নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Be Simple

রাকু হাসান

সাদামাটা জীবন পছন্দ । ভালোবাসা ছড়িয়ে দাও ।ভালোবাসো এ দেশ,মানুষ,প্রকৃতি কে ।

রাকু হাসান › বিস্তারিত পোস্টঃ

বাংলা ভাষার প্রথম উপন্যাস ‘‘আলালের ঘরের দুলাল ’’ নয় !!

৩১ শে মে, ২০১৮ রাত ২:৩৬

আসসালামু ওয়াইকুম । কেমন আছেন প্রিয় ব্লগার ও পাঠক :-B

আমরা একটা কমন বিষয় সকলেই জানি, বাংলা ভাষায় প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪-১৮৮৩) ১৮৫৭ রচিত ‘‘আলালের ঘরে দুলাল’’ । কিন্ত এই তথ্যটি একেবারে সত্য বলে গ্রহণ করা যায় না। তাহলে কি এতদিন আমরা ভুল পড়ে এসেছি !!
উত্তরটাও আবার ‘‘না ’’ হবে :( । প্রকৃত পক্ষে বাংলা ভাষায় প্রথম উপন্যাস লিখেন হানা ক্যাথেরিন মুলেন্স । তিনি সুইস নারী লেখিকা । বাংলা ভাষায় যথেষ্ট দক্ষতা ছিল এই গুণি লেখিকার । উপন্যাস টির নাম ‘‘ফুলমণি ও করুণার বিবরণ’’



এতটুকু প্রমাণিত যে বাংলা ভাষায় প্রথম উপন্যাস এটি । ১৮৫২ সালে ‘‘ফুলমণি ও করুণার বিবরণ’’ প্রকাশিত হয় ।

প্রশ্ন হলো তাহলে প্যারীচাঁদ মিত্রের ‘‘আলালের ঘরে দুলাল’’ ?
হুম সেটা নিয়ে আমার ক্ষুদ্র জ্ঞানে একটু বলি । যদিও মুলেন্স প্রথম উপন্যাস লেখেন । আমরা বাংলা ভাষায় প্রথম উপন্যাস হিসাবে জানি ‘‘আলালের ঘরে দুলাল’’ কে । কেননা ‘‘ফুলমণি ও করুণার বিবরণ’’ উপন্যাসটি সার্থক হতে পারে নি । অনেকটা বিদেশী গল্পের ছায়া অনুসারে লেখা্ ।খ্রীস্টান পরিবারের পারিবারিক গল্প বলা যায় । এই উপন্যাসের কাহিনী ,উপস্থাপন ,চরিত্র পাঠকের জন্য উপভোগ্য নয় । অর্থ্যাৎ চিত্তাকর্ষক হওয়ার যোগ্যতা হারায় । সেই হিসাবে ‘‘আলালের ঘরে দুলাল’’ অনেক সার্থক উপন্যাস বাংলা ভাষার । তাই ‘‘আলালের ঘরে দুলাল’’ প্রথম সফল উপন্যাস হিসাবে ধরে নেওয়া হয় ।

আমার মতে প্রশ্নটি যদি এমন হয় ‘‘বাংলা ভাষায় প্রথম উপন্যাসের নাম কি ? উত্তর টি হবে ‘‘ফুলমণি ও করুণার বিবরণ’’ ।
আর যদি বলা হয় ‘‘বাংলা ভাষায় প্রথম সফল উপন্যাসের নাম কি ? উত্তর টি হবে প্যারীচাঁদ মিত্রের ‘‘আলালের ঘরে দুলাল’’ ।
অপর দিকে দুর্গেশনন্দিনী কে বলা হয় বাংলা ভাষার প্রথম কোন সার্থ
ক কোন উপন্যাস ।

অর্থ্যাৎ ‘‘প্রথম’’ ‘‘সফল’’ এবং ‘‘সার্থক’’ শব্দগুলোর থাকা না থাকার উপর নির্ভর করছে,কোনটার উত্তর কি হবে ।

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ । ভাল থাকুন আপনি ।
আমি সমালোচনা বেশি করে চাই :g

তথ্যসূত্র-
ফুলমণি ও করুণার বিবরণ
দৈনিক জনকণ্ঠ

মন্তব্য ৫৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৮ রাত ৩:০২

চাঁদগাজী বলেছেন:


আলাল ও দুলাল তো বিএনপি'র নেতা; উনারা আবার উপন্যাস হচ্ছেন কেন?

৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৪

রাকু হাসান বলেছেন: আবহাওয়য়া খারাপ এখন।গা ঢাকা দেওয়ার জন্য আলাল,দুলাল এই ফন্ধি

২| ৩১ শে মে, ২০১৮ রাত ৩:১৬

কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ।
জানা ছিল না এটা।

৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৫

রাকু হাসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য ।

৩| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৩০

টারজান০০০০৭ বলেছেন: চাঁদগাজী বলেছেন:


আলাল ও দুলাল তো বিএনপি'র নেতা; উনারা আবার উপন্যাস হচ্ছেন কেন? :D

৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৫

রাকু হাসান বলেছেন: হাহা মজা পেলাম ,ধন্যবাদ টারজান ভাই

৪| ০৬ ই জুন, ২০১৮ রাত ২:৩২

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! নতুন একটা তথ্য পেলাম। অনেক ভাল লাগলো ভাই। শুভ কামনা রইলো।

০৬ ই জুন, ২০১৮ ভোর ৬:০২

রাকু হাসান বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমার ভাল লাগলো । ভালবাসা নিবেন

৫| ০৮ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৯

মৌরি হক দোলা বলেছেন: সুন্দর তথ্য :)

০৯ ই জুন, ২০১৮ রাত ১:৩৯

রাকু হাসান বলেছেন: ধন্যবাদ আপু .

২১ শে জুন, ২০১৮ রাত ১০:৪৮

রাকু হাসান বলেছেন: ধন্যবাদ আপু .

৬| ০৯ ই জুন, ২০১৮ রাত ৩:০৫

চাঁদগাজী বলেছেন:


আপনার এলাকার মানুষের কথা নিয়ে লিখুন।

২১ শে জুন, ২০১৮ রাত ১০:৪৮

রাকু হাসান বলেছেন: ধন্যবাদ ভাইয়া . চেষ্টা থাকবে

৭| ১০ ই জুন, ২০১৮ রাত ২:৫০

রাকু হাসান বলেছেন: ধন্যবাদ ভাইয়া . চেষ্টা থাকবে

৮| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর তথ্য !! শেয়ার করার জন্য ধন্যবাদ।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৪

রাকু হাসান বলেছেন: কষ্টকরে পড়ার জন্য ধন্যবাদ আপনাকে

৯| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:২১

লাবণ্য ২ বলেছেন: সুন্দর তথ্য।শুভ ব্লগিং!

১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৫

রাকু হাসান বলেছেন: ধন্যবাদ । আপনার ব্লগিং ও হোক শুভ ও সাফল্যের বীজতলা ।

১০| ১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর তথ্যের জন্য ধন্যবাদ, শুভ ব্লগিং

২১ শে জুন, ২০১৮ রাত ১০:৪৯

রাকু হাসান বলেছেন: অনুপ্রেরণা পেলাম । ভাইয়া ...আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য । এবং আপনার জন্যও রইলো অকৃত্রিম শুভ কমনা

১১| ১১ ই জুন, ২০১৮ রাত ১:৪৭

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং.......... !:#P

তথ্যটি জানা ছিল না। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২১ শে জুন, ২০১৮ রাত ১০:৪৮

রাকু হাসান বলেছেন: ৬ বছর সাত মাস বয়সি একজন প্রতিষ্ঠিত ব্লগার আমার লেখা টা পড়ছে সেই জন্য সত্যিই খুব ভাল লাগছে । অথচ ৬ বছর আগে ফেসবুক ও চালাতাম না । ব্লগিং দূরের কথা । স্বাগতম শ্রদ্ধেয় সুমন কর ভাইয়া এবং ধন্যবাদ সেই সাথে ভালবাসা নিবেন

১২| ২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

রোকনুজ্জামান খান বলেছেন: আমার নতুন পোষ্টে একবার ঘুরে আসার আহ্ববান রইল।
আপনাদের অণুপ্রেরণাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে?

২১ শে জুন, ২০১৮ রাত ১০:৫০

রাকু হাসান বলেছেন: অবশ্যই কেন না !

১৩| ২৪ শে জুন, ২০১৮ রাত ২:৪৫

আনাতোলিয়া বলেছেন: কত অজানারে...

