![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ফেইসবুকঃ http://www.facebook.com/mohammad.rakibul আমি ছন্নছাড়া মানুষ। একটা লক্ষ আছে জীবনে। ভ্যাগাবন্ড হওয়া। মা-বাবা আর ভাইদের জন্য এখনো হতে পারিনি। তবে আর বেশীদিন মনে হয় বাকি নেই।
এখন আর কেউ চিঠি লিখে না। ফোনে কথা বলে, এসএমএস করে। আমি তোমাকে চিঠিই লিখছি। কি অবাক হচ্ছো?
আমি ও অবাক হয়েছি। তোমাকে ফেসবুকে প্রথম দেখার পর। তোমার সাথে প্রথম ফোনে কথা বলার পর। অবাক হয়ে দেখেছি, কিভাবে তুমি ধীরে ধীরে আমার ভেতরটা দখল করে নিচ্ছো। খুব সন্তর্পনে আমার ভেতরে আমি নিজেই তোমার মাঝে হারিয়ে যাচ্ছি। তুমি কি কখনো তা বুঝতে পারতে?
গত তিনটি মাস তোমার সাথে আমার অসম্ভব সুন্দর কিছু সময় কেটেছে। সেই স্বপ্নময় সময়গুলোকে আমি নিজের করে পেতে চাই। আমি আরো ১০০ বছর তোমার সাথে কাটাতে চাই। ১২০০ মাস কিংবা ৩৬৫০০ দিন। প্রখর রোদে ছায়া হয়ে তোমার পাশে হাটতে চাই। তোমার প্রতিটি হাসির কারন হতে চাই। তোমার সব কষ্টের কান্না হতে চাই। অভিমানে ফুলে ওঠা তোমার গালের রক্তিম আভা হতে চাই। কিংবা, তোমার চুল এলোমেলো করে দেয়া আলতো বাতাস হতে চাই। তুমি কি একবার, শুধু একবার আমায় সে সুযোগ দেবে?
তুমি কি আমার হাসি হবে? সুখের সময় ভাসিয়ে দেয়া সাগরের এক মুক্তো হবে? তুমি কি আমার কষ্ট হবে? অঝোর ধারায় গড়িয়ে পড়া নোনতা স্বাদের অশ্রু হবে? তুমি কি আমার জীবন হবে? হাজার বছর আগলে রাখা জীবন-মরণ সংগী হবে?
বলো, তুমি কি আমায় ভালোবাসবে?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
রাকিবুল৯০ বলেছেন: আগে যে খুজে বের করতে হবে?
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫
গ্রাম্যবালক বলেছেন: তুমি কি আমার কষ্ট হবে?
আর কিছু না হতে পারলেও ধরে নিন এটা উপরেরটা নিশ্চিত ভাবেই হবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
রাকিবুল৯০ বলেছেন:
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৩
রূপা কর বলেছেন: ++++্
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
রাকিবুল৯০ বলেছেন: ধন্যবাদ...
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯
অপ্রচলিত বলেছেন: বাহ বেশ তো। এবার শুধু সঠিক প্রাপককে পাঠিয়ে দিন।
শুভ কামনা থাকলো।