নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Be Simple

রাকু হাসান

সাদামাটা জীবন পছন্দ । ভালোবাসা ছড়িয়ে দাও ।ভালোবাসো এ দেশ,মানুষ,প্রকৃতি কে ।

রাকু হাসান › বিস্তারিত পোস্টঃ

গেঁয়ো সুখ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮



কুঁকড়ানো কাতরোক্তি খামচে ধরছে ,
অকৃতজ্ঞ দেহ করেছে বিদ্রোহ।
উন্মত্ত আমি, এপাশ-অপাশ ধরাশায়ী ,
ফিকে অবয়বে শয্যাশায়ী।
কাশ্মীরের বুকে এ কোন সাহারার বিচরণ !
কোয়ালা’র শরীরে এ কেমন জাগরণ ?
খই ফোটা উষ্ণে, হীম শীতল পরশে,
পৃথিবীর সুখ লুটায় পড়তো নিজ গায়ে,
কোনখানে সেই হাত ?

‍মুকুলটা টিউশনে,
নিহিম ব্লাড ব্যাংকে,
অর্থী দূর থেকে ,ছটফটিয়ে যাচ্ছে ;
সাজিম চোখের সামনে উচ্ছ্বাসে স্মার্ট ফোনে,
আর আমি থেতলানো কাতরানি নিয়ে ছোট্ট কোণে ।

অসহায়ত্বরা হামলে পড়ছে ,
সর্বশ্রান্ত আমি! পড়ছি মুষড়ে ।

জানো মা? সে দিন প্রথম
মুখ,নাক-চোখের জলে তৃষ্ণা মিটিয়ে ছিলাম
তোমার চির সচেতন চোখেরা নিশ্চয় পাহারা দিত রাতভর
কিন্তু ক্লান্তি আসতো না । কালা বিবিও চৌকাঠ ধরে দাঁড়িয়ে থাকতো ।
মিনি ঘুমকাতুরে চোখ নিয়ে আমার কোলেই ঘুমাতো তাই তো ?
হয়তো বা আধাঁর ডিঙ্গিয়ে আলো বিবি
ক্ষুদ্র থরো থরো পায়ে চলে আসতো ।

কোথায় আমার সোঁদা মাটির হাত ?
চাই না আমি কংক্রিটের আবেগ,
এনে দাও আমার গেঁয়ো সুখ ,
লাগবে না নয়ন ভুলানো ফানুস ।
মেখে দাও সর্ব অঙ্গে এঁদো মাটির প্রলেপ ।

পাদটীকা
উন্মত্ত - হিতাহিত জ্ঞানশূন্য,কোয়ালা-এক ধরনের প্রাণি (দিনের অধিকাংশ সময় আরামে ঘুমে কাটায় )
ফিকে-পানসে,অবয়বে-অঙ্গে


ভাই আরোগ্য নাছোড়বান্দা কবিতা লিখতেই হবে ,শ্রদ্ধেয় বিজয় ভাইয়ারও অনেক দিন কথা ,কবিতা লিখতাম । কিছু একটা চেষ্টা করলাম । এভাবেই পাশে রবেন আশা করি । আজকের কবিতা উৎসর্গ আমার ‘মা’ কে ।

মন্তব্য ৬০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪

রাকু হাসান বলেছেন:

অনেক ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন ।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫০

নীলপরি বলেছেন: বাহ! খুব সুন্দর হয়েছে কবিতা ।মাটির সৌরভ আসছে ।
একটা টাইপো আছে মনে হোলো । গেয়ো < গেঁয়ো ।
++++
শুভকামনা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৮

রাকু হাসান বলেছেন:

অবাক হলাম নীলপরি আপুর কাছ থেকে উচ্ছসিত প্রশংসা পেয়ে । হ্যাঁ টাইপো ছিল । ঠিক করে নিয়েছি । কৃতজ্ঞতা আপু । প্লাসে প্রীত । শুভকামনা জানবেন ।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

