নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Be Simple

রাকু হাসান

সাদামাটা জীবন পছন্দ । ভালোবাসা ছড়িয়ে দাও ।ভালোবাসো এ দেশ,মানুষ,প্রকৃতি কে ।

রাকু হাসান › বিস্তারিত পোস্টঃ

হে বাংলার গর্জে উঠা বাঘেরা ;তোমাদের অভিনন্দন ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৩



১৬ মাস পর দলে ফিরেছেন মালিঙ্কা । বলে সে কি উত্তাপ যেন সেই চিরচেনা মালিঙ্কা ফিরে পেল ভরা যৌবন ।লাকমালের ওভারে তামিম ইনজুরি হয়ে ফিরে গেল সাজ ঘরে । তারপর ,পরপর লিটন,সাকিব ব্যাভিলনে । মাঠে তখন নবীন মিঠুন ও পরিক্ষীত সৈনিক মুশি । সেখান থেকেই টাইগারের প্রতিরোধের গল্পটা শুরু । ডট,সিংগেল ,হঠাৎ মুশির আলোর ঝলসানিতে স্বপ্ন দেখতে শুরু করে । একটা সময় প্রতিরোধ গড়ে বাংলাদেশ স্বপ্ন দেখছে ৩০০ স্কোর করার । হারিয়েছিলাম মাত্র ২ উইকেট,ওভারও অনেক বাকি । আমাদের স্বপ্নে লংকাকান্ড করে দেয় শ্রীলংকান বোলার । টপাটপ রিয়াদ ,সৈকত কে হারিয়ে আমরা ভাসছিলাম তীরহীন নদীতে । মিরাজ কিছু টা আশার সঞ্চার করে নিভে যায়,তারপর কাপ্তান আসে আলোক জ্বালাতে । চেষ্টা করেও শেষ করতে পারেনি ।একটি খেলায় তামিম,লিটন,রিয়াদ,সৈকত ও সাকিব একদম খেলতে পারেনি । সে খেলাটাতে ২০০ আশা করাটাও বোকামি ।ইতিমধ্যে তামিম কে দেখাচ্ছিলো ড্রেসিং রুমে হাতে ব্যান্ডেজ ,হাত গলায় বাঁধা । যুদ্ধার অসহায় চোখগুলো অনেক কিছু বলছিলো । শেষে ফিজ আলোক দেখিয়েছে কিন্তু অপরাজিত ওয়ান ম্যান আর্মি ঠিক দাঁড়িয়ে ক্রিজে । প্রতিপক্ষের একের পর হামলা একাই সব কিছুর জবাব দিচ্ছিলেন । তখন বাংলাদেশের ঘরে ২০০+ ,মুশির ১০০্ ।৪৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় চার ঘণ্টা ব্যাটিং
তারপর ১৪৪ রান করেছে ।

একটু ভাবুন তো ১৩৫ প্লাস গতিতে বল আসছে । আর্ন্তাজাতিক মানের ম্যাচ । এক হাতে ব্যাট করা কত টা কঠিন । তার উপর প্রচন্ড মানসিক প্রেসার ।
একটি ভুলে রান আউট হয়ে ফিজ ফিরে যাচ্ছে । মুশি ভাবছে ,হলো না ,পারলাম না ,একটি সম্মান জনক স্কোর দিতে পারলাম বলে । নিজেকেই বকা দিচ্ছিলো । লংকানরা মাঠ ছাড়ার প্রস্তুুতি নিচ্ছে । কোটি কোটি সমর্থকরা আক্ষেপ ছুঁড়ে দিচ্ছিলো । আহ! তামিম ! অাজ তামিম যদি খেলতে পারতো ! এর আগেই নিশ্চিত হয়েছিলো তিনি খেলতে পারবেন না । বিশ্ব ক্রিকেটের মন জয় করে তখনই মাঠে মানলেন অতৃপ্ত বীর সৈনিক। বললেন মুশি চালাও তোমার কামান,ধসে দাও প্রতিপক্ষের সকল প্রতিরোধ । আমি শেষ বিন্দু দিয়ে হলেও তোমার সাথে যুদ্ধে সঙ্গ দিচ্ছি । মুশি যেন বহুল প্রতিক্ষার পর চাতক পাখির জল দিয়ে পিপাসা মেটালো । অারও দুর্বার হয়ে উঠলো । আঁছরে পড়লো চার ছক্কা একের পর এক ।

তারও আগে ..
যখন তামিম দেখলো যে কোনো সময় মোস্তাফিজ আউট হতে পারে । তাই হাতের ব্যান্ডেজ টা কেটে নেয় ,যাতে করে একটু সহজে এক হাতে ব্যাট ধরা যায় । কাটার সময় অবাক হয়ে ম্যাশ জিজ্ঞাসা করছিলো কি করছিস

তামিম উত্তর দেয়নি । কোচিং স্টাফ নিষ্পলক চোখে দেখছিলো তামিম কে । জলে টলমল করছে ম্যাশের চোখ ..।ফেরায় নি তামিম কে । যেই মাঠে নামলো বাংলাদেশ আবার স্বপ্ন দেখতে শুরু করলো । তামিম একটি বল মোকাবেলা করেছে তখন মাঠে নেমে দলের রান আসছে ৩২ ,মুশির ক্যারিয়ার সেরা ইনিংস ।


