছেন কখনও?

শিরোনামহীনের গান শুনেছেন? তাদের লিরিক্সের মর্মার্থ বোঝেন? রাফার মত একজন গায়ক দেখাতে পারবেন হিন্দী মিউজিকে?

Ashes, Minerva, সোলস, ক্রিপটিক ফেট, শূন্যকে চেনেন? শুনেছেন তাদের গান?

গান শুনে ইমোশনাল হতে চান? তাহসান, তপুর গান শুনতে পারেন!

কি নেই এই বাংলা গানে!! এত ছোট একটা দেশে এতগুলো ফেমাস গায়ক বা ব্যান্ড বিশ্বের আর কোথাও দেখাতে পারবেন?

অনেকের কথাই তো বললাম। সবার গানই শুনে দেখেবেন। সবার গান যে আপনার কাছে ভালো লাগবে তা কিন্তু নয়। তবে কারো না কারো গান ভালো লাগবেই নিশ্চিত~

আপনি বাংলা গান শুনলে কাল থেকে কেউ না কেউ একজনও আপনাকে ক্ষ্যাত বলবে সেটাই ভাবছেন? আরে ভাই, কৃষি প্রধান এই বাংলাদেশে ক্ষ্যাত হওয়াটাও একটা গর্বের বিষয়~

আসুন আজ থেকে মোবাইল বা পিসির প্লে লিস্টটা পাল্টে বাংলা গানে সমৃদ্ধ করি~যারা বলেন, 'ধুর বাংলা গানের মত ফালতু জিনিস দ্বিতীয়টি আর আছে? আমি বাংলা গান শুনি না। যত্তসব ক্ষ্যাতরাই বাংলা গান শোনে।' তাদের বলছি, বাংলা গান বা বাংলা গায়ক বলতে আপনি কাকে চেনেন?

আপনি বাংলা গান বলতেই হয়ত বোঝেন শরীফ উদ্দিন, তাবিজ ফারুক, আরেফিন রুমি কিংবা পড়শীকে। এরা বাংলা গানের জগতকে কি দিয়েছে?

লালনগীতি শোনেছেন? লালনগীতির কথা গুলো বুঝতে পারেন? গানে কি বলছে কিছু বোঝেন? না বুঝলে গান শুনে ভালো লাগবে কিভাবে?

শাহ্ আবদুল করিম, হাছন রাজার গান শুনেছেন? নাকি এখন আবার চোখ বড় বড় করে বলবেন, এরা কারা?

আচ্ছা বাদ দেন, বারী সিদ্দিকীর গান শুনেছেন? নাকি তাও বলবেন উনি কোন দেশের নাগরিক??

অর্নবকে চেনেন? অর্নবের গান কখনও শুনেছেন কি?

জলের গান, লালন ব্যান্ড, চিরকুট এদের নাম কখনও শুনেছেন? ও আচ্ছা নাম শুনেছেন কিন্তু ওদের গান কখনও শোনা হয়নি না?

আচ্ছা এতক্ষন তো বললাম ফোক গানের কথা। ফোক গান আপনার ভালো নাও লাগতে পারে, সবার কাছে সব গান ভালো লাগে না এটাই স্বাভাবিক। আচ্ছা ওকে চলুন রক গানের কথাই বলি~

আমাদের একজন জেমস আছে। আমাদের একজন আইয়ুব বাচ্চু আছে। চেনেন?

আমাদের একজন গুরু ছিল ‘রেল লাইনের ওই বস্তিতে’ গেয়েছিলেন। শুনেছেন? তাও শোনেন নি!!

আমাদের আছে Miles, Artcell, Warfaze. চেনেন তাদের?

আপনি জানেন? আমাদের একজন বেজবাবা আছে? অনি হাসানের গিটার প্লে দেখেছেন? সামির হাফিজের ব্যাপারে আপনার কোন আইডিয়া আছে? নাহিয়ান উপমহাদেশের ফাস্টেস্ট গিটারিস্ট। তার কথা শোনেছেন কখনও?

শিরোনামহীনের গান শুনেছেন? তাদের লিরিক্সের মর্মার্থ বোঝেন? রাফার মত একজন গায়ক দেখাতে পারবেন হিন্দী মিউজিকে?

Ashes, Minerva, সোলস, ক্রিপটিক ফেট, শূন্যকে চেনেন? শুনেছেন তাদের গান?