আরোগ্য বলেছেন: আমার পোস্ট লিখতে লিখতে আপনার কবিতায় আসতে বিলম্ব হয়ে গেল।
কংক্রিটের চার দেয়ালে বেড়ে ওঠা আমার কাছে প্রকৃতির সবুজ স্নিগ্ধ কোল কেবলই এক কল্পনার জগত। কবিতায় রাশিরাশি ভালোলাগা।

এতো সুন্দর কবিতার জন্য নাছোড়বান্দা আরোগ্যকে সকলের তরফ থেকে ধন্যবাদ জানাই
;)
চমৎকার উৎসর্গের জন্য আন্টিকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৬

রাকু হাসান বলেছেন:


আরোগ্য ভাইকে প্রথম পেয়েই ভালো লাগলো ।
কংক্রিটের চার দেয়ালে বেড়ে ওঠা আমার কাছে প্রকৃতির সবুজ স্নিগ্ধ কোল কেবলই এক কল্পনার জগত। ----চমৎকার বলেছেন । নিশ্চয় ধন্যবাদ গৃহীত হবে ;)
অভিনন্দন জানানোর জন্য কৃতজ্ঞ ভাই । আপনার পরিবারের প্রতি সালাম ।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩

সুমন কর বলেছেন: শুরু আর শেষ দারুণ। ভালো লাগা রইলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫০

রাকু হাসান বলেছেন:


সুমন ভাইয়া ,আপনার পোস্ট পাইনি অনেক দিন । কবিতা ভালোলেগেছে জেনে ভালো লাগছে । ও সাহস পেলাম কবিতা লিখতে । ভালো লাাগা রেখে দিলাম সিন্ধুকে তুলে । শুভেচ্ছা ও শুভরাত্রি ।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: আরি !!! সাব্বাস !! এ তো দেখে মনে হলো যেন জাত কবি । আদি ও অকৃত্তিম গেঁয়ো সুখ টানে যে ডাকো পিছু বারে বারে।

কবিতায় ++++

বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা তোমাকে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৬

রাকু হাসান বলেছেন:

সকাল হতেই আমার ভাইয়ের মন্তব্য দেখলাম । শুভসকাল ভাইয়া ।
আদি ও অকৃত্তিম গেঁয়ো সুখ টানে যে ডাকো পিছু বারে বারে।---তোমার মন্তব্যে যেন সেই সেই গেয়োঁ সুখ খোঁজে পেলাম । আর আমারে জাত কবি বানিয়ে দিলে ;) ।আমি বড় জোর মৌশুমি কবি। :P

আমার সালাম ও শ্রদ্ধা তোমার প্রতি । ভালো থাকবে।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: উৎসর্গে ভীষণ ভাল লাগা। তোমার গোটা পরিবারের উপর ওপরওয়ালার রহমত বর্ষিত হেক কামনা করি। ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৯

রাকু হাসান বলেছেন:

আমার মায়ের জন্য দোয়া করবে ভাইয়া । আমার মনোহরা ধন যেন আনন্দে ,আহ্লাদে থাকে সব সময় । তোমার দোয়া কবুল হোক । আমার ভাইপো কে আদর দিতে ভুলে গেলে চলবেই না :) । আদরমাখা ভালোবাসা রইলো । তোমার মরিচীকার অপেক্ষায় আছি । আবারও শুভসকাল জাানাচ্ছি । দিনটি ভালো কাটুক।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৭

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী রাকু ভাই,
আগে মনিরা আপুর কবিতা পড়তে বসলে বাংলা ডিকশনারী খুলে নিতাম। এখন তো মনে হচ্ছে আপনিও কম যান না। সাড়ে সর্বনাশ! কিভাবে লিখলেন এটা। প্রথম বার পড়ার পর তো মাথার এন্টিনার উপর দিয়ে গেছে। কিছু শব্দের অর্থ বুঝিই নি।
ভাই বানানে আপনি আমার উস্তাদ, তাই জানতে চাইছি, পাহাড়া হবে না পাহারা হবে!
মুকুলটা টিউশনে - হলে কেমন হতো?
অর্থী দূর থেকে, ছটফটিয়ে যাচ্ছে;
শেষ স্তবকটা হৃদয় ছুঁঁয়ে গেল!
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৩

