নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Be Simple

রাকু হাসান

সাদামাটা জীবন পছন্দ । ভালোবাসা ছড়িয়ে দাও ।ভালোবাসো এ দেশ,মানুষ,প্রকৃতি কে ।

রাকু হাসান › বিস্তারিত পোস্টঃ

পরিচালক হুমায়ূন আহম্মেদের সেরা দৃশ্যের পেছনের গল্প ! (ভিডিও সহ)

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩২

লেখক বা পরিচালক উভয় ক্ষেত্রেই নিজের জাত চিনিয়েছেন, বেশ ভাল করে । উনার ভূমিকা দেওয়ার প্রয়োজন নেই ।


তিনি জানতেন ,কিভাবে অভিনেতা/অভিনেত্রীদের কাছ থেকে সেরা টা বের করতে হয় ।বাংলাদেশের এ যাবত কালের সর্বশ্রেষ্ট চলচ্চিত্র 'আগুনের পরশমণি' র ভিডিও ক্লিপটি দেখে নিন।


একটু খেয়াল করে দেখবেন ,অভিনেতা শঙ্কর এতটুকু সময় নেয় নি কান্না করার । এত অল্প সময়ে কান্নার করার ও একটা দক্ষতা লাগে । সালাম নিয়েই শুরু করছে । আমার কাছে দৃশ্যটা বাস্তবতার উপরে যদি কিছু থাকে সেটা হত । এমন দৃশ্য নতুন বাংলা সিনেমায় দেখি না বললেই চলে । দৃশ্যটি যে কেউ দেখলে একটু হলেও নড়েচড়ে বসবে । আগুনের পরশমণির এমন অনেক দৃশ্যের কথা বলা যাবে ।


শঙ্করের বাড়ি ছিল বৃহত্তর ময়মনসিংহে(মোমেনশাহী) । হুমায়ূন স্যারের একটি নাটকে অল্প সময়ের জন্য অভিনয় করার সুযোগ হয়েছিল । এছাড়া কোন অভিনয়ের বিন্দু মাত্র অভিজ্ঞতা ছিল না । তবু নিলেন হুমায়ুন স্যারের মত একজন পরিচালক! ময়মনসিংহ থেকে এত উৎসাহ ও আগ্রহ নিয়ে এসে,শঙ্কর বললো,'' দাদা আপনি নতুন সিনেমা করছেন ,আমি জানি না ! আমাকে নিতেই হবে । স্যার বিনাবাক্যে তাঁকে নিয়ে নিলেন । দৃশ্যটি ধারণ করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন শঙ্কর । তবু আশাহত হয়নি সৃজনশীল হুমায়ূন স্যার । একবার তো ক্যামেরা ম্যান বলেই দিলেন, '' হুমায়ূন ভাই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে । কি পরিমাণ ফিল্ম যে নষ্ট করেছে বুঝতে পারছেন ? আজ সারাদিন তো কোন শুটই হবে না । গাধাটার পেছনে এত সময় কেন নষ্ট করছেন?'' জনপ্রিয় পরিচালক ,সে দিন এসব প্রশ্নের কোন উত্তর দেয়নি ,তাঁর বইয়ে লিখেছেন, আমি জানি কেন উনার পেছনে সময় নষ্ট করছি । হুমায়ূন স্যার জানতেন, শঙ্কর সাহেব পারবেন । সব মিলিয়ে ২৩ বারের চেষ্টায় উপরের ভিডিও টি । একজন পরিচালকের কেমন ধৈর্যশক্তি থাকলে ২৩ বার শুট নিতে পারেন? আমার মনে হয় এটা একটা রেকর্ড । শঙ্কর প্রসঙ্গে তিনি বলেছেন , বেচারা এত দূর থেকে এসে অতি উৎসাহ,আগ্রহ নিয়ে মনের আনন্দ নিয়ে অভিনয় করছে । আমি যদি এ মুহূর্তে তাঁকে বাদ দেই ,তাহলে তাঁর দীর্ঘশ্বাস আমার 'আগুনের পরশমণি'তে লেগে থাকবে । আমি মানুষের দীর্ঘশ্বাস খুব ভয় পাই । সালাম শ্রদ্ধেয় ।

