নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Be Simple

রাকু হাসান

সাদামাটা জীবন পছন্দ । ভালোবাসা ছড়িয়ে দাও ।ভালোবাসো এ দেশ,মানুষ,প্রকৃতি কে ।

রাকু হাসান › বিস্তারিত পোস্টঃ

।।বোনু।।কবিতা।।--ভাই বোনের পবিত্র বন্ধনের কবিতা । আমার বোন ব্লগার চঞ্চল হরিণী আপুর স্বরণে লেখা । :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২২



অনেক দিনপর । একদিন সানাই বেজে ওঠে;
জন অরণ্যে বাড়িটা উৎসবমুখর হলো।
হাজারো মানুষ করলো ভুরি ভোজ;
সে দিন আমি কিন্তু ছিলেম উপোস।
আমার মনোহরা ধন,
হিংস্র ছোবলে কেড়ে নিল অজানা একজন,
সেই থেকে তিরিক্ষি এ মন ;
উড়ুক্কু দেহের সাঙ্গ হলো সকল চিন্তন।।
যে পথে গেলি চলে,সেই পথেই গেলাম ছুটে,
হুস হারালাম পথিমধ্যে।
আচ্ছা বোনু !সেই নাগর দোলায় ।
আমার ভয়ার্ত দেহটাকে আবার আষ্টেপৃষ্ঠে ধরবি ?
মেলায় হারিয়ে যাবার ভয়ে মুষ্টিবন্ধ করবি হাতটি?
আবার কি সর্ব যুক্তি ছাড়িয়ে আমার পক্ষে সাফাই গাইবি ?
আমি চাই। আমার ঘুমকাতুরে চোখে জল ঢেলে দে
কাকডাকা ভোরে আমার ঘুম ভাঙ্গুক সা-রে- গা-মা-পা-মা-গা-রে সুরে
বৃষ্টিস্নাত দিনে ছন্দে নৃত্যে সুর উঠুক আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে

বেলকুনি ,ছাদ কিংবা গ্রাম্য সবুজের নীড়ে
হোক বৃষ্টি উৎসব ।
আবার তুই বল ,একদম চুপ !আমি থাকতে তোর কোনো পছন্দ নেই ,
কোথাই তুই ? এখনও কি আমার আমি এক পলকেই বুঝে নিতে পারবি ?

সূর্যলোকের তান্ডবে তৃষ্ণার্ত মাঠ থাকে হা করে,
পাষাণ সূর্যও এক সময় বারি বর্ষণে দেয় ভরে ।
আমার তৃষ্ণা ? হাহাহা থাকুক সেটা মৃত্যু অবধি,
তুমি শরৎতের সেই কাসফুলের হেলে-দুলে নাচন,,শিউলির আনন্দ চিত্তে মাটিতে নেমে আসা।
বাশবনের আড়ালে রক্তাভ সূর্যটা দেখেছো?
কিন্তু অপরুপ শরৎতের বিদায়ের সুর শুনেছো ?




মনে পড়ে আমার যত কাণ্ডজ্ঞানহীন বকবকানি?
সর্বচেষ্টার পরে ,না পারিলে দিতাম দৌড়ানি।
সব খেলায় আমিই যেতাম হেরে,
মিথ্যে অজুহাতে খেলা দিতাম ভেঙ্গে।
আসতি তেড়ে দিতাম দৌড় বিদ্যুৎ বেগে,
নাগাল পেলে ভদ্র বেশে বলতাম কানে ধরে।
এইবারই তো শেষ ম,আর করবো না, আর করবো না ,
না পারার গ্লানিতে এটাই করতাম আগের কথার হতো না কোনো মানা ।
চৈতালি গরমে ভর্তা করতি এক নাক গেমে,
দু’হাত ভরে ঠিকই নিতাম আমার ভাগটা বুঝে ।
বলতি তুই-বেশি খাবি না ,অনেক ঝাআআল,
চেটেপুটে খেয়ে চোখে-নাকে কান্নায় ভাসতাম একগাল।
কিতকিত,কানামাছি কিংবা বর্ষায় ভেলা ভেলা খেলায়;
গলার কাঁটা হতাম দারুণসব কায়দায় ।
সন্তানসম অাদরে রাখতি তোর বাগানকে,
তোর বাগানের প্রথম ফুলটা আমিই নিতাম,
জানতিস কি কোনো ভাবে !
ফূল চুরির কান্নাভেজা কণ্ঠে,
ঠিক দিতি আমার কানটি মলে ।
রাগ অভিমানে বন্ধ হত আমার সকল কথা ।
তোর মিষ্ট ভাষার তোষামোদে,
সব কিছু যেত ভেসে।
সব ভুলে হাস্যউজ্জল মুখটি লুকাতাম তোর ‍বুকে,
আদরে শ্রুতিমধুর গল্পে সব ক’টা ভাত দিতি খাইয়ে ।
বোকাসোকা আমি তখন কি জানিতাম এই ছিল তোর মনে ,
ছুটির শেষে বইপত্র খেলার মাঠে রেখে।
খেলতাম দিনমান
তোর সন্ধানী চোখ খুঁজে নিত
কখনও বা আসতি নিয়ে টেনেটুনে,
তখনই হতো বিদ্রোহী সব অভিমান,
একদিন;জয়প্রায় খেলায় আসতো হলো আমায়
রাগে দিলাম ঘুষি নাকে,
বাসায় গিয়ে বাপজান কে বলিলে,
কেটেছি নাক দৌড়ে ধরতে গিয়ে;
জানিস সে দিন ‍বুঝিনি; কেমন ছিলি আমার আহ্লাদিনী ।
আমার সব মাফ হয়ে যেত একটি তেলাপোকার ভয়ে,
মেলার সাধের জিনিস কিনবো বলে।
সবটা নিয়েছিলাম বুঝে একটি তেলাপোকা হামলায় ,
খেলার মাঠে তেড়ে গেলি ,হাতে কঞ্চি নিয়ে,
ব্যাগে রাখা তেলাপোকা দিলাম দেখিয়ে;
তেড়ে আসলি ফিরেও গেলি রাগে ।

১৩,আশ্বিন,১৪২৫,বঙ্গাব্দ ।

কিছু কথা -বোনু একটি আদুরে ডাক বোনদের জন্য ,বেশ কিছু অঞ্চলে প্রচলিত এই ডাক । কঞ্চি- বাঁশঝাড়ের বেত।

বিঃদ্র-(চঞ্চল হরিণী আপু বেশ কয়েকদিন ব্লগে নাই ,ফিরে আসুক আমাদের মাঝে ।
আপনার গঠনমূলক বা তীব্র সমালোচনা কে অগ্রিম স্বাগতম জানাচ্ছি । )

মন্তব্য ৯৯ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৯৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হাজারো মানুষ করলো ভুরি ভোজ;
সে দিন আমি কিন্তু ছিলেম উপোস।

আরে আপনি তো পেটুক না,
চঞ্চল হরিণীকে খুজঁছেন কেন ?
উনি প্রতি সপ্তাহে সুন্দরবন যান
আত্নীয় স্বজনদের সাথে দেখা করতে
চিন্তার কোন কারন নাই চলে আসবে ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

রাকু হাসান বলেছেন: হাহাহাহহা স্বপ্নের শঙ্খচিল ভাইয়া :) সাহস দিলেন ;) । আসুক ফিরে ব্লগের নীড়ে । :) । হাস্যরস পেলাম আপনার মন্তব্যে । :)
শুভেচ্ছা নিবেন ও ভালো থাকবেন ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৩

রাকু হাসান বলেছেন:

চা লোডিং হচ্ছিলো :P । প্রথম মন্তব্যকারী হিসাবে চা পান করুন । :)

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ☟ পোস্টে মাইনাচ।

হরিণ কোথায় গেল!!! আমাকে লেবু দেবার কথা ছিল...:(


।।বোনু আবার কী??