স্পোটস্ ম্যানশিপের জয় হয়েছে । জয় পেয়েছে বাংলাদেশ । হৃদয় নিঙরানো ভালবাসা তোমাদের । বিশ্ব ক্রিকেট দেখেছে মুশির বীরত্ব,বিশ্ববাসি দেখেছে তামিমের মহা কাব্যিক আগমন । মনে রাখবে বাংলাদেশের মানুষ তোমাদের । বিশ্ব মনে রাখবে । তোমাদের জানাই হাজারো সালাম । তোমাদের খারাপ বা ভাল সব সময় পাশে ছিলাম । আছি, থাকবো ।
আপডেট
ম্যাচ শেষে বাংলাদেশী সমর্থকদের গ্যালারি পরিষ্কার করার এক অনুকরণীয় দৃশ্য ।

লংকান অধিনায়কের তামিম কে সম্মান জানাই এভাবেই ।



নাজমুলের হাত খালি নাগিন ড্যান্স মারতে চাই B-)

তামিম আহত হয়ে হাসপাতালে যাওয়ার আগ মুহূর্তে ।

মুশির প্রশান্তির নিশ্বাস;বাংলাদেশের স্বপ্নের কারিগর ।

উল্লাসে বাংলাদেশ

হুরো গেলি ,দৌঁড়া

হাস্যেউজ্জল টাইগাররা

এ ম্যাচের বাইরে একটি ছবি ;নিজ দায়িত্বে ক্রাসিত হইতে পারেন । =p~

এশিয়া কাপ-২০১৮
বাংলাদেশ বনাম শ্রীলংকা
বাংলাদেশ ১৩৭ রানে জয়ী ।
যা বিদেশের মাটিতে সবচেয়ে বেশি রানের জয় ।
সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৯.৩ ওভারে ২৬১ (তামিম ২*, লিটন ০, সাকিব ০, মুশফিক ১৪৪, মিঠুন ৬৩, মাহমুদউল্লাহ ১, মোসাদ্দেক ১, মিরাজ ১৫, মাশরাফি ১১, রুবেল ২, মুস্তাফিজ ১০; মালিঙ্গা ৪/২৩, লাকমল ১/৪৬, আপন্সো ১/৫৫, থিসারা ১/৫১, দিলরুয়ান ০/২৫, ধনাঞ্জয়া ২/৩৮, শানাকা ০/১৯)

শ্রীলঙ্কা: ৩৫.২ ওভারে ১২৪ (থারাঙ্গা ২৭, মেন্ডিস ০, কুসল পেরেরা ১১, ধনাঞ্জয়া ০, ম্যাথিউস ১৬, শানাকা ৭, থিসারা ৬, দিলরুয়ান ২৯, লাকমল ২০, আপন্সো ৪, মালিঙ্গা ৩*; মাশরাফি ২/২৫, মুস্তাফিজ ২/২০, মিরাজ ২/২১, সাকিব ১/৩১, রুবেল ১/১৮, মোসাদ্দেক ১/৮)

ফল: বাংলাদেশ ১৩৭ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম

পোস্ট উৎসর্গ করলাম টিম টাইগারস কে ।

মন্তব্য ৮৯ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৮৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: পরে আবার আসছি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪০

রাকু হাসান বলেছেন: আসো ভাই ,আসো :) । পোস্টটি ইতিহাস হয়ে থাকবে ।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

অন্তরন্তর বলেছেন: স্যালুট।আজকের খেলার কথা কিছু বলা সম্ভব না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

রাকু হাসান বলেছেন: সত্যি ভাষা হারিয়ে ফেলছি । শুভেচ্ছা অন্তরন্তর ভাইয়া ।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাগ্নে তামিম কিন্তু একটা ইতিহাস রেখে গেল। আর মুশুর কথা বলেও শেষ করার নয়। সব থেকে বড় কথা হল
আইজ কিন্ত মালিঙ্গাও ভালো মাইর খাইছে হেইটা লক্ষ করেছ? :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৮

রাকু হাসান বলেছেন: হে আর কইতে অই মামা :D :) । ইতিহাস দৃষ্টান্ত হয়ে থাকে । অনুপ্রেরণা হয়ে থাকবে । মুশি যা দেখালো বলার ভাষা নাই । কথাই আছে না ,গোল মরিচের ঝাল বেশি B-)
করেছি তো .....প্রথম প্রথম খুব ভাল করছে তবে । তারাঙ্গার মাইর দেখে ভাবছিলাম ,,,,খাড়া দেখাচ্ছি :)

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

ওমেরা বলেছেন: খেলা টেলা অত বুঝি না তাও টাইগারদের জয়ের খবরে খুশীই লাগল ।ধন্যবাদ আপনাকে অভিনন্দন টাইগারদের ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০১

রাকু হাসান বলেছেন: কিমুন কথা ওমেরা আপু :( ।সময় থাকলে দেখলে মোটেও হতাশ হবেন না আপু । হুম অভিনন্দন টাইগারদের ।
আপনি না দেখলেও জয়ী হওয়ায় খুশি হয়েছেন ,তাতেই বুঝা যায় শুভার্থী একজন ।
শুভেচ্ছা নিন । আপনাকেও ধন্যবাদ । অভিনন্দন জানানোর জন্য ।
শুভরাত্রি আপু

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৩

টুটুল বলেছেন: শুধু গর্জে উঠেই থামেনি; হামলে, খুবলে, ছিঁড়ে খেয়েও ফেলেছে। অভিনন্দন টাইগারদের।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৬