ভিডিও এবং ছবি গুগল

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৯

অর্থনীতিবিদ বলেছেন: হুমায়ুন আহমেদ গুণী মানুষ ছিলেন। বাংলাদেশের মানুষ তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি যখন প্রথম ছায়াছবি বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তাকে সমালোচনা কম শুনতে হয় নি। এমনকি তার কাছের মানুষরাই তাকে বাধা দিয়েছিলেন বেশি। কিন্তু হুমায়ুন আহমেদ দমবার পাত্র নন। আগুনের পরশমনি বানালেন। মানুষরা আবার সিনেমা হলে যাওয়া শুধু করলো। তারপরে তো শুধু সফলতার গল্প। মানুষের ভালোবাসা নিয়ে তিনি অগ্রসর হয়েছিলেন সবসময়। শঙ্করকে তিনি ফিরিয়ে দেননি এ কারণেই। চ্যালেঞ্জার নামে অখ্যাত একজনকেও তিনি জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব হিসেবে তৈরি করেছিলেন। অনেক দিন পর প্রিয় হুমায়ুন আহমেদকে নিয়ে আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো। সুন্দর ও অল্প কথায় শঙ্করের ঘটনাটিকে তুলে ধরেছেন। লেখাটির জন্য শুভেচ্ছা রইলো।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫০

রাকু হাসান বলেছেন: অর্থনীতিবিদ সাহেব আপনি ১০০% ঠিক বলেছেন যে‘‘
তিনি যখন প্রথম ছায়াছবি বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তাকে সমালোচনা কম শুনতে হয় নি। এমনকি তার কাছের মানুষরাই তাকে বাধা দিয়েছিলেন বেশি। কিন্তু হুমায়ুন আহমেদ দমবার পাত্র নন। আগুনের পরশমনি বানালেন। মানুষরা আবার সিনেমা হলে যাওয়া শুধু করলো। তারপরে তো শুধু সফলতার গল্প। ’’

তিনি আগুনের পরশমণি বানাতে গিয়ে ধানমণ্ডির বাসাটি পর্যন্ত বিক্রি করতে চেয়েছিলেন । হ্যা তার খুব কাছের মানুষ সমালোচনা কম করেনি । পত্র -পত্রিকায় কলাম লিখেছেন অনেকে । প্রকাশকরা তো খুব করে চেয়েছিল তিনি লেখক মানুষ লিখুক কিন্তু কে শুনে কার কথা ! তিনি বানিয়েছেন । আপনারা ভাল বলতে পারবেন ,বাস্তব অভিজ্ঞতা থাকার কথা ,আগুনের পরশমণি নিয়ে । যতটুকু জানতে পেরেছি িএ ছবি দেখার জন্য মানুষ লাইনে হুড়োহুড়ি করেছে ।

অনেক মনে পড়ে পরিচালক বা লেখক হুমায়ূন স্যার । স্যার আপনি যেখানেই থাকুন ,অনেক বেশি ভাল থাকুন।

আপনার মন্তব্য পেয়ে আমার একটু বেশিই ভাল লেগেছে । বেশ কয়েকদিন পর ,আপনার সুখ কামনা করছি । ভাল থাকুন সব সময় ।

২| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! শংকর ও শ্রদ্ধেয় সাহিত্যিকের মিথোস্ক্রিয়া বেশ ভালো লাগলো।

রাকুভাই অফুরান শুভেচ্ছা নিয়েন।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৫

রাকু হাসান বলেছেন: পদাতিক চৌধুরি ভাইয়া ! আপনার শুভেচ্ছা সাদরে গ্রহন করলাম । আপনাকে পেয়ে খুশি হলাম । ‘‘: বাহা! শংকর ও শ্রদ্ধেয় সাহিত্যিকের মিথোস্ক্রিয়া বেশ ভালো লাগলো।
’’ হুম অামার ভাল লেগেছে বিষয়টা ,তাই অনেক দিন ভাবছিলাম ।একটা ব্লগ লিখি , যাই হোক আপনাদের মন্তব্য পেয়ে কষ্ট স্বার্থক । মানুষ হুমায়ূন স্যারের ভাবনাগুলো ভাবলে মন টা ভরে যায়।
শুভরাত্রি , শুভকামনা রইলো

৩| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৩

চঞ্চল হরিণী বলেছেন: 'আগুনের পরশমণি' আমার খুব প্রিয় একটি ছবি। কয়েকবার দেখেছি। এখন ভিডিওটা দেখে আমার চোখ ভিজে উঠলো। খুব ভালো লিখেছো রাকু। মানুষের প্রতি অপরিসীম মমতা ছিল হুমায়ূন আহমেদের। দেশের প্রতি ছিল অকৃত্রিম ভালোবাসা। মুক্তিযুদ্ধের অনুভূতি তাঁর বিভিন্ন ছবিতে যেভাবে ধরা পড়ে তাতেই বোঝা যায় মনের গভীরে যুদ্ধের ভয়বহতা উপলব্ধির কি ব্যাথা লুকিয়ে ছিল উনার। ক্যামেরা চোখে ছবিটা উপরে দিলে পোস্টটা দেখতে বেশী আকর্ষণীয় হত।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ২:০০

রাকু হাসান বলেছেন: আগুনের পরশমণি আামারও খুব প্রিয় । হায় হায় কি মিল আমাদের ;)

ঠিক বলেছো ‘‘ মানুষের প্রতি অপরিসীম মমতা ছিল হুমায়ূন আহমেদের। দেশের প্রতি ছিল অকৃত্রিম ভালোবাসা। মুক্তিযুদ্ধের অনুভূতি তাঁর বিভিন্ন ছবিতে যেভাবে ধরা পড়ে তাতেই বোঝা যায় মনের গভীরে যুদ্ধের ভয়বহতা উপলব্ধির কি ব্যাথা লুকিয়ে ছিল উনার’’ ছবিটা আমি বারবার দেখি ,কোন খারাপ লাগে না । এমন মোভি এখন হয় না কেন !!