২৫ শে জুন, ২০১৮ রাত ৩:৩৩

রাকু হাসান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ নিবেন .।হুম জানার শেষ নেই । ভাল থাকবেন আপু

১৪| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

স্রাঞ্জি সে বলেছেন: কিছুটা জানতে পারলাম।

২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

রাকু হাসান বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ নিবেন । অনেক বেশি ভাল থাকুন আপনি

১৫| ২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: জানলাম।

২৫ শে জুন, ২০১৮ রাত ১১:৩২

রাকু হাসান বলেছেন: আমার ব্লগে সু স্বাগতম ভাইয়া । ছোটদের ব্লগে এসে পড়ার জন্য । ভালবাসা নিবেন নুর ভাই

১৬| ২৫ শে জুন, ২০১৮ রাত ১১:৩৪

চঞ্চল হরিণী বলেছেন: বিসিএস কোচিং যারা করেছে বা মনোযোগ দিয়ে পড়েছে তাদের সবার মোটামুটি এই তথ্যটি জানা। এর বাইরে বেশীরভাগ মানুষেরই অজানা। আমার তথ্যটি জানা ছিল। কিন্তু 'সার্থক' শব্দটি থাকা নিয়ে যে প্রশ্ন সেটি কিন্তু মিটলো না, কারণ সার্থক উপন্যাস বললে ' দুর্গেশনন্দিনী' উত্তর হয়। যাইহোক, 'দুর্গেশনন্দিনী' আমার খুব প্রিয় একটি উপন্যাস। একটি ভাষায় উপন্যাস লেখার সূচিলগ্নেই এমন দারুণ একটি উপন্যাস বিস্ময়কর মনে হয়েছে আমার।

২৬ শে জুন, ২০১৮ রাত ১২:২৮

রাকু হাসান বলেছেন: খুবই ভাল লাগলো আপনার মন্তব্য । হুম অাপু ঠিক বলেছেন যারা বিসিএস কোচিং করেছে জানার কথা । যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ । আপনি দ্বিধার মধ্যে পড়েছিলেন সেটার মধ্যে আমিও ছিলাম । কোন সন্দেহ নেই যে স্বার্থক উপন্যাস ‘দুর্গেশননন্দিনী’ । আমি যতটুকু বলতে পারি ..আলালের ঘরের দুলাল কে স্বীকৃতি দিয়েছে মাত্র সফল উপন্যাস হিসাবে । দুঃখপ্রকাশ করছি আলালের ঘরের দুলালে আগে সফল হবে সার্থক নয় ।

অার হ্যা উপন্যাটি পড়েছি আমিও ...অমর সৃষ্টি । তবে এটা নিয়েও বির্তক আছে আবার । তবু স্বীকৃত প্রথম সার্থক উপন্যাস এটি ।
এত ভাল মন্তেব্যের জন্য আমি কৃতজ্ঞ আপু । ভালবাসা নিবেন আর অেনেক বেশি শুভকমনা রইলো আপনার প্রতি ।

১৭| ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

সিগন্যাস বলেছেন: ভাইয়া কথা পরে বলছি আগে বলুন আপনি এক মাস দুই সপ্তাহে মাত্র তিনটা পোষ্ট করলেন কেন?

২৮ শে জুন, ২০১৮ রাত ১২:০৪

রাকু হাসান বলেছেন: ব্যস্ততা ভাই.।ব্লগে দেওয়ার মত লেখা নিয়ে ভাবি নাই

১৮| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার ব্লগে সু স্বাগতম ভাইয়া । ছোটদের ব্লগে এসে পড়ার জন্য । ভালবাসা নিবেন নুর ভাই

যেহেতু ব্লগে আছি। তাই প্রতিটা পোষ্ট পড়া আমার দায়িত্ব।
এবং সঠিক এবং প্রানবন্ত মন্তব্য তো করতে হবে।

২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০০

রাকু হাসান বলেছেন: অবশ্যই রাজীব নুর ভাই!
সঠিক এবং প্রানবন্ত মন্তব্য মন্তব্য দরকার । আর এটাই ।ব্লগের ভাল লাগা ,ফেসবুকের সস্তা মন্তব্য এখানে কম ।

১৯| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:
ভাল লিখেছেন!