রাকু হাসান বলেছেন: ঠিক তাই টুটুল ভাইয়া । আপনি আমার ব্লগে প্রথম আসলেন । স্বাগতম :) । আমার ব্লগের রেওয়াজ মোতাবেক আপনাকে ফুল দিয়ে বরণ করে নিলাম । :)


শুভেচ্ছা নিবেন । ভাল থাকুন । অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া ।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৩

স্রাঞ্জি সে বলেছেন:

আমার আউটডোর খেলা পছন্দ না। ইনডোর খেলাগুলো বেশি পছন্দ।

আপনি পোস্ট টা দিলেন, তাই সাধুবাদ জানায়। এই যেন একটা দেশের প্রতি মায়া।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৬

রাকু হাসান বলেছেন: স্রাঞ্জি সে ভাইয়া !
চমৎকার মন্তব্য করেছেন । ভাল লাগছে খুব । কৃতজ্ঞতা ধন্যবাদ । দাবা খেলবেন ? :)

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৭

স্রাঞ্জি সে বলেছেন:


হু। পারা যায়। কই খেলবেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২১

রাকু হাসান বলেছেন: খাইছে :) ,আপনার ভাবসাবে মনে হয় অনেক পারেন B-) । আমি খুব কাঁচা ।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৫

স্রাঞ্জি সে বলেছেন:


আগে বড় ভাইয়ের সাথে খেলতাম।

এখন অনলাইনে। কিংবা কম্পিউটার সাথে খেলি। বেশি অনলাইনে খেলা যায়।

আরে অত কঠিন কিছু না। একটু দেখলেই, তারপর চর্চা করলেই পারা যাই।

দাবা, ক্যারাম, লুডু, তাস এসব আমার প্রিয়। যদিও তাস একটু কম বুঝি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৮

রাকু হাসান বলেছেন: অনলাইনে আমার মাঝে মাঝে খেলা হয় । এখন অনকে দিন হয় না । দুঃখের বিষয় যে আমি কোনো খেলায় ভাল করে পারি না । এই মধ্যম পন্থা আর কি ।
আবার মন্তব্য করার ভালোবাসা নিন । আপনাদের দিকে আসা হবে নতুন বছরে বা শেষ দিকে B-)

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩০

স্রাঞ্জি সে বলেছেন:
আপনাদের দিকে আসা হবে নতুন বছরে বা শেষ দিকে ক্লিয়ার যদি হয়। বুঝতাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৬

রাকু হাসান বলেছেন: আপনি চিটাগাং থাকেন না ?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৮

রাকু হাসান বলেছেন: সে দিকে আসা হতে পারে । ভাবছি আপনার বাসা সে দিকে । :)

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৯

স্রাঞ্জি সে বলেছেন:

ও, এটাই। চিটাঙ টাউনে থাকি না। মফস্বলে থাকি। সাতকানিয়া।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪০

রাকু হাসান বলেছেন: আরেহ ভাই ভয় পাইবেন না ;) । আমরা প্রায় ১ ৫ দিনের ভ্রমণে আসার প্লান ।খাগড়াছড়ি,বান্দরবন দিকে

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৩

স্রাঞ্জি সে বলেছেন:
আরে, ভয়ের কথা না। আমি যেখানে থাকি, তা তো বলছি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৬

রাকু হাসান বলেছেন: ভাই বুঝেছি আগেই । :-B

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৪

কাওসার চৌধুরী বলেছেন:



অভিনন্দন টিম বাংলাদেশকে; অভিনন্দন মুশফিক আর তামিমকে; +++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৮

রাকু হাসান বলেছেন: জ্বি বস । :) অভিনন্দন জানানোর জন্য অশেষ ধন্যবাদ । খেলা দেখা কি হয় ভাইয়া । আজ কিন্তু দারুণ খেলা হয়েছে ।
শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৯

স্রাঞ্জি সে বলেছেন:


হহা হা। বুঝলেই ত ভাল। তো ফ্রেন্ড দের নিয়ে। নাকি কোন অর্গানাইজেশন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৩

রাকু হাসান বলেছেন: বন্ধুদের নিয়ে :) । সে দিকে এক নিকট জন আছে । অনেক যেতে বলে যাওয়া হয় না । এবার ডিসেম্বারে যদি হয় । ছবি ব্লগ পাবেন গেলে :) । আচ্ছা আপনি তো পাহাড়ী জীবন জীবিকা নিয়ে অনেক লিখতে পারেন । তাইলে .. :-B

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৩

বাকপ্রবাস বলেছেন: ক্রিকেট এর এই ম্যাচ শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে অনন্য উচ্চতায় থাকবে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১১

রাকু হাসান বলেছেন: বাকপ্রবাস ভাইয়া একদম একজন প্রকৃত ক্রিকেটের জ্ঞানীর কথা বলেছেন । এখনো চলছে বিশ্ব ক্রিকেটবোদ্ধাদের বাংলাদেশ বন্দনা । শুভেচ্ছা নিন ভাই । ধন্যবাদ ।শুভরাত্রি ।

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১২

স্রাঞ্জি সে বলেছেন:

হা হা, সেই চেষ্টা কোন একদিন হবে।

পাহাড়ি মানুষ কিন্তু আমাদের মাহের ভাই আছে। চিনেন তো থাকে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৫