রাকু হাসান বলেছেন:

নীল ভাই খুব মনোযোগ দিয়ে পড়েছেন । সেটার জন্য বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি । :) পাহারা হবে ,,বলার জন্য ঋণী হয়ে রইলাম । লাইটা এভাবেই দিয়ে দিচ্ছি ।শেষ স্তবকটা আপনার হৃদয় ছুঁয়ে গেছে জেনে আমারও মন ভরে গেল। সুন্দর মন্তব্য পেয়ে আসছি আপনার কাছ থেকে । এবারও তার ব্যতিক্রম হলো না । কৃতজ্ঞতা ও একরাশ ধন্যবাদ । শুভসকাল নীল ভাই ।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:১৮

বলেছেন: শুভ হোক নজরুলের অনুসারী রাকু হাসানের ,

বোনকে নিয়ে রাকু হাসানের লেখাটি এখনো মনে দাগ কেটে আছে আজকের কবিতাটা প্রিয়তে গেলো ---


অনেক আবেদনময়ী ও বৈচিত্র্যতা কবিতার শ্লোকে গেঁথে আছে।

অবারিত মুগ্ধতা।


+++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪০

রাকু হাসান বলেছেন:
শুভ হোক নজরুলের অনুসারী রাকু হাসানের --কত আদরমাখো করে বলেন শ্রদ্ধেয় ল ভাইয়া 8-| তখন মনে হয় আপনাদের এই আর্শীবাদের জন্য হলেও ইচ্ছা জাগে ভালো কিছু পড়ি এবং লিখি :) ।আমার লেখা বোনকে নিয়ে কবিতাটা আমারও খুব পছন্দের । কোনো কবিতা যদি এভাবেই পাঠকের মনে দাগ ফেলে যায় সেটা হয় অকৃত্রিম পাওয়া । ভালো লাগছে আপনার এই আন্তরিক প্রকাশ । অনেক আবেদনময়ী ও বৈচিত্র্যতা কবিতার শ্লোকে গেঁথে আছে।--- আপ্লুত আমি । কবিতা লিখতে ভয় পাই ,আপনারা এত ভালো ভালো কবিতা প্রতিনিয়ত দিচ্ছেন ,এসবের মাঝে আমার মতো মানুষের কবিতা !
এ গানটা একজন নজরুল প্রেমীর কাছ থেকে শোনার জন্য উপহার ।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৮

হাবিব বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন প্রিয় রাকু হাসান ভাই। আপনাকে অনেক দিন পরে ব্লগ লিখতে দেখে ভালো লাগছে। শুভকামনা আপনার জন্য

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৩

রাকু হাসান বলেছেন:

ব্লগের সম্ভবনা কবি আমার ব্লগে সকাল সকাল মাটি স্পর্শ করায় অভিনন্দন । আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ্ । ব্যস্ততার মাঝেই থাকতে হবে সবার সাথে । কবিতা পড়ছেন সেই জন্য কৃতজ্ঞতা আপনার কাছে। শুভকামনা ও শুভসকাল । দিন ভালো কাটুক ।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৫

নজসু বলেছেন:



প্রিয় রাকু হাসান ভাই।
প্রথমেই অভিনন্দন জানাই সুন্দর একটি কবিতা উপহার দেবার জন্য।

মানব জীবনের চির সত্যি একটা দিক সুন্দরভাবে তুলে ধরেছেন আপনার লেখনীতে।
সত্যি বলতে কি আমাদের প্রকৃতপক্ষে কোন ক্ষমতাই নেই। শরীরে যতক্ষণ তেজ থাকে দৌঁড়াচ্ছি, খেলছি, মজা করছি, কাজে মগ্ন থাকছি।
দেহের তেজ কমে এলে আমরা অসহায় হয়ে যাই। ইচ্ছে করলেও করার কিছু থাকেনা।
কত না যত্নে গড়ে তোলা এই দেহও অকৃতজ্ঞ হয়ে যায়। আপনার উপমা দারুণ লেগেছে।