গান শুনে ইমোশনাল হতে চান? তাহসান, তপুর গান শুনতে পারেন!

কি নেই এই বাংলা গানে!! এত ছোট একটা দেশে এতগুলো ফেমাস গায়ক বা ব্যান্ড বিশ্বের আর কোথাও দেখাতে পারবেন?

অনেকের কথাই তো বললাম। সবার গানই শুনে দেখেবেন। সবার গান যে আপনার কাছে ভালো লাগবে তা কিন্তু নয়। তবে কারো না কারো গান ভালো লাগবেই নিশ্চিত~

আপনি বাংলা গান শুনলে কাল থেকে কেউ না কেউ একজনও আপনাকে ক্ষ্যাত বলবে সেটাই ভাবছেন? আরে ভাই, কৃষি প্রধান এই বাংলাদেশে ক্ষ্যাত হওয়াটাও একটা গর্বের বিষয়~

আসুন আজ থেকে মোবাইল বা পিসির প্লে লিস্টটা পাল্টে বাংলা গানে সমৃদ্ধ করি~

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৫২

আরণ্যক রাখাল বলেছেন: চরম বলেছেন। যারা এমন বলে তারা বাংলা গানই শোনেনি।
আরেফিন রুমি, ফুমি ওরা বাংলা গানের কেউ না।
প্লাস

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:১০

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: ওরা বাংলা গান কি সেটাই জানে না। বাংলা গানের আসল রূপই ওরা দেখে নি~

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ ভোর ৬:০৮

বিষন্ন পথিক বলেছেন: আরেফিন রুমি, ফুমি, পরশু তরশু এদের গান শুনে বাংলা গানকে বিচার যে করে সে হৈল সেই লেভেলর আবাল
আরেকজন কি যেনো নাম কুনাল না ছিনাল , অনেক আগে পেপারে পড়ছিলাম সে প্লেনে উঠলে পাইলট বলে তারে গান গাওয়াইতে ককপিটে নিয়ে যায় !
বাপ্পা মজুমদারের নাম বাদ গেলো পোষ্টে, কিরাম জানি লাগে, তার অবদান কম না বাংলা গানে

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: ধন্যবাদ :)

৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

দর্শনপ্রিয়কার্তিকেয় বলেছেন: চরম কথা বলেছেন, আমি আপনার সাথে একমত

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: ধন্যবাদ :)

৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:০৩

রবাহূত বলেছেন: আপনি বাংলা গান বিশেষ শুনেন নি! আমি দুঃখিত। যদি বলতেন সমর দাসের নাম শুনেছেন, যদি আরও বলতেন রাজা হোসেন খান, শেক সাদি খান, রবিন ঘোষ, আনোয়ার উদ্দিন খান, আলম খান, আহমেদ ইমতিয়াজ বুল বুল, আনোয়ার পারভেজ সত্য সাহা, আর কত বলব আলাউদ্দিন আলী, বারিন মজুমদার, শুধিন দাস, কমল দাস মজুমদার শুনেছেন, আজাদ রহমান, খান আতা এরা সবাই সুরকার এবার আসি গীতিকারে দেখুন তো এদের চিনেন কিনা আবু হেনা মস্তফা কামাল, গাজি মাযহারুল আনোয়ার, নজরুল ইসলাম বাবু, আনোয়ার উদ্দিন খান, মনিরুজ্জামান, সৈয়দ শামসুল হক কি ভাই চিনেন? আচ্ছা আপনি কি জানেন জেমসের প্রথম ক্যাসেট এর প্রতিটি গান নকল কোথাও স্বীকারোক্তি নেই, "মা" গানটির কথা কপি পেস্ট, আপনি ডুবি ব্রাদার্সের নাম শুনেছেন তাদের গান জেমস মেরে দিয়েছে, আপনি কি জানেন সান্টানার কত গান বাচ্চু কপি পেস্ট করেছে। জানিনা কেন বলছি? আমি দুঃখিত এদের গান বাংলাদেশের গান কে গতি এনে দিয়েছে, আপনি জানেন বাংলাদেশের প্রথম ব্যান্ড কোনটি? যার ভোকাল সারা দুনিয়া কাঁপিয়েছে যার ভাই লেও সয়ার এর সাথে গিটার বাজিয়েছে। জেমস, বাচ্চু আমার খুবই প্রিয় কিন্তু জানার পরিধি বারাতে হবে ভাই, আপনি যদি বলতেন গিটারিস্ট নীলয় কে শুনেছেন মানতাম! হাতে গোনা অল্প কিছু গান শুনলে তো হবে না ভাই এভাবে কি কাউকে উপদেশ দেয়া উচিৎ! যাদের নাম বললাম এরা সবাই বাংলাদেশি, যার কবির নামই উল্লেখ করলাম না, আপনি সলিল চৌধুরী, হিমাংশু দত্ত, জগন্ময় মিত্র, মানবেন্দ্র, পিন্টু , মৃণাল, কৃষ্ণ দে, তরুণ, আ র কত বলব, এদের গান শুনেছেন? শুনতে হবে ভাই! বাংলা গান কে ভালো বাসতে হলে গান কে ভালো বাসতে হলে সব শুনতে হবে, জানেন হোসে ফেলিসিয়ানর বিখ্যাত গান " লিসন টু দ্য ফলিং রেইন" ওয়ান অফ দ্য মোস্ট রোমান্টিক গান কে আপনাদের প্রিয় বাপ্পা কি বানিয়েছে.।। "আল্লার রস্তে দুইডা ভিক্ষা দেন গো মা" এরা কোম্পজার? যদি গিটার শুনতেন তাহলে বলতেন না অমুক ফাস্ট তমুক ফাস্ট, কার কোন সিগ্নেচার টোন আছে? জিমি হেন্ড্রিক্স শুনেছেন, জিমি পেইজ, বি বি কিং, ব্রায়ান মে, এল্মান ব্রাদার্স, অহ কত বলব। pls go and google & listen. pls pls pls! অল্পতে তুষ্ট হওয়া আমাদের ক্রাইসিস, এসব ছাড়তে হবে ে জেনারেশন অর্ণব ছাড়া আর কআউকে দেখলাম না গানটা জানে, জলের গানের লিরিক্স ভালো। তুহিন ভাইএর গলা অযথা চড়া! লালনের শুমি কি গান করে না চিৎকার করে বুঝবেন, এগুল গান না। আর্ট সেলের ছেলেটার গান্টাই শিখা হল না, এরশাদ স্কিল্ড কিন্তু ক্রিয়েটিভ না, ওর একটা টিউন মুখে বাজান তো? পারবেন না কারন মেলোডি নেই। বেজবাবা শুধু বেজ বাজালেই ভালো সুমন ভাই বানোয়াট গলায় গান গায়। মাফ চাই ভাই। অনেক কটু কথা বললাম। বাই দ্য অয়ে, মুজিব পরদেশীর গান শুনেছেন, আব্দুল আলিম, জসিম উদ্দিন, উকিল মুন্সি, হাসিনা ম্মতাজ, আঞ্জুমানারা বেগম, আসাফউদ্দউলা? সাবিনা, রুনা শাহনাজ দের বাদেই দিলাম, সুবির নন্দি, আব্দুল হাদি, এন্দ্রু কিশোর, আব্দুল জব্বার, খন্দকার ফারুখ হসেইন, বশীর আহমেদ, আরও আরও কত... ভাই মানুষ কে ছোট ভাব্বেন না, অনেক দূর যেতে হবে এত শহজেই খুশি হলে হবে না। ভালো গান শুনুন, জানুন নিজেকে তৈরি করুন। ধন্যবাদ!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: ধন্যবাদ :)

৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:২৩

রবাহূত বলেছেন: ইন ঢাকা, জলি রজারস, মেম্বারস অনলি, রক্সটাটা, পেপার রাইমস, কে অজ, এদের নাম জানেন এরা বাংলাদেশি ব্যান্ড।

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৫

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: ভাই শত শত ব্যান্ড আছে। নাম বলে শেষ করা যাবে না!!

৬| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গান হলো ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার।

১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৮

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: জ্বী আমি কাউকে জোর করছি না। জাস্ট আমার ধারনা, এমন কিছু কথা বললাম~ :)

৭| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৬

আমিই মিসির আলী বলেছেন: ঠিকই বলেছেন।
আমাদের দেশেই সব আছে।
এবং আমি সময় পেলে দেশীয় শিল্পীদের গানই শুনি।

১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৬

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: :)

৮| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমাদের বাংলা গান অনেক সমৃদ্ধ।

শরীফ উদ্দিন, তাবিজ ফারুক, আরেফিন রুমি কিংবা পড়শীর গান শুনিনা।




০৯ ই মার্চ, ২০১৬ রাত ১:১৫

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.