রাকু হাসান বলেছেন: :) বলেন কি । চিনেবা না মানে । উনার পাহাড়ীদের নিয়ে লেখা পড়ছি । পর্ব লিখছিলো । সব গুলো পড়েছি প্রায় সব গুলোতে মন্তব্য জানিয়েছি । সেখানে গল্পের ভান্ডার আছে মনে হয় । :) । তিনি আছেন । আপনি থাকলেও দোষ নেই । গল্প কবিতা পেতেই পারি । তাত্তারি লিখেন ভাইয়া ।

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৩

বলেছেন: তামিমের জন্য বুকভরা ভালোবাসা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৭

রাকু হাসান বলেছেন: সেটাই আমরা দিতে পারবো । শ্রদ্ধেয় লতিফ ভাইয়া । মনে হয় আমার ব্লগে প্রথম আসলেন । তাই আমার ব্লগের মেহমানধারী হিসাবে ফুলের শুভেচ্ছা নিন।

আপনার কবিতা টা পড়লাম মাত্র । আরেক টু বুঝে মন্তব্য করতে হবে । :)
শুভেচ্ছা ও ভাল থাকুন ভাইয়া ।

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার খেলেছে ওরা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩১

রাকু হাসান বলেছেন: হুম মামুন ভাই । আমি খুব প্রস্তুতি নিয়ে খেলা দেখছিলাম । লস হয়নি । মনে রাখার মতো । মুশি দেখিয়েছে । নিজের জাত চিনিয়েছে ।
শুভেচ্চা মন্তব্যে মামুন ভাইয়া । শুভরাত্রি ।

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৭

নতুন বলেছেন: মাঠে খেলা দেখেছি আজ.... প্রায় ২০-২২ হাজার দশক ছিলো মাঠে সবাই অবাক হয়ে দেখে তামিম মাঠে আসছে....

কি যে চিতকার সবার... চোখ ভিজে দিয়েছিলো আমার.... :)

এই ইচ্ছাশক্তিই আমাদের জিতিয়ে দিয়েছে.... এমন বাঙ্গালীদের কে রুখতে পারে বলুন???

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

রাকু হাসান বলেছেন: আহ,দারুণ মন্তব্য করেছেন । আপনি ইতিহাসের বাস্তব সাক্ষী হয়ে থাকলেন । :) । আপনারা মাঠে ছিলেন । আমি নিজের রুমটা ক্রিকেট গ্রাউন্ড বানিয়ে ফেলছিলাম । আহ আমার সে কি উল্লাস । যেন মাঠেই খেলা দেখছি । B-) । ঠিক এক জেতার ইচ্ছাই আমাদের জয় এনে দিয়েছে । কেউ না , এক স্রষ্টা ছাড়া। বাঙালির সেই বাঁধাভাঙ্গার শক্তি দেখেছি ।
একটি প্রাণবন্ধ মন্তব্য পেয়ে ভাল লাগছে । শুভেচ্ছা নিবেন ।
আামার ব্লগে স্বাগতম নতুন ভাইয়া । ফুলেল শুভ্ছো নিন ।

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৯

কিশোর মাইনু বলেছেন: তামিম ভাই আমার প্রতিবেশী ছিলেন একসময়। Feeling proud to think about that.

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

রাকু হাসান বলেছেন: বাহ বাহ কিশোর ভাই । :) । গর্ব করার মতই । বুক ফুলিয়ে গর্ব করুন । আমরাও গর্বিত তামিমের জন্য ।
আপনার শেষ পোস্ট টি পড়েছি । খুব সুন্দর লিখেছেন ভাই । পরিশ্রমী লেখা ছিল । মান সম্মাত ব্লগ একটি ।
আমার শুভেচ্ছা নিন । ভাল থাকুন ।

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৩

ইমরান আশফাক বলেছেন: এইবার অন্তর থেকেই স্যালুট গোটা টিমকে ম্যাচে তাদের অদম্য মানসিকতার জন্যে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

রাকু হাসান বলেছেন: ইমরান ভাইয়া স্বাগতম আমার ব্লগে ।

ঠিক তাই এক অদম্য টিম কে দেখেছি । এটাই যেন আমার বাংলাদেশ । শ্রদ্ধা প্রদর্শনের জন্য অনেক ধন্যবাদ ভাই! । মন্তব্যে শুভেচ্ছা ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

রাকু হাসান বলেছেন: আমার ব্লগে প্রথম আগমনকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার একটি রেওয়াজ :)

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২

সনেট কবি বলেছেন: অভিনন্দন টিম বাংলাদেশকে

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

রাকু হাসান বলেছেন: ধন্যবাদ গুণী কবি অভিনন্দন জানানোর জন্য । :-B

২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: তামিমের একহাতে ব্যাট ধরা দেখে চোখে পানি চলে আসছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

রাকু হাসান বলেছেন: আহ ,প্রাণের একটি মন্তব্য করেছেন ভাইয়া । এ থেকেই বুঝা যায় ক্রিকেটের প্রতি ভালবাস ,দেশপ্রেম । আসার ই কথা । আমার একই অবস্থা হয়েছিলো । সে আনন্দ অস্রু ভুলার নয় । মনে থাকবে ।একজন প্রকৃত ক্রিকেট প্রেমী মনে হচ্ছে আপনাকে । প্রত্যক ক্রিকেট পাগল এমন ই হয় । 8-|
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ।

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

মলাসইলমুইনা বলেছেন: ****

ব্যাঘ্র গর্জন
লঙ্কা পতন
অভিনন্দন !