২৯ শে জুন, ২০১৮ রাত ১:২৭

রাকু হাসান বলেছেন: ভ্রমরের ডানা !! ...ন
আপনাকে স্বাগতম আমার ব্লগে এই প্রথম মন্তব্য করলেন । ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ।

২০| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:১০

মনিরুল ইসলাম বাবু বলেছেন: এটা জানা ছিলো না।

৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৩

রাকু হাসান বলেছেন: মনিরুল ইসলাম বাবু ! পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ গ্রহণ করবেন...অনেক বেশি ভাল থাকুন
সঙ্গেই থাকুন ,সাথে আছি

২১| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: আমার জন্য এ এক অজানা তথ্য, এই প্রথম জানলাম। ধন্যবাদ, এমন অসাধারণ একটা তথ্য উপস্থাপন করার জন্য।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৯

রাকু হাসান বলেছেন: আমিও ঠিক জানতাম না স্যার । হঠাৎ ই জানলাম ,তখন ই পোস্ট লিখলাম ,ব্লগে দিলাম । কত অজানা আমাদের 8-| । ব্লগে খুঁজে বের করে েএই লেখাটি পড়ার জন্য খুব খু্শি লাগছে । আপনার প্রসংশা পেয়ে উৎসাহ পেলাম ।
মন্তব্যে শুভেচ্ছা নিবেন । অনকে বেশি ভাল থাকুন স্যার । শুভরাত্রি ।

২২| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০১

স্রাঞ্জি সে বলেছেন:

রাকু ভাই... চঞ্চল আপু সুস্থ আছে ভাল আছে। ও একটু নাকি ব্যস্ত। শীঘ্রই আমাদের মাঝে চলে আসবে। টেনশন করো না।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২১

রাকু হাসান বলেছেন:

সরি ভাইয়া । েএই কমেন্টটি আগে দেখলে আরও ভাল হত । এসেছে । খুব ভালো লাগছে । আমার প্রতি এমনই আন্তরিক থাকুন সেই কামনা সব সময় । কৃতজ্ঞতা ও সমবেদনা জানানোর জন্য ধন্যবাদ সাঞ্জি ভাই !

২৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯

স্রাঞ্জি সে বলেছেন:
রাকু রাকু ভাই.... শুনলাম, চঞ্চল আপু অসুস্থ। তোমাকে জানাতে বলেছে...

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪

রাকু হাসান বলেছেন: :( :( ...কিহ!!! :(( । কি হয়েছে আর কেমন অসুস্থ কিছু শুনতে পেরেছেন কি ? মনটাই খারাপ হয়ে গেল ।

২৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪১

স্রাঞ্জি সে বলেছেন: রাকু ভাই....

২৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৬

রাকু হাসান বলেছেন:

ভাই খুব খারাপ লাগছে । তাড়াতাড়ি সুস্থতা কামনা করছি । আপনি কি চঞ্চল আপুর খুব কাছে থাকেন ?

২৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৭

স্রাঞ্জি সে বলেছেন:

আমাকে এইটুকুই বলল.... দোয়া করিও।

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৫

রাকু হাসান বলেছেন:

বুঝা যাচ্ছে হঠাৎ খুব অসুখে পড়ে গেছে । :( :((
বোনটা আপনাকে জানিয়েছে । আমাকে জানালেন । অনেক কৃতজ্ঞতা ভাই । দোয়া তো মন থেকে এমনিতেই এসে যাই। তাই ভাবি একদিন এসে ,আর আসে না কেন । বোনের সুস্থতা কামনা করছি,একদম মন থেকে ।

২৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৮

স্রাঞ্জি সে বলেছেন:
হু... তুমি কি ফেভু ইউজ কর না.....

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৪

রাকু হাসান বলেছেন:

করতাম অনেক । এখন যাওয়া হয়না তেমন ,সচলও নেই । আপনার মেইলটা হবে ?

২৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৯

স্রাঞ্জি সে বলেছেন:

[email protected]

তুমি যখন বলছিলে চঞ্চল আপু কোন মেইল দিয়ে যায়নি। তোমার খুব খারাপ লাগতেছে। তখন আমি ওর অনেক খুজছি। শেষ পর্যন্ত একটা ক্লো পেয়ে ছিলাম। যেটার সাহায্যে তাঁকে খুজে পেয়েছি।

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৪

রাকু হাসান বলেছেন:


আহ,পেয়েছিলেন বলে টেক্সট করতে পারছে । জানাতে পারছে । :( কৃতজ্ঞতা ভাইয়া উপকার করলেন । মেইল দেওয়ার জন্যও ভালোলাগা।

২৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.