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৪

রাকু হাসান বলেছেন:


হাহাহা :) । ব্যস্ততা ভাইয়া ।
আপনার জন্য ঠিকই লেবু নিয়ে আসবে । ;)

বোনু একটি আদুরে ডাক । বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে এ ডাক প্রচলিত । এক কথায় বোনু অর্থ বোন । পোস্ট এডিট করে দিছি
ব্লগের বড় ভাই B-)
শুভেচ্ছা ও ধন্যবাদ ।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

ওমেরা বলেছেন: এত বড় কবিতা তাও পুরোটা পড়েছি! ভাই বোনের সম্পর্ক সত্যি মধুর ।


৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১

রাকু হাসান বলেছেন:

বাহ ,অভিনন্দন আপু :) । কবিতাটি কিন্তু আরও অনেক বড় । আরও ছোট করে দেওয়া উচিত ছিল । সরি । ভালো করতে পারি কিভাবে বললেন না এ ব্যাপারে কিছু ! :)
হুম ভাই বোনের সম্পর্ক সত্যি মধুর --কোনো তুলনা হয় না ।
মন্তব্যে ভালোলাগা নিবেন । ধন্যবাদ ও শুভেচ্ছা । :)

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

মাহমুদ আল ইমরোজ বলেছেন: সুন্দর লিখেছেন, শুভ কামনা করি...

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৫

রাকু হাসান বলেছেন:

অনেক ধন্যবাদ ইমরোজ ভাইয়া । শুভকামনা আপনার জন্যও :-B । আমার ব্লগে স্বাগতম :)
মন্তব্য রাখার জন্য শুভেচ্ছা ও শুভরাত্রি ।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: আহারে বোনু। ভাই বোনুর অকৃত্রিম ভালবাসা যেন দুষ্টুমিতে! :D

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৭

রাকু হাসান বলেছেন:

ভাই বোনুর অকৃত্রিম ভালবাসা যেন দুষ্টুমিতে হ্যাঁ মেহেদী ভাই :) । মিস করি খুব :-B
আমার শুভেচ্ছা নিন ও ভালো থাকুন সব সময় । ধন্যবাদ ।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪

সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৯

রাকু হাসান বলেছেন: ধন্যবাদ কবি । কষ্ট করে পড়ার জন্য ।সমালোচনা করলে খুশি হতাম ।আল্লাহ্ আপনাকে সুখে রাখুক । শুভরাত্রি ।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:


কবিতাটি পড়ার সময় পল্লীকবি জসিমউদ্দিনের কথা মনে পড়লো; কবিতায় কোথায় যেন উনার সামান্য ছোঁয়া আছে; লেখায় কিছুটা মিল-গরমিল আছে, কিন্তু ভাইবোনের চিরন্তনী মায়ার আবেগের কথামালা সবকিছুকে ঢেকে দিয়েছে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০০

রাকু হাসান বলেছেন:


কবিতাটি পড়ার সময় পল্লীকবি জসিমউদ্দিনের কথা মনে পড়লো; কবিতায় কোথায় যেন উনার সামান্য ছোঁয়া আছে;
খুব অবাক হলাম :|| জেনে । অনেক বড় মাপের কবির কথা বলে আপ্লুত হলাম । লেখার গরমিল নিয়ে কাজ করবো হাজারো কৃতজ্ঞতা । কিন্তু ভাইবোনের চিরন্তনী মায়ার আবেগের কথামালা সবকিছুকে ঢেকে দিয়েছে---যাক একটা দিক তো হলো 8-| । আপনার চোখের সমস্যা তবু যে এত বড় কবিতাটি কষ্ট করে পড়লেন সে জন্য আমার দোয়া জানবেন । ভালো থাকুন সব সময় ।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: স্নেহের রাকু,

সারাদিন খুব পরিশ্রম গেছে। বাড়িতে এসে প্রচুর ঘুমিয়েছই। হঠাৎ ঘুম ভাঙতেই তোমার দেখা। অসম্ভব সুন্দর কবিতা হয়েছে। ++++ এককথায় মনোমুগ্ধকর ।

ভাই- বোনের অমর গাঁথুনি বয়ে চলুক আজীবন । ♥♥♥♥♥♥
আপুর দ্রুত ব্লগে কামব্যাক চাইছি ।

শুভকামনা ও বিমুগ্ধতা রইল।



৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৩

রাকু হাসান বলেছেন:


আহ এই ডাকটি যেন আমার ঠিক কানে আসে ভাইয়া স্নেহের রাকু, :)
আমার নিত্য শুভার্থীদের মধ্যে আরেক জন তুমি । :-B
সারাদিন খুব পরিশ্রম গেছে :|| । বাড়িতে এসে প্রচুর ঘুমিয়েছই :-B ঘুমিয়ে ভালো করেছো ভাইয়া । দারুণ এক সময়ে কবিতাটা পড়ছো । প্লাসে ,মন্তব্যে আদরে সব উৎসাহ দিয়ে যাচ্ছ । একটি কথা বলি ভাইয়া । আমার সমালোচনা,ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু তোমাদের মত কয়েকজনের অনেক । সেটা অবশ্যই করবে কিন্তু ,আমি মন খারাপ করবো না । এই মধুর সম্পর্ক নিয়ে কবিতা লেখার চেষ্টা করে খুব ভালো লাগছে আমার । শখের কবি :)
তবে সময় নিয়ে লিখলে আরও ভালো লিখতে পারতাম হয়ত ।
ভাই- বোনের অমর গাঁথুনি বয়ে চলুক আজীবন । ♥♥♥♥♥♥ ----হ্যাঁ চলুক অবিরাম ।
আপুর দ্রুত ব্লগে কামব্যাক চাইছি ।---আমিও |-) ...আমায় বলেছিল সাত দিনের মত ধেরি হবে । কিন্তু সে সময় শেষ হয়ে গেছে । এখন মনে হচ্ছে কোনো বড় বিপদেই আছে নাকি । :( । তোমাদের এই ভালোবাসার জন্যই ব্লগটা কে নিজের পরিবার মনে হয় ।

আমার ভাইপো কে আমার আদর ভালোবাসা দিও । তুমি নিজেও প্রাণচঞ্চল থাক সব সময় । ভালোবাসা ও শ্রদ্ধা নিতে ভুলবে না । :)

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভাই বোনের সম্পর্কটা এমনই হয়। সৃষ্টিকর্তার তরফ থেকে এ বন্ধন গঠিত। পৃথিবীর প্রত্যেকটি ভাই-বোন যেন পরস্পরের জন্য এক অমূল্য উপহার। যা কেও হারাতে চায়না।
আপনার লেখায় +++
এবার থেকে আপনার মুখে বোনু ডাকটি শুনতে চাই প্রিয় ভাইয়ু। B-)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৩

রাকু হাসান বলেছেন:

ভাই বোনের সম্পর্কটা এমনই হয়। সৃষ্টিকর্তার তরফ থেকে এ বন্ধন গঠিত। পৃথিবীর প্রত্যেকটি ভাই-বোন যেন পরস্পরের জন্য এক অমূল্য উপহার। যা কেও হারাতে চায়না। ----হুম ঠিক অনেক সুন্দর করে বলেছো । হারাতে চাই না ঠিক । কবিতায় কিন্তু দারুণ একটি প্রশ্ন রেখে আসছি দেখি কেউ বলে কিনা । প্লাসে কৃতজ্ঞতা বোনু B-) ডাকলাম ;)
অনেক বেশি ভালো থেকো সব সময় । শুভেচ্ছা ও ভালোবাসা অনেক । :)

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৫

আরোগ্য বলেছেন: রাকু ভাই দেরীতে আসার জন্য লজ্জিত। আপনার এই অসাধারণ কবিতার প্রশংসা করার শব্দ এই অধমের নেই। শুধু বলতে চাই-
"কবিতা পড়ে মনে পড়লো কত শৈশব স্মৃতি,
তার সাথে মনে পড়লো কত মারামারি। "

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৬

রাকু হাসান বলেছেন:


রাকু ভাই দেরীতে আসার জন্য লজ্জিত---আরে ব্যাপার না ভাই ! :) । আপনার আন্তরিকতা মুগ্ধ করলো ।
আপনার এই অসাধারণ কবিতার প্রশংসা করার শব্দ এই অধমের নেই। ---আপনার সৌজন্যবোধ মুগ্ধ করলো আমায় ।

কবিতা পড়ে মনে পড়লো কত শৈশব স্মৃতি,
তার সাথে মনে পড়লো কত মারামারি।
---এটাই চেয়েছি । আমি লিখি আমার মত করে ,যদি পাঠকের মনে একটু হলেও দোলা দেয় সার্থক । বেশ মনোজ্ঞ মন্তব্য রেখেছেন আরোগ্য ভাই
শুভকামনা জানবেন । আর আপনার প্রথম পতার পোস্টের অপেক্ষায় আছি ্ দোয়া রাখছি । :)