রূপ সৌন্দর্যের শহরকে মরুভূমিতে রূপান্তর, কিংবা অলস তীরন্দাজ কোয়ালার উদাহরণও চমৎকার।


‍মুকুলটা টিউশনে,
নিহিম ব্লাড ব্যাংকে,
অর্থী দূর থেকে ,ছটফটিয়ে যাচ্ছে ;
সাজিম চোখের সামনে উচ্ছ্বাসে স্মার্ট ফোনে,।


চলমান পৃথিবীর চলন্ত ট্রেনে ছুটে চলা মানুষের গতি কমে আসা কণ্ঠে-


আর আমি থেতলানো কাতরানি নিয়ে ছোট্ট কোণে
অসহায়ত্বরা হামলে পড়ছে ,
সর্বশ্রান্ত আমি! পড়ছি মুষড়ে ।


কথাগুলো শুনে বুকটা ফেটে গেলো।


আহা! এমন সময়ে সোঁদা মাটির গন্ধে মায়ের কোলের কথা মনে তো পড়বেই।
মন কাঁদবেই।
দালান কোঠা, সোনা-রূপোর খাট সব যে অচল।
নকল ইমরত আর নকল মানুষের ভীড়ে অসহায় মানব জীবন হয়তো চিরচেনা মাটির বুকেই চিরতরে ঘুমিয়ে যেতে বেশি ভালোবাসবে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

রাকু হাসান বলেছেন:


ভাই নজসু ! এই অতি মূল্যবান মন্তব্যের উত্তর কি হবে জানি না । আপনার বিশ্লেষণে কোনো কিছুই বাদ যায় নি । যখন কবিতা লিখেছিলাম তখন এমনটাই ভেবেছিলাম আমি বারবার । ঠিক এটাই তুলে ধরতে চেষ্টা করেছি ।

মানব জীবনের চির সত্যি একটা দিক সুন্দরভাবে তুলে ধরেছেন আপনার লেখনীতে।
সত্যি বলতে কি আমাদের প্রকৃতপক্ষে কোন ক্ষমতাই নেই। শরীরে যতক্ষণ তেজ থাকে দৌঁড়াচ্ছি, খেলছি, মজা করছি, কাজে মগ্ন থাকছি।
দেহের তেজ কমে এলে আমরা অসহায় হয়ে যাই। ইচ্ছে করলেও করার কিছু থাকেনা।
কত না যত্নে গড়ে তোলা এই দেহও অকৃতজ্ঞ হয়ে যায়
---এটাই নিয়ম প্রকৃতির । যে দেহকে এত দুধ ভাত আমরা খাওয়াই সেটাই একদিন বিদ্রোহ করে । লোভের দুনিয়ার আমরা ধরেই নিই ,চিরদিনের তরে পেয়েছি জগৎ সংসার ,সম্পদ । কবিতা মূলভাবটাই যেন লিখে গেলেন মন্তব্যের ঘরে ।

কিছু রুপকের মাধ্যমে আমি কিছু িএকটা বলতে চেয়েছিলাম ,আপনি সেগুলো দেখলাম খুব্ ভালো করেই ধরলেন এবং সামনেও আনলেন ।
নকল ইমরত আর নকল মানুষের ভীড়ে অসহায় মানব জীবন হয়তো চিরচেনা মাটির বুকেই চিরতরে ঘুমিয়ে যেতে বেশি ভালোবাসবে।--যথার্থ বলেছেন । এভোবেই ঘুমিয়ে পড়ে ,আমরাও একদিন যাব । দিনশেষে মানব জাতি অসহায়ত্বের হাত ধরেই চলে যায় দিগন্ত হীন শূণ্যে ।

বলার অপেক্ষা রাখে কবিতাটি খুব মনোযোগ দিয়ে ,আবেগ নিয়ে পড়েছেন । এমন পাঠক হওয়া গর্বের । আপনার জন্য আমার প্রাণের শুভকামনাই থাকবে । যেখানে কোনো খাদ নেই । নজসু ভাই আবারও বলি সালাম জানবেন । শুভকামনা দোয়া রইলো আপনার প্রতি । ভালো থাকবেন সব সময় ।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১২

