![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ফেইসবুকঃ http://www.facebook.com/mohammad.rakibul আমি ছন্নছাড়া মানুষ। একটা লক্ষ আছে জীবনে। ভ্যাগাবন্ড হওয়া। মা-বাবা আর ভাইদের জন্য এখনো হতে পারিনি। তবে আর বেশীদিন মনে হয় বাকি নেই।
সদরঘাটে বিহঙ্গ বাসে বসে আছি। ফার্মগেট যাবো। ঘড়িতে সময় দুপুর আড়াইটা। মাত্রই একটা জঘন্য পরীক্ষা দিয়ে ভার্সিটি থেকে বের হয়েছি। মন, 'আমাকে দিয়ে কিচ্ছু হবে না' টাইপ খারাপ। আসলে ঠিক খারাপ না। অনেকটা উদাস উদাস। অনেকক্ষন ধরেই পড়াশোনা করে, কে, কবে, কি করেছে সেটা মনে করার চেষ্টা করছি। নাহ... কিচ্ছু মনে পড়ছে না।
আমার জন্য মন ভালো করার সবচেয়ে ভালো উপায় হলো, মানুষ দেখা। আশে পাশের মানুষদের খুব ভালো করে লক্ষ্য করা। কে কি করছে, তা খুটিয়ে খুটিয়ে দেখা। বাসে বসে আছি। বাস ভর্তি মানুষ।
আমার পাশের সারির সামনের সিটে একটা মেয়ে বসেছে। ভার্সিটি স্টুডেন্ট ই হবে। সিনিয়র না জুনিয়র বুঝতে পারছি না। তার সাথে আরো ৩ ছেলে বন্ধু। মেয়েটার পাশে একজন, আর পেছনে দুই জন। একেবারে প্যাকেট করে রেখেছে। ভালো মতো দেখা ও যাচ্ছে না। মেয়েটা দেখতে কি খুব সুন্দর? মনে হয় না। স্বাভাবিক ই তো। হাতে একটা পেয়ারা। মাত্র খাওয়া শুরু করেছে। খেতে খেতে পেছনের দুই বন্ধুর সাথে ঘুরে কথা বলছে। ভালোই তো, আমি ভালো করে দেখতে পাচ্ছি। আচ্ছা, চোখদুটোকে কি একটু অন্যরকম লাগছে না? অন্যদের মতো না। বরং একটু আলাদা। বড় বড় সাদা দুটি চোখ। মাঝখানে গোল কালো চোখের মনি। চোখের চারপাশে হালকা করে কাজল দেয়া। কি গভীর। কি মায়া। দেখেই তো ডুবে যেতে ইচ্ছে করে। ঠোটে হালকা করে লিপস্টিক দেয়া। হালকা গোলাপী রঙের লিপস্টিক। আলাদা কিছু মনে হচ্ছে না। মনে হচ্ছে, এটা না হলে হতোই না। এটাই স্বাভাবিক। কই? আগে কোনো মেয়েকে তো লিপস্টিকে এতো সুন্দর লাগে নি। ঠোটের নিচটায় একপাশে কালো একটা তিল। ছোট্টো এই কালোই কি ভয়ংকর সুন্দর। ঠোটের ফাকে মুক্তোর মতো সাদা দাত। সেই দাত দিয়ে কি সুন্দর কচ-কচ করে পেয়ার খাচ্ছে!!!
পেয়ারা? নাহ... !!! মেয়েটা কি অবলীলায় কচ-কচ করে আমার হৃদয় টা খেয়ে নিচ্ছে।
আমি খুন হলাম। এই ভরদুপুরে, এই বাসে, এই কোলাহলপূর্ন শহরে, সবার সামনে নৃশংস ভাবে খুন হলাম।
২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৪৮
রাকিবুল৯০ বলেছেন: কবিতাটা সুন্দর হইছে। সুন্দর মিল।
আর ইয়ে..... ধন্যবাদ ভাই।
২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:২১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো
২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৪৯
রাকিবুল৯০ বলেছেন: ধন্যবাদ বর্ষন ভাই।
৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৫৬
হাসান মাহবুব বলেছেন: মাঝে মাঝে খুন হয়ে যাওয়া ভালো!
২৯ শে জুন, ২০১৩ রাত ১২:২১
রাকিবুল৯০ বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই। আমার লেখা পড়ার জন্য।
আমার মেঝো ভাইয়ের নাম ও মাহবুব।
৪| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৫৭
কালোপরী বলেছেন:
২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৩৬
রাকিবুল৯০ বলেছেন:
৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:০৫
মিজভী বাপ্পা বলেছেন: এইডা কিরম ছ্যাকা দেউন্না স্টুরি হইল
২৯ শে জুন, ২০১৩ রাত ১:০৪
রাকিবুল৯০ বলেছেন: ছ্যাকা কই দেখলেন ভাই?
৬| ২৯ শে জুন, ২০১৩ ভোর ৪:২১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন:
২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৭
রাকিবুল৯০ বলেছেন: :#> :#> :#>
৭| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:২৯
মারুফ মুকতাদীর বলেছেন: সমাপ্তিটা চমত্কার! ++
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৮
রাকিবুল৯০ বলেছেন: ধন্যবাদ।
৮| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯
মহামহোপাধ্যায় বলেছেন: ভাই আপনার পোস্ট মর্টেম রিপোর্টের ব্যাপারে জাতি জানতে চায়।
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৮
রাকিবুল৯০ বলেছেন: তরুণীর চোখের ইশারায় যুবকের নৃশংস মৃত্যু।
৯| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৯
শায়মা বলেছেন: মজার লেখা তবে খেয়াঘাট ভাইয়ার কমেন্টও কম না!
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬
রাকিবুল৯০ বলেছেন: ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৩ রাত ১১:১৮
খেয়া ঘাট বলেছেন: মেয়ে খাচ্ছে পেয়ারা সাথে অল্প নুন
তাই দিয়ে আপনি হলেন দিন দুপুরেই খুন
মেয়ে বলে ওরে পাগল মন দিয়ে শুন
যেখানে সেখানে খুন হওয়াকি পুরুষ মানুষের গুণ।
পেয়ারা? নাহ... !!! মেয়েটা কি অবলীলায় কচ-কচ করে আমার হৃদয় টা খেয়ে নিচ্ছে।
লাইনটা ভালো লেগেছে।+