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩০

বাকপ্রবাস বলেছেন: বোনকে বিয়ে দিয়ে দিলেন? কবিতা খুব সুন্দর ও ভাল হয়েছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৯

রাকু হাসান বলেছেন:

হুম বাকপ্রবাস ভাই! :)
দিলাম মানে হয়ে গেছে । কবিতাটি চঞ্চল আপুর স্বরণে লেখা হলেও কবিতায় বাস্তব অভিজ্ঞতা ও কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে ।
কবিতা খুব সুন্দর ও ভাল হয়েছে ---অনেক বেশি ধন্যবাদ জনবেন । কবি মানুষ কবিতা পড়ে মন্তব্য রাখলে ভালো লাগা সব সময় েএকটু বেশি । :) । শুভকামনা থাকলো ,আমাদের শেখান কবি । ভালো থাকবেন অনেক ।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৩

ইসমাঈল আযহার বলেছেন: চিন্তা করো না, বোনু চলে আসবে। (ওই ত বেল বেজে গেছে)।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫২

রাকু হাসান বলেছেন:


ওকে ভাইয়া সেটাই চাই :) চলে আসুক । দেখুক ভাই তাঁর জন্য কবিতা লিখে রাখছে । সে খুব ভালো কবিতা লিখে । সাহিত্যের মান দণ্ডে কবিতাটি খারাপ হতে পারে । তবে আমার আন্তরিকতা ,বোনের প্রতি টান মিথ্যে নয় । :)

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাইয়া । শুভরাত্রি । আপনার সুখ কামনা করছি ্

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১০

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় "রাকু হাসান" ভাই,
শুভেচ্ছা রইলো। দারুন অনুভবের একটি কবিতা। ছোটবেলায় ভাই-বোনের আবেগ-অনুভূতি, ঝগড়া-মায়া সবই দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন কবিতায়। এগুলো বড় হওয়ার পর সুখ স্মৃতি হয়ে ধরা দেয়।

চঞ্চল হরিনী আপুকে আমি খুব রেসপেক্ট করি উনার লেখার কোয়ালিটি এবং কমেন্টের গভীরতার জন্য। উনার মূল্যবান কমেন্টগুলো আমাকে সব সময় অনুপ্রাণিত করে। আশা করি, তিনি নিয়মিত ব্লগে সময় দেবেন। লেখা ও কমেন্টে ব্লগ মাতিয়ে রাখবেন।

শুভ রাত্রি, রাকু ভাই।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

রাকু হাসান বলেছেন:


শ্রদ্ধাভাজন কাওসার চৌধুরী ভাই! আপনার অনুভবে কবিতাটি ছোঁয়া দিতে পেরেছে জেনে খুব ভালো লাগছে ।চেষ্টা করেছিলাম কিছু মুহূর্ত কবিতায় আসুক এই জন্যই কবিতাটি বড় হয়ে গেলে ।
এগুলো বড় হওয়ার পর সুখ স্মৃতি হয়ে ধরা দেয়।
--হ্যাঁ ঠিক বলেছেন । ইচ্ছা হয় আবার সেই দিনগুলি যদি ফিরে আসতো !

চঞ্চল হরিনী আপুকে আমি খুব রেসপেক্ট করি উনার লেখার কোয়ালিটি এবং কমেন্টের গভীরতার জন্য। উনার মূল্যবান কমেন্টগুলো আমাকে সব সময় অনুপ্রাণিত করে। --খুব সুন্দর কথা বলেছেন এখানে । আমারও একই কথা । আপুর মত পাঠক ব্লগে খুব খুব খুব কম আছে । চঞ্চল আপুর লেখার মান অনেক উপরে বলার অপেক্ষা রাখে না । তাই তো উনার প্রায় সব লেখা পড়ে মন্তব্য রেখেছি ব্লগ বাড়িতে ।

আপু তোমার জন্য দোয়া থাকলো । তুমি ফিরে আসো স্বরুপে ।

খুব আন্তরিক মন্তব্য রেখেছেন গুণী কাওসার ভাই! আপনার পোস্ট পাওয়ার অপেক্ষায় । একটু দেরি হচ্ছে এবার । হয়ত ব্যস্ত সময় পার করছেন । অনেক ভালো লাগা জানবেন । আপনার প্রতি আামার সালাম রইল ।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৪

চাঙ্কু বলেছেন: ভাই-বোনকে নিয়ে চমৎকার কবিতা! কিন্তু তুমার বোনু কুথায়? কুথায়? কুথায়? কুথায়? কুথায়?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৮

রাকু হাসান বলেছেন:


হাছানি জেডা :P
কিন্তু তুমার বোনু কুথায়? কুথায়? কুথায়? কুথায়? কুথায়?--হাহহাাহহা B-)
ঠিক ধরেছেন ভাইয়া । এই প্রশ্নটা কবিতায় রেখে এসেছি । চাইবো পাঠক নিজের মত করে ভেবে নিক । দু ভাবে ভাবা যায় এই প্রশ্নটা কে । যেভাবেই ভাবুক কোনো সমস্যা নেই । ;) তো প্রশ্ন থাক না এখানেই :P
জেডা ভালা থাহুইন :#) । শুভেচ্ছা ও ধন্যবাদ ।

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৬

শিমুল_মাহমুদ বলেছেন: ভাল লাগলো আপনার কবিতা, আপনার বোন আশাকরি তাড়াতাড়ি ফিরে আসবেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২২

রাকু হাসান বলেছেন:

শিমুল ভাই আমার ব্লগে সু-স্বাগতম :) । ভালোলাগাতে কবিতার সার্থকতা । আমারও ভালো লাগলো । হ্যাঁ তাড়াতাড়ি ফিরে আসুক সেটাই চাই । আসুক :)
কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাই । শুভকামনা জানবেন । ভালো থাকুন ।

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

ঋতো আহমেদ বলেছেন: প্রায় বিশ বছর পর 'বনু' শব্দটির কথা মনে পড়লো। আমার নানা আমার ছোট বোনকে 'বনু' বলে ডাকতেন। 'কঞ্চি'ও আমাদের এলাকার আঞ্চলিক একটি শব্দ।

সুন্দর কবিতা। +++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

রাকু হাসান বলেছেন:


প্রায় বিশ বছর পর 'বনু' শব্দটির কথা মনে পড়লো।[/sb--অনেক সময় । :|| কবিতার সুধাবে আপনার মনে পড়েছে জেনে আমার ও খুব ভালো লাগছে । এই ডাক মরুবি্ব জনেরা বেশি ডাকে । খুব আদর,স্নেহ ও ভালোবাসার ডাক ।
সুন্দর মন্তব্য রেখেছেন । প্লাসে কৃতজ্ঞতা ভাইয়া । অনেক বেশি ভালো থাকুন আহমেদ ভাই! শুভেচ্ছাও ধন্যবাদ ।

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

জুন বলেছেন: ভাইবোনের চিরন্তনী মায়ার আবেগের কথামালা সবকিছুকে ঢেকে দিয়েছে ব্লগার চাদ্গাজীর এমন মন্তব্যের পর আর কিবা বলা যায় রাকু হাসান । অনেক সুন্দর কবিতা সাথে কাশফুল্গুলোও ।
+

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩

রাকু হাসান বলেছেন:


হুম হুম এমন ব্লগারের কাছ থেকে এমন মন্তব্য সত্যিই অনুপ্রেরণা দেয় । :) :)
অনেক সুন্দর কবিতা সাথে কাশফুল্গুলোও ।
+
--- :-B । অনেক ধন্যবাদ আপু :) । পড়া ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ।
এই ভিডিও লিংকটা বোনাস হিসাবে দিলাম । :#)

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: ভাই বোনের সম্পর্ক আসলেই অনেক সুন্দর । যার একটি ভাই আছে সে অনেক লাকি তেমন যে ভাই এর একটি বোন আছে সেও অনেক লাকি । আমার কোন আপন ভাই নেই। কিন্তু দুইটা অনেক বেশী ভালো বোন আছে । আমিও অনেক লাকি ।

আমার একটি ভাইয়া আছে যে আমাকে বোনু বলে ডাকে । অনেক ভালো লাগে আমার ।

কাকুর ভাই বোনের কবিতা ও কবিতার মাঝে ছোট ছোট গল্প ভালো লেগেছে ।

আর চঞ্চল হরিণী আপু জলদি ফিরে আসুক এই কামনা ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