পদাতিক চৌধুরি বলেছেন: স্মেহের রাকু,

কমেন্ট পড়তে এসেছিলাম। আমার আসা সার্থক। নজসুভায়ের কমেন্টটি পড়ে মন ভরে গেল। +++++
তোমার প্রতিমন্তব্যটিও ভারী চমৎকার হয়েছে।
আন্টিকে আমার সালাম পৌঁছে দিও।

সকলের সঙ্গে আনন্দে থেকো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯

রাকু হাসান বলেছেন:


তিনবার চেষ্টা করে ব্যর্থ হলাম উত্তর দিতে । নজসু ভাই কমেন্টে খ্যাতি অর্জন করছে দিন দিন । ভালো লাগে । এমন কমেন্ট করতে গেলে কতটা মন দিয়ে পড়তে হয় তাই ভাবছি । আসাটা সার্থক করে দিয়েছে নজসু ভাই । মা কে তোমার সালাম দিয়েছি ভাইয়া।শুভকামনা ও ভালোবাসা রইলো দুই জনের প্রতিই । ভালো থাক ,সুস্থ থাক । আমার শ্রদ্ধা রইলো ।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪

জুন বলেছেন: রাকু হাসান অসম্ভব ভালোলাগায় ভরে গেল আপনার কল্পিত গেয়ো সুখের কবিতায়। কোথায় আমার সোদা মাটির হাত? দারুন প্রশ্ন করেছেন।
ভালোলাগা ৯ যা কাল রাতেই দিয়েছিলাম।
+

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৫

রাকু হাসান বলেছেন:

জুন আপুর আগমন শুভেচ্ছা স্বাগতম ;) । তোমার ভাই, আমার ভাই ,জুন আপু ছাড়া গতি নাই B-)) । নির্বাচনে দাঁড় করামু তাই রির্য়াসেল হচ্ছে :P । হুম কাল ই দেখেছিলাম কবিতায় লাইক প্রদান । পড়ে আন্তরিক মন্তব্য প্রদানে সত্যিই ভালো লাগলো । শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

মনিরা সুলতানা বলেছেন: দু' জনেই দু' জনের কবিতা বাসী অবস্থায় দেখলাম, কাটকাটি ;)

কবিতা একেবারে কবিতাই হয়েছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৫

রাকু হাসান বলেছেন:

হুম ;) কাটাকাটি আজ থেকে । কোনো কথা নাই X((
কবিতা পাঠে শুভেচ্ছা আপু । হুরো কথা না বলার কথা আছিন ! :P ঠিকাচ্ছে এখন থেকে ্ B-)

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: চিত্ররূপময় চমৎকার একটা কবিতা........
সময়ের প্রবাহে গ্রাম শহরে রূপান্তরিত হয়েছে.....
তাই খুঁজে ফিরি গ্রাম্য বাতাস, পাখির সুর.....

ওগো সুর....

কবিতায় গ্রাম্য সবুজময় মুগ্ধতা....

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৮

রাকু হাসান বলেছেন:


বাহ চমৎকার মন্তব্য ভাইয়ু কাব্যিক ভাবেই নিজের মনোভাব ব্যক্ত করলেন । আমার গ্রাম খুব ভালো লাগে । কিন্তু সেই গ্রামের দেখা কবে পাব ! :( ।আপনার মন্তব্যে আবেশিত হয়ে গেলাম । অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা । শুভরাত্রি । কথা হবে সময়ে-অবসরে ,আড্ডায় হবে । :)

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সুন্দর। শুভ কামনা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯

রাকু হাসান বলেছেন:

অনেক ধন্যবাদ ভাই । অনেক দিন পর আপনাকে পেলাম । শুভরাত্রি ।

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৩

সনেট কবি বলেছেন: সুন্দর+++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫১

রাকু হাসান বলেছেন:

ভেবেছিলাম শ্রদ্ধেয় সনেট কবি বোধহয় ভুলেই গেছেন ছোটদের । প্লাসে কৃতজ্ঞতা গুণী কবি । শুভকামনা । দোয়া রাখবেন । শুভরাত্রি ।