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

রাকু হাসান বলেছেন: হুমমমমমম ভাইয়া :) অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ । ভাল থাকুন ।

২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

মোস্তফা সোহেল বলেছেন: হারলেও বাংলাদেশ!
জিতলেও বাংলাদেশ!!
জয় বাংলা!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

রাকু হাসান বলেছেন:

ইয়েস সেটাই আসল কথা । হারি আর জিতি থাকবে বাংলাদেশের সমর্থন । ধন্যবাদ মোস্তফা ভাই! আমার ব্লগে প্রথম বারের আসার জন্য ফুলের শুভেচ্ছা নিন । ফুল দিয়ে আমার মেহমান কে বরণ করে নিলাম । :)

২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: এই বাংলাদেশকে দেখে
বিশ্ব অবাক তাকিয়ে রয়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

রাকু হাসান বলেছেন: বাহ ,ঠিক যেন আজ কালকের বিশ্ব প্রতিক্রিয়া আপনার মন্তব্য । মাইদুল ভাইয়া আন্তরিক ধন্যবাদ রইলো আপনার জন্য ।
সুস্থ থাকুন ।

২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০২

ব্লগ সার্চম্যান বলেছেন: কালকে শুরু থেকে শেষ পযন্ত খেলা দেখেছি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

রাকু হাসান বলেছেন: ব্লগ সার্চম্যান ভাই!! :) । স্বাগতম স্বাগতম ।

দেখেছেন জেনে ভাল লাগছে । দিন টি মনে থাকবে । লস হয়নি । আমিও দেখছি । তবে প্রথম ওভার টা মিস করে ফেলেছি ।
শুভেচ্ছা নিন । মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

রাকু হাসান বলেছেন: তারেক ভাইয়া ভাল আছেন ! আশা করি ভাল আছেন। আপনি লেখার ব্যাপারে কিছু বলেছেন তাই বাড়তি ভাল লাগা ।
আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা নিন আামার ।

২৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: কালকের ম্যাচ'টা মনে থাকবে অনেক অনেকদিন। পরপর লিটন, সাকিব আউট ও তামিম রিটায়ার্ড।তখন মুশির সাথে মুহাম্মদ মিঠুনের প্রতিরোধ আশার আলো দেখিয়েছিলো। তারপর আবার ৮-১০ রানের ভেতর রিয়াদ, মোসাদ্দেকের বিদায়- আশা নিভো নিভো হয়ে আসছিলো।

যাইহোক শেষ পর্যন্ত যে স্কোর ২৬০+ হবে সেটা গতকালকের দর্শকদের অকল্পনীয় ছিলো।


অভিনন্দন টাইগারদের।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

রাকু হাসান বলেছেন: সুন্দর মন্তব্য ! যখন মিঠুন ও মুশি প্রতিরোধ গড়লো তখন মনে হলো বাকি ব্যাটসম্যানরা যদি বেশি খারাপ না খেলে স্বাভাবিক খেলা টা খেলতে পারে তাহলে ৩০০ সম্ভব । পরে আবার প্রত্যাশা আরও নিচে নেমে েগেছে । আমিও কল্পনা করছিলাম না বিপর্যয়ের পর ২৬০ রান হবে । বাংলার বাঘেরা দেখিয়ে দিয়েছে ।
অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ ভাই! । শুভেচ্ছা নিন ।

২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: গতকালকের ম্যাচ আমাদের প্রত্যাশা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

প্রতি ম্যাচে দু'তিনজন ভালো ব্যাটিং করতে পারলেই লাড়ার মতো স্কোর পসিবল। গত ম্যাচে সেটা আবারো প্রমাণিত হলো

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

রাকু হাসান বলেছেন: কথা সত্য বলেছেন । তবে আমাদের প্রত্যাশার পাশাপাশি যেন আবেগটাও নিয়ন্ত্রণে থাকে । একটি ম্যাচে সবাই ভাল না খেললেও হয় ব্যাটিংয়ে যদি কয়েকজন নক করতে পারে । প্রতি ম্যাচে দু'তিনজন ভালো ব্যাটিং করতে পারলেই লাড়ার মতো স্কোর পসিবল। গত ম্যাচে সেটা আবারো প্রমাণিত হলো শতভাগ একমত আবারো সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা ভাই! :)

৩০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

ভুয়া মফিজ বলেছেন: দুই উইকেট পরে গেল, তামীম রিটায়ার্ড......মনের দুঃখে খেলা দেখা বাদ দিলাম। শেষে থাকতে না পেরে আবার খেলার খবর নিতে গিয়ে দেখলাম মুুমির প্রতিরোধ (মুশফিক-মিঠুন)। তারপর তামীমের প্রকৃত টাইগারের মতো মাঠে ফিরে আসা......বাকীটা ইতিহাস!