রাকু হাসান বলেছেন:

যার একটি ভাই আছে সে অনেক লাকি তেমন যে ভাই এর একটি বোন আছে সেও অনেক লাকি ।--হুম একদম :-B । আর যার নেই ! |-)
আমার কোন আপন ভাই নেই--ক্যান নানি হতে গেলুম। :(
সত্যিই ব্যক্তিগতভাবে আমিও খুব লাকি ভাই বোনদের ভালোবাসায় বারবার সিক্ত হই 8-|
কাকুর ভাই বোনের কবিতা ও কবিতার মাঝে ছোট ছোট গল্প ভালো লেগেছে । ---ইয়েস :) । এমন ছোট ছোট গল্প নিয়ে কবিতাটি অনেক বড় কিন্তু । দারুণ ছিল সেই সব মুহূর্ত । 8-|

চঞ্চল হরিণী আপু ফিরে আসতো ,হয় ভিষণ ব্যস্ততা নয়তো কোনো সমস্যায় আছে নাকি কে জানে :( ! ফিরে আসো বোন তাত্তাড়ি :)
দারুণ মন্তব্য করার জন্য নানী অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল । :)

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

নীল আকাশ বলেছেন: রাকু ভাই, অসম্ভব সুন্দর কবিতা হয়েছে। ++++ এককথায় মনোমুগ্ধকর। একবার পড়লে মন ভরে না...বার বার পড়তে ইচ্ছে করে........।

আমার কোন বোন নেই, এতদিন কোন আফসোস ছিল না। এটা পড়ার পর মনে হচ্ছে জীবনে অনেক কিছু মিস করে এসেছি.......যা আর কখনো পাবার নয়!

আর চঞ্চল হরিণী আপু জলদি ফিরে আসুক এই কামনা রইল।

ভালো থাকুন, সব সময়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

রাকু হাসান বলেছেন:

অসম্ভব সুন্দর কবিতা হয়েছে। ++++ এককথায় মনোমুগ্ধকর। একবার পড়লে মন ভরে না...বার বার পড়তে ইচ্ছে করে........
---বাহ বাহ । নিশ্চয় কয়েকবার পড়েছেন । খুশি হলাম নীল ভাই! :)
আমার কোন বোন নেই, এতদিন কোন আফসোস ছিল না। -আহ খারাপ লাগছে :( । বড় বোনের থাকাটা অনেক বড় পাওয়া স্রষ্টা থেকে । !:#P
এটা পড়ার পর মনে হচ্ছে জীবনে অনেক কিছু মিস করে এসেছি.......যা আর কখনো পাবার নয়! --হ্যাঁ সত্যিই ,কি বলবো এখানে :-< । তবে স্রষ্টা অন্যদিক দিয়ে হলেও এই আক্ষেপ গুছে দেক স্রষ্টা সেই কামনা । :)
আপুর ফিরে আসার কামনা করার জন্য একরাশ মুগ্ধতা নিবেন । !:#P
বরাবরের মত আপনার মন্তব্য আমাকে শান্তি দিল :) । নীল ভাই আপনার একটি গল্প পড়া হয়নি । তবে পড়ে মন্তব্য জানাবো । ভালো থাকবেন অনেক । হাসিখুশি ভালো থাকুন সেই প্রত্যাশা । ধন্যবাদ ও ভালোবাসা নিন । :)

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: দারুন কবিতা।অনেক ভাল লেগেছে।
এত বড় কবিতা লেখেন কেমনে? ;)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

রাকু হাসান বলেছেন:

হাহাহা বলেন কি ! B-) কবিতা মাথায় কম আসে কিন্তু যখন আসে তখন অনেক বড় হয়ে যাই । এই কবিতাটি ছোট করে দিলাম । আরও বেশ কিছু অংশ বড় হয়ে যাবে দেখে দেওয়া হয়নি । :P
প্লাস ও ভালোলাগায় শুভেচ্ছা ও ধন্যবাদ জানবেন । হেরে গিয়ে মনটা খারাপ ছিল :(( কবিতাটা লিখে ভালো লাগছে । :-B
সোহেল ভাই দোয়া রাখছি আপনার মঙ্গল করুক অাল্লাহ্ ।

২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগা রইল ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

রাকু হাসান বলেছেন:

ধন্যবাদ দৃষ্টিসীমানা ভাই/আপু :) । আমার ব্লগে প্রথম আসলেন স্বাগতম স্বাগতম । আপনার এই আসা যাওয়া অবাধ হোক । :)
শুভেচ্ছা ও ধন্যবাদ নিবেন ভাই/অাপু ! :-B

২২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

মিঠু পারভেজ বলেছেন: যার আপন বোন নেই তার সারা জীবনটাই বৃথা। যেমন আমার :``>>

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

রাকু হাসান বলেছেন: মিঠু পারভেজ ভাই!
যার আপন বোন নেই তার সারা জীবনটাই বৃথা। যেমন আমার --খারাপ লাগা হলো । বোন আমাদের আর্শীবাদ । ]
মন্তব্য রেখে যাবার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি । ভালো খাকবেন । :(

২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

সুমন কর বলেছেন: যদিও একটু বড় হয়ে গেছে তবুও পড়তে ভালো লাগল।
+।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০১

রাকু হাসান বলেছেন: পড়তে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো :) । বড় হওয়াতে ভয়ে ছিলাম ।প্লাসে ও মন্তব্যে কৃতজ্ঞতা ভাইয়া । শুভেচ্ছা ও ধন্যবাদ থাকলো । :)

২৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

পদ্মপুকুর বলেছেন: চাঁদগাজী বলেছেন: কবিতাটি পড়ার সময় পল্লীকবি জসিমউদ্দিনের কথা মনে পড়লো; কবিতায় কোথায় যেন উনার সামান্য ছোঁয়া আছে; লেখায় কিছুটা মিল-গরমিল আছে, কিন্তু ভাইবোনের চিরন্তনী মায়ার আবেগের কথামালা সবকিছুকে ঢেকে দিয়েছে

কবিতার চেয়ে এই কমেন্ট পড়ে বেশি মজা পেলাম। গাজী স্যার সবসময় রাজনীতি টাজনীতি নিয়ে খটোমটো পোস্ট দেন, কবিতার রসাস্বাদনের ক্ষমতাও যে উনার আছে, ভুলেই গেছিলাম...

রাকু, এত বড় কবিতা লেখেন কিভাবে? জীবনে দুইলাইনই লিখতে পারলাম না কোনোদিন X(

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

রাকু হাসান বলেছেন:

হাহা :) চাঁদগাজী স্যার খুব ভালো কবিতা পড়েন ও পছন্দও করেন । বেশ কিছু কারণে ব্লগের কবিতার প্রতি উনার মনটা অনেকটা উঠে গেছে ।
রাকু, এত বড় কবিতা লেখেন কিভাবে? জীবনে দুইলাইনই লিখতে পারলাম না কোনোদিন -----আমি মনে করি বা মনে হয় আমার আপনি অনেক অনেক ভালো কবিতা লিখতে পারবেন এবং পারেন ও । জানি না কতটা সত্য । ব্লগে মাঝে মাঝে দিলে মন্দ হয় না । :)
শুভেচ্ছা নিন পদ্ম পুকুর ভাইয়া । :) ধন্যবাদ ।

২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

সূর্যালোক । বলেছেন: ভালো কবিতা । আমার বোনের কথা মনে হলো । প্লাস

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৪

রাকু হাসান বলেছেন: ধন্যবাদ সূর্যালোক আপু :) আপনার বোনের সাথে নিশ্চয় ভালো সময় কেটেছে । প্লাসে কৃতজ্ঞতা জানাচ্ছি । শুভেচ্ছা ভাল থাকুন ।

২৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। আসলেই খুব সুন্দর হয়েছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৭

রাকু হাসান বলেছেন: রাজীব ভাইয়া ধন্যবাদ । :) । আপনার প্রশংসায় সাহস পেয়েছি । আল্লাহ্ আপনার মঙ্গল করুক । শুভেচ্ছা ।

২৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬

তারেক ফাহিম বলেছেন: অসাধারণ অনুভব একটি কবিতা।

পোষ্টে ++++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯

রাকু হাসান বলেছেন: অসাধারণ অনুভব একটি কবিতা ---চমৎকার বলেছেন তারেক ভাই!
প্লাসে পুলকিত হলাম । অনেক বেশি ভালো থাকুন । শুভেচ্ছা ও শুভরাত্রি । :)

২৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯

বলেছেন: সেরাদের সেরা প্রিয় রাকু হাসান
মনের অজান্তেই চিন চিন ব্যাথা শুরু হলো কবিতাটা পড়ার পর।
বোন সত্যি সাত রাজার ধন,
কবিতার বুক চিরে বের হলো আফসোস আর অনাহূত বেদনার বহর।

কবিতা বেঁচে থাকুক।
ভাই বোনের বিশাল ভালোবাসা বেঁচে থাকুক পৃথিবীর তটে।

★★★+++♥♥♥

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩১

রাকু হাসান বলেছেন:

শ্রদ্ধেয় লতিফ ভাই! আপনার এমন মন্তব্য সত্যিই আমাকে খুশি করলো ।
মনের অজান্তেই চিন চিন ব্যাথা শুরু হলো কবিতাটা পড়ার পর---আমি নিশ্চিত আপনি কবিতাটি খুব মন দিয়ে আবেগ নিয়ে পড়েছেন । যখন লিখছিলাম তখন আমারও চিন চিন ব্যাথ্যা করেছিল । মুহূর্ত গুলো ঠিক যেন আগের মত ধরা দিচ্ছিলো ।
বোন সত্যি সাত রাজার ধন--একমত আমি ভাই!
কবিতার বুক চিরে বের হলো আফসোস আর অনাহূত বেদনার বহর।--আপনি আমার কবিতার ভাবনার খুব গভীরে প্রবেশ করেছেন । যা পারার জন্য ভালো একটি মন ,উপললব্ধি থাকা চাই । আর সেটা আপনার যথেষ্ট আছে দেখলাম ।
পরিশেষে আপনার মত করে বলবো ‘‘কবিতা বেঁচে থাকুক।
ভাই বোনের বিশাল ভালোবাসা বেঁচে থাকুক পৃথিবীর তটে।

এমন কমেন্ট যদি করতে পারতাম । 8-|
ভাই আপনি সুখে থাকুন । প্রিয়জনদের নিয়ে ভালো থাকুন । সেই দোয়া । আমার কাছে আপনার শ্রদ্ধার একজন ।
এত সুন্দর মন্তব্য করার জন্য ফুলের সুভাস আপনার জন্য । :)




২৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! বোনের দুইদিনের অনুপস্থিতিতে এত চমৎকার করে লিখে ফেলেছেন?
দারুণ অনুভব কিন্তু ; অনেক অনেক ভালোলাগা :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

রাকু হাসান বলেছেন:

হাহাহা মাথায় যা আসলো লিখলাম আর কি ! :) । আমি নতুন হিসাবে এসে চঞ্চল হরিণী আপুর লেখা পড়তে পড়তে আন্তরিকতা বেড়ে যাই । আপুও স্নেহের হাত বাড়িয়ে দেয় ....এভাবেই বোনটি একদম কলিজার হয়ে যাই । :) কোনো দিন দেখিনি বা ব্লগের বাইরে কথাও হয়নি । কেন যে এতটা কাছের হয়ে গেল বুঝি না । 8-| । একটা জিনিস আপু চঞ্চল আপু অনুপস্থিতি না থাকলে এ কবিতা লেখাও হত না । :) । এই কবিতা কাঁচামাল হলো চঞ্চল হরিণী আপু B-)
যাক মনিরা আপু আপনার প্রশংসা পেয়ে ভালো লাগলো ।
দারুণ অনুভব কিন্তু ; অনেক অনেক ভালোলাগা -----হুমমম শান্তি শান্তি ;)
শুভেচ্ছা জানবেন । ভালো থাকুন আপু সব সময় ।

৩০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১

আহমেদ জী এস বলেছেন: রাকু হাসান ,




ভাই-বোনের খুনসুটি , স্নেহ, মমতা, সোহাগে ভরা পবিত্র বন্ধন নিয়ে কবিতা ।
এলোমেলো লেখা চাঁদগাজী যেমনটা বলেছেন । অবশ্য তিনি এই যে বলে গেলেন , " ভাইবোনের চিরন্তনী মায়ার আবেগের কথামালা সবকিছুকে ঢেকে দিয়েছে.." তা -ই সত্য ।
ভাইয়ু আর বোনুর যুগল কীর্তি আপনার এই কবিতার মতোই এলোমেলো, ছড়িয়ে ছিটিয়ে দুরন্ত আছে সমস্ত কবিতার শরীরে । এও আরেক ধরনের মাদকতা যা রাখী বন্ধনের মতোই রঙিন ।

আরও লিখুন । লিখতে লিখতেই লেখা গোছানো হয়ে উঠবে একসময় ।
শুভেচ্ছান্তে ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫১

রাকু হাসান বলেছেন:


স্যার,
ভাই-বোনের খুনসুটি , স্নেহ, মমতা, সোহাগে ভরা পবিত্র বন্ধন নিয়ে কবিতা পুরো কবিতা জুড়ে এটাই বলতে চেয়েছি ।
চাঁদগাজী স্যার এই মন্তব্যটি আামরও খুব ভালো লেগেছে । এলোমেলো হওয়ার বেশ কিছু কারণ আছে । যেমন বিক্ষিপ্ত ছিলাম । যখন যা মনে আসলো সেটাই লিখলাম এটাও একটা কারণ হওয়ার কথা । আমার বিশ্বাস কবিতাটা যদি অারও সময় নিয়ে লিখতাম তাহলে ভালো হত । আমি প্রথম স্তবকটি শেষে দিতে চেয়েছিলাম । পরে কি ভেবে প্রথমেই দিয়ে দিলাম ।
ভাইবোনের চিরন্তনী মায়ার আবেগের কথামালা সবকিছুকে ঢেকে দিয়েছে.." তা -ই সত্য । ---মূলত এই কারণেই আমার রক্ষা হয়েছে ।
এও আরেক ধরনের মাদকতা যা রাখী বন্ধনের মতোই রঙিন--অনেক সুন্দর করে বললেন । সত্যি লিখতে গিয়ে আমি প্রচন্ড আবেগ প্রবন হয়ে গিয়েছিলাম । তাই হয়ত সে দিকটা ঠিক রাখতে পারিনি । বলার জন্য হাজারো কৃতজ্ঞতা স্যার ।
সাহস দিয়েছেন আমায় ,ভালো লাগলো । অবশ্যই লিখবো ভুল বা কিভাবে ভালো করা যায় সেটার দেখার জন্য আপনারা আছেন ।
এত সুন্দর মন্তব্য রাখার জন্য িএই ভিডিও টি শেয়ার করলাম আপনার জন্য ।

আমার শ্রদ্ধা নিবেন । ভালো থাকুন ।

৩১| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১২:০৩

আহমেদ জী এস বলেছেন: রাকু হাসান ,



প্রতিমন্তব্যে ধন্যবাদ ।
ভিডিওটি চমৎকার ও নয়নকাড়া ।
বলতেই হয় ----- ভোমরা রে , তুই এফুলে ওফুলে কি কথা শুনিয়ে যাস রে...........