ভাল কথা বলেছো ,উপরে দিলে ভাল হত ,দিয়ে দিচ্ছি ,..... এই জন্যই তো বোনটার কমেন্ট আলাদা ভালবাসা । :-B

৪| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ২:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:



আপনি না লেখলে এ বিষয়টি জানতাম না; অনেক ভাল লাগলো লেখাটি পড়ে; আর শঙ্করের অভিনয় ভালই লেগেছে। শুভ কামনা রইলো রাকু হাসান ভাই।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৮

রাকু হাসান বলেছেন: আপনি পড়েছেন এবয় মন্তব্য রেখেছেন তার জন্য এক গুচ্ছ কদমের শুভেচ্ছা নিবেন । একটি বিষয় ভাল লাগলো । আমি একটু আগ েআপনার পোস্ট পড়ছিলাম ,এবং কমেন্ট করার জন্য লিখছিলাম । এসেই দেখি ,,অাপনার কমেন্ট । বাহ ! প্রায় একই সাথে দু জনের লেখা দু জনে পড়লাম । :-B

হুম,আপনাদের শুভকমনা/ভালবাসার জন্যই ব্লগটি খুব ভাল লাগে । সময় পেলেই চলে আসি ।
শ্রদ্ধেয় কাওসার চৌধুরী ভাই ,আপনি অনেক বেশি ভাল থাকুন ।

৫| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: আপনি আমার মনের কথা টা বলেছেন।
হুমায়ূন আহমেদ এমন ক্ষমতা আছে, উনি যে কাউকে দিয়ে অভিনয় করিয়ে নিতে পারবেন।
উনার মতো লেখক এবং নাট্যকার এই বাংলায় আর নাই।

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৬

রাকু হাসান বলেছেন: বাহ চমৎকার ভাবে মিলে গেল । ‘‘হুমায়ূন আহমেদ এমন ক্ষমতা আছে, উনি যে কাউকে দিয়ে অভিনয় করিয়ে নিতে পারবেন।
উনার মতো লেখক এবং নাট্যকার এই বাংলায় আর নাই।’’ একদম যথার্থ বলেছেন । আমি ঠিক এটাই মনে করি ।

সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ রাজীব নূর ভাই ।

৬| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাগ্নে লেখাটা মন ছুঁয়ে গেল।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১:৪১

রাকু হাসান বলেছেন: মামাকে দুঃসময়ের মধ্যে পেয়েও ভাল লাগলো । তোমার ভাল লাগা নিয়েই ঘুমাতে গেলাম ।
ভাল থাক অনেক ,
শুভরাত্রি

৭| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাংলাদেশ , বাংলা সাহিত্য এর প্রাণের পুরুষ।।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০২

রাকু হাসান বলেছেন: হুম ঠিক বলেছেন ,মামুন ভাই । কোন দিক দিয়েই তিনি পিছিয়ে নেই ।
এমন একটি মানুষ কে খুব মসি করা হয় ।
ভাল থাকবেন মামুন ভাই

৮| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কথা তুলে ধরেছেন। তা এতদিন ছিল অজানা।

+++++++

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৯

রাকু হাসান বলেছেন: পড়েছেন তার উপর মন্তব্য প্লাস :-B , তাই বাড়তি ভাল লাগা কাজ করছে । মোঃ মাইদুল সরকার ভাই , ধন্যবাদ নিবেন । শুভকামনা থাকলো ,

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮

রাকু হাসান বলেছেন:


:আপনার মন্তব্য দেখে একজনের কথা মনে গেল । :P

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: কে তুমি তন্দ্রা হরণী..... ;)

কার কথা :-B

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৪

রাকু হাসান বলেছেন:

চোখ কান খোলা রাখিলে ,বুঝে যাবেন । বলা যাবে না । আপনি উহার মুরিদেই হইছেন নাকি কে জানে । ;)

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: B:-) B:-) B:-)

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩২

রাকু হাসান বলেছেন: B:-/ B:-/ B:-/

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: কে চে বুললে কি হুয় :P

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১

রাকু হাসান বলেছেন:

সমিস্যা আছে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.