আনন্দে চোখে পানি এসে গিয়েছিল।
আপনার লেখাটাও হয়েছে সেরকম......অাবেগে পরিপূর্ণ। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

রাকু হাসান বলেছেন:
মফিজ ভাই আমার বাড়িতে প্রথমবারের মেহমান । ফুল দিয়ে নিলাম বরণ করি :)

হুমমমমমমমমম বাকি টা মহা কাব্যিক ইতিহাস । ঠিক ধরেছেন । অনেক আবেগে লিখছি । আমি লেখা দেখছি আর অগ্রিম অভিনন্দন জানানোর পোস্ট লিখছি :) । আরও আবেগীয় কিছু ঘটেছে সেগুলো লিখলে পোস্ট বড় হতো । লেখার জন্য যতটা দরকার তত টাই চেষ্টা ।
ফ্রেস একটি মন্তব্য । শুভেচ্ছা ও শুভকামনা ।ধন্যবাদ থাকলো ।

৩১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

নীলপরি বলেছেন: লেখার উপস্থাপন ভালো লাগলো ।

শুভকামনা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

রাকু হাসান বলেছেন: নীলপরী আপু আপনার কাছে লেখা ভাল লেগেছে জেনে প্রেরণা পেয়েছি । যাক এখন মনে হচ্ছে লেখা টা কিছুটা হলেও সার্থক হয়েছে । শুভকামনা করার জন্য ধন্যবাদ । আপনার জন্য আমার দোয়া ভালোবাসা সব সময় দেখবে । ভাল থাকুন আর বেশি করে কবিতা লিখুন সেই কামনা । :)

৩২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

সূর্যালোক । বলেছেন: আমার দেখা জীবনের সেরা খেলা। আপনার উপস্থাপনা চমৎকার

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৮

রাকু হাসান বলেছেন: আমার ব্লগে স্বাগতম সূর্যালোক ভাইয়া! :) । প্রথম আসলেন । সবাই কে ফুল দিয়ে বরণ করে নেই । তবে আপনাকে সূর্যালোক দিয়েই বরণ করে নিলাম :-B

শুভকামনা,দোয়া ,সমর্থন সবই থাকবে আপনার জন্য ।

৩৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০

চঞ্চল হরিণী বলেছেন: তামিমের এই মহাকাব্যিক আগমন আমার চোখে জল এনে দিয়েছে। আর লঙ্কান অধিনায়কের ওভাবে সম্মান জানানো দেখে তো পুরোই আপ্লুত হয়ে গেছি। সত্যি ভাষা হারিয়ে ফেলেছি যেন। ভিন্ন ধরণের অত্যন্ত সম্মানের ইতিহাসে অমর হয়ে গেলো তামিম। মুশফিকের জীবন ইতিহাসেও একটি চিরস্মরণীয় উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে তামিমকে সাথে নিয়ে এই ইনিংস। তোমার কথা একদম ঠিক, স্পোর্টসম্যানশিপের জয় হয়েছে। তামিমকে কুর্নিশ করে এই ইনিংসটাকে হৃদয়ে স্থান দিলাম। তোমার উপস্থাপনা খুব ভালো হয়েছে। অনেক অনেক ভালোবাসা টাইগারদের জন্য এবং তোমার জন্য।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫০

রাকু হাসান বলেছেন:


আহ ,আমার বোন টা ব্যস্ততা কাটিয়ে আইছে :) । স্বাগমত তোমাকেও ।
কি আর কমু সব তো কয়ায়েই দিলা B:-/
তামিমের আগমন দেখে আমিও আবেগ ঠিক রাখতে পারি নাই । একদম অনিশ্চত ছিলো তামিম । হাসপাতাল থেকে কিছুক্ষণ আগেই আসছিলো । পত্র পত্রিকায় ৬ মাসের জন্য মাঠের বাইরে থাকতে বলছে । সবাই কে মিথ্যা বানিয়ে আহ বীরের আগমন । 8-| তোমার সাথে একটি গোপন কথা শেয়ার করি :) ...টিভি স্কিনে যখন দেখলাম তামিম ,এক লাফে টিভির কাছে যাই গিয়ে তামিম কে .... এমন ই আবেগীয় হয়ে পড়ছিলাম । চাইছিলো তামিম কে কলিজা ছিঁড়ে দিয়ে দেই ।
তামিমকে কুর্নিশ করে এই ইনিংসটাকে হৃদয়ে স্থান দিলাম এটা শুধু তোমার নয় ,তোমার মত যত ক্রিকেট প্রেমী আছে সবাই দিতে বাধ্য । সে প্রাপ্য ,তাঁর অর্জন এটা । এভাবে স্থান না দিলে যে তামিমের সাথে বেঈমানি করা হবে । !:#P
পুরো ম্যাচ টা নানান কারণে স্বরণীয় হয়ে থাকবে । লংকান অধিনায়কে স্যালুট ,মুশি তামিম কে হাজারো সালাম ।
তোমার কাছ থেকে প্রশংসা পাওয়া সত্যিই বাড়তি ভাল লাগা । তুমিও নাই ,তোমার পোস্ট ও নাই |-) । তাত্তারি পোস্ট দিও :-B
তুমি খেলা দেখছে জেনে আমার খুব ভাল লাগছে । একই মুহূর্ত ভাই বোন এক সাথেই দেখছি ;)
হাত পাতো
একমুঠো ভালোবাসা নাও :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫২

রাকু হাসান বলেছেন: হুরো X(( একটা কথা কইতে ভুলে গেছি |-) । এই পোস্ট ও নির্বাচিত পাতায় গেছে B-)

৩৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৩

মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন বাংলার বাঘদের !!!
এখানকার লোকাল পত্রিকাতে ও দারুণ কভারেজ পেয়েছে :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৯

রাকু হাসান বলেছেন:

অভিনন্দন জানানোয় শরিক হওয়া অনেক বেশি ধন্যবাদ আপু । হুম পাবেই তো । আমার মনে হয় রির্পোর্টাসরা তবু মন ভরে লিখতে পারেনি । আমিও ঠিক মত ফুটিয়ে তুলতে পারিনি । চেষ্টা আর কি । :) । আপনিও একজন ইতিহাসের সাক্ষী কমেন্ট করে B-)

শুভেচ্ছা ও ধন্যবাদ আপু । শুভরাত্রি ।

৩৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

সূচরিতা সেন বলেছেন: অভিনন্দন রাকু দা'কে সাথে বাংলাদেশ ক্রিকেট দলকেও।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

রাকু হাসান বলেছেন: অনেক ধন্যবাদ দিদি । শুভেচ্ছা থাকলো । ভালো কিছু হোক সামনের খেলায় ।

৩৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

জুন বলেছেন: অভিনন্দন টাইগার্স । ছবির সাথে লেখাটিও দারুন হয়েছে রাকু হাসান ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

রাকু হাসান বলেছেন: জুন আপু ভালোবাসা নিন :) । সেই দিন প্রথম পাতায় আসলাম বিড়ালের সুন্দর একটি ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন । :) । হাসি পেয়েছিলো । প্রশংসা পেয়ে বেশি খুশি হয়েছি । ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ অভিনন্দন জানানোর জন্য । এই টপিকে একটি কবিতা লিখেছি । ব্লগে দিতে ভয় করছে । #:-S

৩৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

জুন বলেছেন: বিড়াল আমার অত্যন্ত প্রিয় একটি প্রানী । আমাদের এপার্টমেন্টের গ্যারেজে কোথা একটি বিড়াল বাচ্চা এসেছিল। কালো কুচকুচে বিড়াল ছানাটি তার অসহায় চেহারা দিয়ে দুদিনেই অনেকের মন জয় করে নিয়েছিল। অনেকের মত আমিও ওর জন্য খাবার নিয়ে যেতাম । ওর জন্য গলার একটা বেল্ট ও কিনেছি ঘন্টা লাগানো । কিন্ত দুদিন আগে শুনলাম তাকে নাকি কার হুকুমে অনেক দুরে ফেলে দিয়েছে । ব্যপারটিতে আমি দারুন মর্মাহত রাকু হাসান ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

রাকু হাসান বলেছেন:

সত্যি খুব খুব খারাপ লাগছে শুনে । আমিও মর্মাহত হয়েছি । |-) । আমার সেই পোস্টের বিড়ালের ছবি টা আবার দেখলাম । এই বিড়ালটির সাথে মিল পেলাম । ভয়ার্ত চোখ ,সেই অসহায় লাগছে । নিশ্চয় সেই বিড়াল টা আরও মায়াবি । ছবি দেখতে পারলে বুঝতে পারতাম । বুঝাই যাচ্ছে বড় বেশি ভালোবাসতেন । মানুষ এমন হয় কেন ? :( । অদ্ভুদ ,কোথায় নিরাপদে রাখবে ফেলে দিলো ! :( ।মর্মাহত হওয়ার মতই ব্যাপার । যদি খুব বেশি দূরে না ফেলায় তাহলে বিড়ালটি আবার আসতে পারে । বিড়াল বাসস্থান ভক্ত খুব ।
আবারও বলি শুনে খারাপ লাগছে । আবারও এসে মন্তব্য রেখে যাবার জন্য আন্তরিক শুভকামনা আপু :-B । অনেক বেশি ভালো থাকুন ।

৩৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

শামছুল ইসলাম বলেছেন: ভাষার ব্যবহারে ম্যাচটাকে জীবন্ত করে তুলেছেন ।
ধন্যবাদ ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

রাকু হাসান বলেছেন:

আপনার চমৎকার অনুপ্রেরণাদায়ী মন্তব্য আমাকে অনুপ্রেরণা দিয়েছে । পোস্টটি ম্যাচ চলাকালীন সময়ে লেখা কিছু কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে । অনেক অনেক ধন্যবাদ ভাই শামছুল ইসলাম । :)
আপনার কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে ‘বড় আপা’ গল্পটি পড়ার সুযোগ করে দেবার জন্য।
শুভেচ্ছা ও ভালোবাাস নিবেন আমার :)

৩৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোটোভাই,

সেদিন পরে আসছি বলে দেখলাম, সত্যি বাংলাদেশের ক্রিকেটাররা যে বিপ্লব ঘটিয়েছে তা মহাকাব্যিক বটে। আমরা রামায়ণে দেখেছি কীভাবে অযোধ্যার রাজা রামচন্দ্র লঙ্কার রাজা রাবনকে বধ করে অশুভ শক্তির পতন নিশ্চিত করেছিলেন । এবার এশিয়াকাপের গতদিনের খেলায় আবার এক মহাকাব্যিক পটপরিবর্তন ঘটলো। তবে আজকের দিনে আর কেউ অশুভ নয় বরং বাংলাদেশ ক্রিকেটের বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ালো।

খেলাটা আমি দেখিনি ঠিকই, কিন্তু পরেরদিন সবকটি সংবাদপত্রের হেডলাইন ছিল, দ্য রয়াল বেঙ্গল টাইগার " আর তামিম সেই ব্রিগেডের যেন সর্বাধিনায়ক। স্যালুট টাইগারদের।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

রাকু হাসান বলেছেন:

ভাইকে পেয়ে খুশি :) । কি সুন্দর উদাহারণ টেনেছো :-B । আনন্দবাজারে আমিও নজর রাখছিলাম । সবাই প্রশংসা করেছে এটা খুব ভালো লাগছে । অনিল কুমলের সেই তামিমের মত বীরচিত ইনিংস টা দেখেছি । আসলে এগুলো নিয়ে গর্ব করা যাই । সে যে দলের ই হোক । ঠিক বলেছো তামিম যেন বিগ্রেডের সর্বাধিনায়ক । তোমার স্যালুট পেয়ে সত্যিই খুব ভালো লাগছে । ভালো কাজগুলো এভাবেই জাতি বর্ণ নির্বিশেষে মন জয় করে নেয় । শ্রদ্ধাভাজন ভাই আমার, আমি তোমাতে মুগ্ধ হই । দারুণ ভালো মানুষ তুমি । স্রষ্টা তোমার মঙ্গল করুক । আচ্ছা একটি কবিতা লিখছিলাম । ব্লগে দিতে করছে । |-)

তুমি সহ পরিবারের সবাই কে আমার সালাম । আজ ভারত খেলছে । এখন ৬২ রান করলো হংকং । ভারত ২৮৬ র্টাগেট দিয়েছে । শুভকামনা থাকলো ।

৪০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা।

আমি সন্ধ্যে থেকে তোমার ভাইপোকে পড়াতে বসি। পরে একটু ব্লগ ঘাটি, এই এখন যেমন, কাজেই আর খেলা দেখার সময় হয়ে ওঠেনা। তবে বড় দলের খেলা থরকলে সামান্য একটু দেখি বৈকি।

ক্রিকেট ভদ্রলোকের খেলা। খেলার আর এক নাম বিনোদন। আমরা সেই খেলা নিয়ে আনন্দ উপভোগ না করে যদি হিংসায় মেতে উঠি তাহলে কী করে সেটা ভদ্রলোকের খেলা হবে?

আমি কোটনি ওয়লর্সের বা হান্সি ক্রোনিয়ের ভদ্রতার নজির দেখেছি। উভয়ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ বা দঃআফ্রিকা ভারতের কাছে হেরেছিল।। কিন্তু হলফ করে বলতে পারি আম্পায়ার আউট দিলেও ওনারা ক্যাপ্টেন হয়ে সেই ব্যাটসম্যানকে ক্রিজে ফিরিয়ে এনে নিজ দলকে পরাজয়ের গ্লানি নিয়েছিলেন। ফুটবলে অবশ্য এমনটা ভাবা যায় না। মারাদোনার ভগবানের হাত আমাদের সবার জানা।

অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আমার ছোট্টভাইটিকে।



১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৩

রাকু হাসান বলেছেন:


খুব ভালো কাজ । আমরা অনেকে ছোটদের পড়ানোর জন্য সময় দেই না । অথচ অযতায় সময় নষ্ট করতে পারি । বিষয়টা জেনে আমার ভালো লাগা কাজ করছে ।
খেলার আর এক নাম বিনোদন। আমরা সেই খেলা নিয়ে আনন্দ উপভোগ না করে যদি হিংসায় মেতে উঠি তাহলে কী করে সেটা ভদ্রলোকের খেলা হবে? ---মোটেও না । ভদ্র লোকের খেলা ভদ্রতা থাকা চাই । সুন্দর বলেছো । ক্রিকেটের মজা আমি সেখানেই পাই যেখানে স্পোর্টম্যানশিপ কাজ করে । ভদ্রতা বজায় রাখতে আমাদের সবার ই সহযোগিতা করা উচিত । দিনশেষে এটা খেলা ,এটা মনে রাখা উচিত । সব কিছুর উপর খেলাটা কতটুক উপভোগ করলাম । হার জিত থাকবেই । ক্রিকেটের মজাটা এখানেই । তাই তো অনেক ভালোবাসি ক্রিকেট কে । হুম ফুটবলে এটা কল্পনা করাও অনেক অন্যায় হিসাবে নিবে । তাই তো ক্রিকেট গৌরবময় অনিশ্চিয়তার খেলা । টানটান উত্তেজণার খেলা ।

আবারও দারুণ মন্তব্য করায় ভালোবাসা নাও আমার । একটি কবিতা পোস্ট করলাম । শখের বসে খেলা । কোনো কবিই হতে এমন না । লিখলাম দিলাম ,তোমাদের জাজমেন্টটা গুরুত্বপূর্ণ আমার । জানাও :) । হাসিখুশি শান্তিতে থাকো ।

৪১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫৮

মাহমুদুর রহমান বলেছেন: তামিমের জন্য সম্মান বেড়ে গেল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

রাকু হাসান বলেছেন: ঠিক ভাই । তামিম হৃদয় জয়ি করে নিছে । বাংলাদেশ মনে রাখবে চিরদিন । মন্তব্য রেখে যাওয়ার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ কবি ।

৪২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: এতোদিন পরে কি আর কমেন্ট করার আছে !

দেখি আজকে কি হয়

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০০

রাকু হাসান বলেছেন:

আজকে হয়ে গেছে । মহাকাব্যিক ম্যাচের সাক্ষী এই পোস্টটিও ;)

৪৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: ইয়েপ....
বাংলাদেশ সিরিজ জয়ী
!:#P !:#P !:#P !:#P

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০১

রাকু হাসান বলেছেন:

হুম দারুণ দাপটের সাথে সিরিজ জয় করলো । অভিনন্দন তাঁদের । ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.