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১২:২০

রাকু হাসান বলেছেন:


আবার আসার জন্য আন্তরিক ধন্যবাদ স্যার ।
বাংলাদেশ হেরে যাবার পর একটু ফ্রেসনেস আনার জন্য কিছু ভিডিও খুঁজতে খুঁজতে এই ভিডিওটি পাওয়া ।দেখে খুব ভালো লেগেছিল । তারপর ভাবলাম আমার সহব্লগারদের ভিডিওটি দেখালে তাঁদেরও নিশ্চয় ভালো লাগবে । তাই শেয়ার করা । আপনার ভালোলাগা ও সুন্দর লাইন দিয়েই বুঝিয়ে দিয়েছেন সব ।
আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা । শুভরাত্রি ।

৩২| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬

প্রামানিক বলেছেন: বোনকে নিয়ে চমৎকার কবিতা। ধন্যবাদ

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৫

রাকু হাসান বলেছেন: ধন্যবাদ আপনাকেও প্রামানিক ভাইয়া ! শুভেচ্ছা নিন ও ভালো থাকুন ।

৩৩| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: চমৎকার লেখনী।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৮

রাকু হাসান বলেছেন:

অনেক ধন্যবাদ পড়ার জন্য । আমার ব্লগে স্বাগতম নূর ভাই ! :) খুব সম্ভবত আপনার ব্লগ জীবেনর প্রথম কমেন্টা আমার পোস্টে করলেন । ভালোবাসা ভাই । দেখা হবে কথা হবে ব্লগের আনাচে কানাচে :) । লিখুন আছি আপনার সাথেই । :)

৩৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

নীলপরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন । ++

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

রাকু হাসান বলেছেন: ধন্যবাদ আপু :) । পড়া লাইক দিয়ে পুলকিত করলেন । শুভেচ্ছা নিবেন । শুভসন্ধ্যা ।

৩৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আন্তরিক নিবেদন, কাব্য হয়েছে বেশ, মুগ্ধ হইলাম

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১:০০

রাকু হাসান বলেছেন: নয়ন ভাই পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ নিবেন । আপনাকে পেয়ে ভালো লাগলো । শুভেচ্ছা ও শুভরাত্রি ।

৩৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: মনোহর।

হরিণী আপু আবার বনে হারিয়ে যায়নিতো ?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:১৯

রাকু হাসান বলেছেন: জানি না ,কোনো খোঁজ খবর নাই :( । অনেক দিন হয়ে গেল ।
পড়া ও মন্তব্য করার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ মাইদুল সরকার ভাই!

৩৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৮

নজসু বলেছেন: ভাই আর বোনের হৃদ্যতার কবিতা।
হৃদয়স্পর্শী।
যে বোনকে ভালোবেসে ঘরে নিয়ে গেলো সে অজানা আর হিংস্র হবে কেন?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৬

রাকু হাসান বলেছেন:

আসলে আমার দিকটাই হিংস্র সে । আবেগীয় কথা । ভালোবেসে নিয়েছে ঠিক কিন্তু আমার ভালোবাসা কে আঘাত করে ,তাই কবিতার ভাষায় হিংস্র সে আমার কাছে ।
আবারও মন্তব্য রাখায় ধন্যবাদ নজসু । আন্তরিক শুভেচ্ছা নিন । :)

৩৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১১

এ.এস বাশার বলেছেন: রাকু ভাই কেমন আছেন ? অনেক দিন পর ব্যস্ততা কাটিয়ে আপনাকে দেখতে এলাম। কবিতা বেশ হৃদয় স্পর্শক। আমি প্লাস দিলাম......

মন্তব্য এবং প্রতিত্তর বেশ উপভোগ করলাম তাই মন্তব্য আর বাড়ালাম না।
প্রত্ত্তিরের জন্য অপেক্ষা করছি....

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:১৯

রাকু হাসান বলেছেন:


বাশার ভাই! :) আমি আপনাকে মিস করেছি । । নতুন পোস্ট সহ আপনিও নেই । আমি ভালো আছি ভাই ।আপনি কেমন আছেন? বাসার সবাই ভালো আছে ? ব্যস্ততার মাঝেও কবিতাটি পড়েছেন এবং + কৃতজ্ঞতা ভাই । আমি বিকালের দিকে একটু ব্যস্ত ছিলাম তাই দেরি হলো প্রতি উত্তর দিতে । ক্ষমা করবেন।
নতুন পোস্ট দেন পড়ি ।
শুভেচ্ছা ও ধন্যবাদ ভাই ! ভালো থাকুন । ভালোবাসা নিবেন।

৩৯| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬

স্রাঞ্জি সে বলেছেন:
রাকু ভাই কেমন আছেন???

চঞ্চল আপুর তো এখনো দেখা নাই। তিনি কি নিরবে গুড ভাই দেননি তো....

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১

রাকু হাসান বলেছেন:

আরে সাঞ্জি ভাই! :) :)
গরিবের বাড়ি হাতির পা ;) :) । আমি ভালো আছি । আপনি কেমন আছেন ? :-B
হুম একদম দেখা নেই । |-) ,সাত দিনের কথা বলেছিল যে ব্যস্ততা আছে কিন্তু প্রায় ২০ দিন হয়ে যাচ্ছে । এভাবে যাওয়ার কথা না :(( ,আমাকে এটা যেহেতু বলছে সেটাও হয়ত বলতো । মিস করি আপুকে :(

৪০| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় রাকু ভাই....


আসলে আপনার সাথে হাল্কা রাগ ছিল। আপনার মনে আছে কিনা জানি না। আমার একটি কবিতা পোস্টে আপনি মন্তব্য করেছেন। এবং পরের মন্তব্য রাজীব ভাইয়ের। আমি আপনার মন্তব্যের জওয়াব না দিয়ে রাজীব ভাইকে আগে দিছি। সময়টা হলো একুশ তারিখ দুপুর দুইটা সাতের দিকে। আর সেদিনই আপনি চার টার দিকে একটা পোস্ট দিলেন। পোস্ট পড়ে মাথা টা খারাপ হয়ে গেছিল। আর হ্যাঁ, যদিও সেই পোস্টে আমি প্রতিদিন নজর রেখেছিলাম।

আচ্ছা আপনার মনে তো প্রশ্ন জাগতে পারে, আজ হঠাৎ কেন রাগ ভাঙল। তার কারণ টা কিন্তু নয়ন ভাই। =p~

হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভাল আছি। কি করতেছেন???

আমার আবার মনে হচ্ছে, চঞ্চল আপু অফ্লাইনে সামুতে নজর রাখতেছে :>

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৬

রাকু হাসান বলেছেন:

সাঞ্জি ভাই,
বিসয়টা খোলাখুলি ভাবে বলার জন্য অনেক ধন্যবাদ ।আমি কিছু বুঝতে উঠতে পারছিলাম না । তবে আমার সেই পোস্ট দেওয়ার মূল কেন্দ্র বিন্দু কিন্তু আপনি ছিলেন না । কেননা তার আগে মে বি সে পোস্টে আগে একটি প্রতি উত্তর দিয়েছিলেন । তবে আজ খোলেই বলি । এই বিষয়টা অনেক দিন ধরে হচ্ছিলো ব্লগে । অনেক সুনামধন্য ব্লগারদের ক্ষেত্রেও দেখি । কেউ কেউ আছেন পোস্ট করেন অথচ মন্তব্যের উত্তর দেয় না । ক্ষোভ জমে ছিল । কেউ কে হেয় করে মন্তব্য করে সেটাই একটা কারণ । সব মিলিয়ে খারাপ লাগা কাজ করছিলো । তাই মনে হলো আমাদের সবাই সচেতন হওয়া দরকার । তাই লেখা । আপনি যে এত বড় অভিমান করবেন কে জানে । আবারও বলি একদম আপনাকে উদ্দেশ্য করে দেইনি । পোস্টে আলোচ্য অংশ ছিল আরও অনেক কিছু । লক্ষ্য করে দেখবেন আপনার পরের পোস্টেও আমার খুব স্বাভাবিক মন্তব্য ছিল । আমি বুঝতে পারেনি তেমন । যাক রাগ ভাঙ্গছে সেটাই অনে ক ভালোলাগা ।
বলেন কি খাবেন ? ;) :)
নয়ন ভাইয়ের বিষয়টা শুনে খুব খারাপ লাগছিল । এমনিতে সকালে আসি না ব্লগে । এসেই দেখি এই খবর কেমন লাগে ! এখন ফিরে আাসায় ভালো লাগছে । আগেই বলে রাখি রাগ পুষে রাখবেন না । ভাই টু ভাই বন্ধ টু বন্ধু ;) :P

চঞ্চল আপু সত্যিই নজর রাখছে :-< :|| ! এত কথা বলছি তাহলে কিভাবে এভাবে থাকবে ! চলে আসার কথা । আমি নতুন পোস্ট দিচ্ছি না আপুর জন্যই । এসে এই শেষ পোস্ট দেখলে নিশ্চয় ভাল লাগবে । চঞ্চল আপু যদি ভাইকে আর মিস করিও না প্লিজ । কেন যে মেইলটা রাখলাম না । চাইলে একান্ত ব্যক্তিগত নাম্বারও দিত আমায় ,এই বিশ্বাস । কিন্তু এত দেরি হবে কে জানে । ঐ দিন তাড়হুড়া করে এসে কমেন্ট করে গেল ..অনেক মিস করছি সাঞ্জি ভাই :( :((
সাথে টেনশন ও হচ্ছে । আপু জানে আমি টেনশন করবো দেখে সাত দিনের কথা বলে গেল ,এখন তো অনেক দিন তিনি কি জানে না ,এখন টেনশন করবো যে ? |-)
দোয়া রাখছি আপুর জন্য । কিছু না হোক । ফিরে আসো খুব তাড়াতাড়ি ।