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

আমি এতোদিন কোথা ছিলুম (!) আমি তো ভাই কপালে লোশন মারি, তবু কেন আমার কপালে এমন সাদাকালো দিন। ;)
যাই হোক, মনে আচ্ছে আজকের রাতটা ভালই যাবে। ঘুমানোর আগে এমন একটা কবিতা পড়তে পাড়লুম।


আমি দু'বার পড়লাম। এটা আমি দু'ক্ষেত্রে করি। যখন আমায় কবিতা বেশি মুগ্ধ করে আমি সেখানে কিছু খোঁজি, আর দ্বিতীয় যখন কবিতায় কাঠিন্যতা ফুটে উঠে তখন। এই কবিতায় প্রথমক্টাই ঘটেছে। সেরম ভাল লাগিছে কবি।



মা একটি পবিত্র রক্ষণশীল আত্মা। সঠিক যায়গায় উৎসর্গ করা হয়েছে।


অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০২

রাকু হাসান বলেছেন:

হাহাহাহা ভাইয়া তুমি কপালে লোশন মারো ইহা কিহা কহিলা B-)) খুব হাসি পেল কথাটি শুনে । বাব্বাহ আমার কবিতার দেখছি পাওয়ারফুল :)

আমি দু'বার পড়লাম। এটা আমি দু'ক্ষেত্রে করি। যখন আমায় কবিতা বেশি মুগ্ধ করে আমি সেখানে কিছু খোঁজি, আর দ্বিতীয় যখন কবিতায় কাঠিন্যতা ফুটে উঠে তখন। এই কবিতায় প্রথমক্টাই ঘটেছে। সেরম ভাল লাগিছে কবি। -- আরামমমমমমমমমমমমমমমমমমমম !:#P
কয়েকটা শব্দ কঠিন ছিল,তারপর নীল আকাশ ভাইয়ার মন্তব্যের পরও পাল্টে দিয়েছিলাম । কেননা তাঁদের মতো ব্লগারদেরই যদি কঠিন মনে হয় তাহলে বাকিদের কেমন হবে ! এই মন্তব্যটা আমাকে প্রশান্তি দিল । প্রশান্তি নিয়েই ঘুমাতো গেলাম ভাইয়া ।
এই কবিতাটি লিখতে গিয়ে শুধু একজনের কথাই আসছে টলমল চোখে ,সেটা মা । আমার মায়ের জন্য দোয়া আবেদন । আমার মা আমার অহংকার ।

আবেশিত মন্তব্যে আনন্দিত আমি । আজ এখানেই রাখছি তাহলে ,কথা হবে কিন্তু ;)

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮

অর্থনীতিবিদ বলেছেন: কবিতা পড়তে পড়তে মনটা কেমন উদাস হয়ে গেলো। ভালো লেগেছে অবশ্যই। কবিতায় +

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৬

রাকু হাসান বলেছেন:

আপনার ভালো লেগেছে জেেনে খুশি হলাম । ঐ মুহূর্তগুলো ভীষণরকম ছিল । প্লাসে কৃতজ্ঞতা । আপনি ব্লগে আছেন কয়েক দিন যাপত দেখে আমি ব্যক্তিগতভাবে ভালো লাগা কাজ করছে । আপনার প্রতি আমার অন্যরকম একটা টান তৈরী হয়েছে সেই যখন থেকে প্রথম পাতায় আসার আগে পাশে থাকতেন।এভাবেই বারবার শ্রদ্ধাপ্লুত হতে চাই । ভালো থাকবেন সব সময় । শুভরাত্রি ।

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লেগেছে। গেঁয়ো সুখের জন্য আমার মনও আনচান করে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৯

রাকু হাসান বলেছেন:

অনেক শুভেচ্ছা কবিতা ভালো লাগায় । হুম এই সুখ অমৃতের মতো । যতদূর সম্ভব গেঁয়ো সুখের সাথে থাকুন সাধু ভাইয়া । বসন্তের শুভেচ্ছা নিবেন । শুভরাত্রি ।