৪১| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৯

আরোগ্য বলেছেন: ভাবতেই পারছিনা, রাকু ভাই এর প্রিয় পোস্টে আমার লেখা।আমার তো ভারী সৌভাগ্য। যখন দেখলাম দুই জন আমার পোস্ট প্রিয়তে রেখেছে তখনই বুঝলাম একজন বড় ভাই রাকু হাসান, সাথে সাথে প্রমানও পেলাম। আনন্দটা প্রকাশ করার জন্য মন্তব্যটি করলাম।আরেকজন এখনও জানি না।খুবই ভালো লাগছে তার সাথে দায়িত্বও বেড়ে গেল।ভাই সবসমশ চেষ্টা করবো ভালো কিছু লেখার। দোয়া করুন।

০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

রাকু হাসান বলেছেন:



আমাকে এত বড় করে ভাবছেন! তেমন কেউ নই ভাই আরোগ্য ! আপনার প্রথম সেফ হওয়া পোস্ট,বাড়তি ভালো লাগা । কিছু নতুন ব্লগারদের প্রিয় মুহূর্ত থাক না আমার প্রিয় তালিকায় । ভালোবাসা থেকেই প্রিয়তে নেওয়া ।
খুবই ভালো লাগছে তার সাথে দায়িত্বও বেড়ে গেল।ভাই সবসমশ চেষ্টা করবো ভালো কিছু লেখার---হুমমম সেটাই চাওয়া । আমিও আশাবাদী খুব ।
দোয়া তো আছেই এবং থাকবেও । ভালো কিছুর প্রত্যাশা । ভালোলাগাময় মন্তব্য করায় অনেক ভালোবাসা ভাই! ভালো থাকবেন ।

৪২| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৫

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। আপনার বোনু ফিরে আসুক ব্লগে। শুভকামনা সর্বদা।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭

রাকু হাসান বলেছেন:

অনেক ধন্যবাদ । আসুক সেই প্রত্যাশায় :( । দোয়া রাখবেন শুভ্র বিকেল ভাই !
শুভেচ্ছা নিন ।

৪৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৩

চঞ্চল হরিণী বলেছেন: আমি ব্লগে লগইন করেই সবার আগে তোর ব্লগে দৌড় মেরেছি। আমার নিজের ব্লগেরও কোন মন্তব্য দেখিনি। এসেই দেখি এই সারপ্রাইজড ! আমার যে কি পরিমাণ আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারছি না। সারপ্রাইজড, আনন্দ,ভালবাসা সব মিলেমিশে অদ্ভুত ঘোরলাগা অনুভূতি হচ্ছে। হয়না আবেগে চোখে পানি চলে আসা ! অনেক সময় নিয়ে পড়লাম লেখাটা। তোর কল্পনার সাথে আমি নিজেও কল্পনা করে শৈশবের সেই খুনসুটিতে মেতে ছিলাম। সাহিত্যে বিভূতিভূষণের 'আম আঁটির ভেপু' আর সিনেমায় সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' তে অপু-দুর্গা সম্পর্ককে সর্বকালের সেরা ভাইবোনের সম্পর্কের প্রকাশ মানা হয়। সাহিত্যে যদিওবা 'কাজলা দিদি'র মত আরও কিছু আছে, কিন্তু সিনেমায় তো অপু-দুর্গার ধারে কাছে আর কেউ নেই। তোর পুরো কবিতাটি পড়তে পড়তে বারবার আমার মনে হচ্ছিলো আমি দুর্গা আর তুই অপু। আমার মায়ের পেটের একটি ভাই আছে। বয়সের পার্থক্য এমন যে প্রায় মাতৃস্নেহেই তাকে বড় করেছি যেমনটি তুই কবিতায় লিখেছিস। পড়তে পড়তে তাকে বড় করার দৃশ্যগুলোও আমার চোখে ভাসছিল। কিন্তু আমি এখন জানি,আমার এমন আপন ভাই একজন নয়। অদ্ভুত মায়ার বন্ধনে জড়িয়ে গেলি তুই। আমার আবেগের আতিশয্যে হোক আর যাই হোক তোর এই কবিতা আমার কাছে ক্ল্যাসিক মর্যাদা পেলো। ভালোবাসায় আবৃত করে রাখবো এই সম্মানকে। বলার আরও অনেক কিছু ছিল, কিন্তু এতটাই আপ্লুত হয়েছি যে আর বলতে পারছি না। আমার ভালবাসাটা তুই বুঝে নিস ভাই আমার। এখন স্পষ্ট বুঝতে পারছি কেন সেদিন তোর কথা এত তীব্রভাবে মনে পড়ছিল। বনুকে এমন ভালোবাসায় সিক্ত করে ঋণী করলি যে জীবন খুব কম এমন অনুভূতিতে জারিত হয়েছে সে। আজীবনের জন্য হৃদয়ের মূল্যবান জায়গায় তোকে স্থান দিয়ে আপাতত এখানেই থেমে গেলাম। এরকমভাবে আমাকে আর ঋণী করবি না। ভালো থাক, আনন্দে থাক, হাসিখুশি থাক। অন্তত আমার মৃত্যুর আগ পর্যন্ত =p~

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৫

রাকু হাসান বলেছেন:


আহ! হাজার টন একটি পাথর নেমে গেল । প্রত্যেকবার লগ ইন করেই চেট লিস্টটা দেখি । আজ লগ করতেই তোমাকে দেখলাম । সেই মুহূর্তের আনন্দটা বলে বুঝানোর মত না 8-| । আরও অবাক হচ্ছি যে ,আজ তুমি আসবে যে মন বারবার বলছিল । মনে হচ্ছিলো মে বি ব্যস্ততা শেষ একটু জিরিয়ে আসবে ,নয়তো বড় কোনো সমস্যায় আছে তাই আসতে পারছে না ।

আমি ব্লগে লগইন করেই সবার আগে তোর ব্লগে দৌড় মেরেছি। আমার নিজের ব্লগেরও কোন মন্তব্য দেখিনি।--হাহাহা এক কবিতা লেখেই এই অবস্থা করলাম ,আর তোমার মত লিখলে ;) । ভাইয়ের প্রতি এমন টান দেখে মুগ্ধ আমি । নিজেকেই(ব্লগ) ভুলে গেলে :)
হয়না আবেগে চোখে পানি চলে আসা !--আমার এমন হলো যখন তোমার মন্তব্য দেখলাম । দেখে কিছুক্ষণ চুপ করে ছিলাম । 8-| তারপর আস্তে আস্তে পড়া শুরু করছি ।
তোর কল্পনার সাথে আমি নিজেও কল্পনা করে শৈশবের সেই খুনসুটিতে মেতে ছিলাম বাহ :-B । আমি কবি হয়ে গেলুম নাহি ;) । অন্যকে নিজের কবিতা মধ্যে বেঁধে ফেলি ।
তোর পুরো কবিতাটি পড়তে পড়তে বারবার আমার মনে হচ্ছিলো আমি দুর্গা আর তুই অপু
এই কথা শুনে নাচ দিতে মন চাইছে :) ..খুব সুন্দর বলেছো । এত বড় কিছুর সাথে উপমা করলে । সত্যজিৎ রায়ে অপু দুর্গা ! :)
হুম সেটাই হতে চাই । তুমি দুর্গা হও ,আমি অপুর মত হয়ে ধন্য হতে চাই । !:#P
বয়সের পার্থক্য এমন যে প্রায় মাতৃস্নেহেই তাকে বড় করেছি যেমনটি তুই কবিতায় লিখেছিস। ---হ্যাঁ হ্যাঁ কবিতায় এমনটাই ভাই বোনের সম্পর্ক । আমার কি যে ভালো লাগছে । ঠিক এমন তোমার বাস্তব অভিজ্ঞতা থাকায় । তোমার বিষয়ে তেমন জানি না ,তবু মিলে গেছে বলে আপ্লুত :)

কিন্তু আমি এখন জানি,আমার এমন আপন ভাই একজন নয়। অদ্ভুত মায়ার বন্ধনে জড়িয়ে গেলি তুই।আজীবনের জন্য হৃদয়ের মূল্যবান জায়গায় তোকে স্থান দিয়ে আপাতত এখানেই থেমে গেলাম---একজনের বোনের কাছ থেকে ভাইয়ের আর কি চাওয়ার থাকে ? 8-| এর বিপরীতে আমার কি বলার থাকে বুঝতে পারছি না । শুধু অদ্ভুদ এই মায়ার বন্ধনে জড়িয়ে রাখ সারা জীবন ,থাকতে চাই । 8-| । আমার হৃদয়ে তোমার স্থানটা কোথায় সেটা নিশ্চয় বুঝে গেছ এতদিনে । :-B । আচ্ছা আামার ব্লগের পথচলায় সবচেয়ে বড় পাওয়া কি জান ? B:-) সেটা হলো তোমার মত একজন এত কাছের বোন পাওয়া 8-| । সবচেয়ে বড় অর্জন বলতে পারো । তুমি আমার শুধু একজন বোন না ,আরও বেশি কিছু ,অনেক ভালোবাসি,সম্মান ,শ্রদ্ধা করি !:#P

এরকমভাবে আমাকে আর ঋণী করবি না।---জি না B:-/ । সুযোগ পাইলেও করা হবে ,হাজার বার ;)
ঋণের চাপে নুয়ে গেলেও =p~ :P
ভালো থাক, আনন্দে থাক, হাসিখুশি থাক। অন্তত আমার মৃত্যুর আগ পর্যন্ত =p~।--হ থাকুন নে :-*
আপনিও থাহেন যে B-)
আজকে তুমি তুই করে বললে B-) দারুণ লাগছে । আরও আপন আপন লাগছে :) । এটাই বেস্ট কিন্তু ;)
প্রত্যেকটি শব্দ একদম হৃদয়ে শিহরণ দিয়েছে । ভূমিকম্পের মত মৃধু কম্পন 8-|
একদম নিজের মত করে ভাল থাক,সুখে থাক শান্তিতে থাক সব সময় । প্রতি সেকেন্ড :)
লাভ ইউ বোন । :-B

৪৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা। পোস্টের শেষে ভাই - বোনের সাক্ষাতকার দেখে মুগ্ধ হলাম। একেই বলে মধুরেন সমাপয়েৎ। সম্পর্কের বন্ধন বয়ে চলুক আজীবন ।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০০

রাকু হাসান বলেছেন:


হাহাহা ঠিক সাক্ষাতকার দারুণ হইছে :) । তুমি এসে খুব ভালো লাগছে । তুমিও আমার সংসারের একজন ;) । বড় ভাই ভাইয়া B-) । ভালো লাগছে । দেখতে আসায় ।
ভালো থেকো । শুভেচ্ছা ভাইয়া ।

৪৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭

হাবিব বলেছেন:





আহা, যদি আমারও বোন থাকতো-
তাহলে হয়তো এত মহামায়া কাব্য করতে পারতাম।
হয়তো আমিও পেতাম এতো ভালোবাসা,
হবেনা পূর্ণ এ স্বাদ জানি কভু-
তারপরেও, মনের কোণে অদৃশ্য সে আশা।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০

রাকু হাসান বলেছেন:

বাহ দারুণ মন্তব্য । আমার ব্লগে স্বাগতম । ভালো থাকবেন । আপনার প্রথম পাতার আগমন কামনা করছি । শুভেচ্ছা ।

৪৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: স্নেহের রাকু,

তোমার সর্বশেষ পোস্টে বেশ কিছু টাইপো আছে। আর একবার দেখে ঠিক করে দাও। পাশাপাশি এই কমেন্টটি ডিলিট করবে।

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৪

রাকু হাসান বলেছেন:

হুম কিছু টাইপো খেয়াল করলাম ,পোস্ট দেওয়ার পরই । কিছু ঠিক করলাম । এখনও কি আছেই নাকি ! দেখতে পাচ্ছি না আর । কমেন্ট থাক না । ভুল হতেই পারে । তোমার আন্তরিকতা মানুষ দেখুক । শিখুক । আমার সমস্যা নেই । ভুল করলে ঠিক করে নেওয়ার চেষ্টা করতে থাকবো ।

৪৭| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৬

লাবণ্য ২ বলেছেন: চঞ্চল হরিণী আপুকে আমি ও খুব মিস করি।আপুকে নিয়ে লেখা কবিতা সুন্দর হয়েছে।

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬

রাকু হাসান বলেছেন:

হ্যাঁ আমিও :( । আপু তো অসুস্থ খুব :(( । দোয়া রাখবেন আশাকরি । কবিতা ভালো হয়েছে জেনে ভালো লাগলো । লাবণ্য আপু । শুভেচ্ছা ও ধন্যবাদ । ভালো থাকুন অনেক ।

৪৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার....
ভাই বোনের ভালোবাসার কাব্যিক প্রকাশ....

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

রাকু হাসান বলেছেন:


পড়েছিলেন পুরোটা !! ;) হুম ভাই বোনের ভালোবাসায় আমরা সবাই যেন লেপ্টে থাকি

৪৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: চঞ্চল হরিণী আপু আমার বেশ ভালোবাসার ও প্রিয় ব্লগার। তার নামটির টানে এলাম পড়তে। তারপরে খেয়াল করলাম আরেহ, আমাদের রাকু হাসানের লেখা! আপনি অনেক ভালো লেখেন, আমি জানতাম না যে আপনি এতটা ভালো লেখেন। অভিনন্দন আপনাকে।

শুধু শেষটুকু কেমন যেন অসম্পূর্ণ লাগল, মনে হলো যেন আরো লাইন আছে শেষে, কিন্তু দেওয়া হয়নি! শেষ বলে মনে হলোনা।

সমালোচনাকে স্বাগতম জানাতে সবাই পারেনা, যারা পারে তারা জীবনে বড় কিছু একটা হয়ে যায়। আপনিও হবেন আশা করছি।
ভালো থাকুন।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

রাকু হাসান বলেছেন:

জি,আড্ডাবাসী রাকু হাসানের লেখা ;) ।চঞ্চল আপু এখন ভালো আছেন ।
আপনি অনেক ভালো লেখেন, আমি জানতাম না যে আপনি এতটা ভালো লেখেন।
সত্যি অবাক হচ্ছি খুব । আপনার এই মূল্যায়নে । !:#P । এভাবে অনুভূতি জানিয়ে কৃতজ্ঞ করে রাখলেন আমায় ।
শুধু শেষটুকু কেমন যেন অসম্পূর্ণ লাগল, মনে হলো যেন আরো লাইন আছে শেষে, কিন্তু দেওয়া হয়নি! শেষ বলে মনে হলোনা---আপনার এই বক্তব্যই প্রমাণ কতটুকু মনোযোগের সাথে কবিতাটি পড়েছেন । আমার খুব ভালো লাগলো । আপনি একশ ভাগ ঠিক ধরেছেন । কবিতাটি অসমাপ্ত । আরও অনেক লাইন আছে,কিছু লেখা ,কিছু মাথায় ।মূলত ব্লগের জন্যই লেখা ,কবিতা দিই না ,দিলাম আর কি । আমি চেয়েছিলাম কেউ একজন নিশ্চয় বুঝতে পারবে বা বলবে এসব কথা । অনেক দিন পর হলেও আপনি ঠিক ধরলেন । অনেক ভালো লাগা । এত ব্যস্ততার মাঝেও পড়েছেন । খুশি হয়েছি ।

শেষের বাক্যে সাহস পেলাম ,দোয়া রাখবেন আমার জন্য । আমি আমার লক্ষ্যে যেতে যেন পরিশ্রমটা করতে পারি । পরের টা স্বয়ং দেখবে । আপনি প্রথম থেকেই আমার সাথে আছেন । সেই প্রথম পোস্টের কথাগুলো এখনও মনে আছে । যাক ভীষণ মন খারাপ হয়ে আছে এভাবে হারায় । আজ আড্ডায় আসতে পারিনি । দেখি গিয়ে কি অবস্থা । ভালো থাকবেন । দোয়া ,শ্রদ্ধা ,শুভকামনা ও শুভরাত্রি ,যদি সকাল হয় শুভ সকাল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.