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: কবিতায় ভাল লাগা বিদ্যমান! ভালবাসা অফুরন্ত! +++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১০

রাকু হাসান বলেছেন:
অনেক দিন পর আপনার দেখা হাসিব ভাই । আশা করছি ভালো আছেন । ভালো লাগা জানিয়ে যাওয়ার জন্য শুভকামনা ও কৃতজ্ঞতা জানবেন ।

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০৫

আরোগ্য বলেছেন: কখন যাবেন রাকু ভাই?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১২

রাকু হাসান বলেছেন:

ভাই আরোগ্য ঢাকার বাইরে আছি । আরও কিছু দিন থাকতেও হবে । কেমন আছেন আপনি ? তা না হলে অবশ্যই ভালো সময় কাটানোর ভাগিদার হতাম ।

২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে "গেঁয়ো সুখ" এর কালপনিক আবেশে জড়িয়ে রইলাম কিছুক্ষণ!
কবিতাটি মা কে উৎসর্গ করায় খুশী হয়েছি।

০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৫৮

রাকু হাসান বলেছেন:

প্রথমেই দুঃখ প্রকাশ করছি লগ ইন জটিলতার কারণে যথা সময়ে প্রতি উত্তর না করতে পারায় । আনাড়ি মানুষের কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমিও খুশি হয়েছি শ্রদ্ধেয় স্যার । আমার মায়ের জন্য দোয়া প্রার্থী অনেক বেশি ভালো থাকুুন।

২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২১

আরোগ্য বলেছেন: কি অবস্থা রাকু ভাই। ব্লগে কি আসতে সমস্যা হচ্ছে?

০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০৩

রাকু হাসান বলেছেন:


ভাই আরোগ্য কেমন আছেন আগে বলুন । লগইন জটিলতা পেয়ে বসছে । অনেক চেষ্টায় আসলাম । ব্যস্ততাও যাচ্ছে । মনে করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক পছন্দের আরোগ্য ভাই ।

২৪| ০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: আমিও এসেছিলাম গত কয়েকদিনের সামুর গন্ডগোলের কারণে কোন পোস্ট মিস করেছি কিনা দেখতে। না! ঠিকই আছে। তুমি নতুন কোন পোস্ট দাও নি।

শুভকামনা ও ভালোবাসা জানবে।

০৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:৩১

রাকু হাসান বলেছেন:

হাজারো ভালোবাসা ভাইয়া । পোস্ট লিখতে পারছি না ,গত মাসেও একটা পোস্ট করলাম মাত্র । সালাম জানবে আমার । শুভকামনা ভালোবাসা রইলো এবং শুভরাত্রি ।

২৫| ০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

আরোগ্য বলেছেন: আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার লগইন করতে কোন সমস্যা হয় নি তাই বলতে পারেন বেশ ভাল আছি। ব্লগে না আসতে পারায় আপনি এই পোস্টটা মিস করেছেন, আশা করি কাজে দিবে। view this link

০৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:৩৭

রাকু হাসান বলেছেন:

ভাই আমার আরোগ্য পড়েছি । অবশ্যই কাজের পোস্ট এটি । এখন সমস্যা হচ্ছে না । সহজেই আসতে পারছি । অনেক কৃতজ্ঞতা জানবেন । ভালো থাকবেন । আমার সকৃতজ্ঞ সালাম আপনার প্রতি ।

২৬| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৩০

চাঙ্কু বলেছেন: কোবতে সেইরাম হইছে!! গেঁয়ো সুখ - নামটাই সেইরাম!!

১৬ ই মার্চ, ২০১৯ রাত ১:০৫

রাকু হাসান বলেছেন:

জেডা কে মিস করি । তারপর কেমন আছেন জেডা । কবিতা পড়ার জন্য আলো বর্তা আপনাকে ।ঘাটি সরিষার তেলের

২৭| ০৩ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

আরোগ্য বলেছেন: প্রিয় রাকু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৯

রাকু হাসান বলেছেন:

ধন্যবাদ আরোগ্য ভাই । কেমন আছেন ? অনেক দিন পর

২৮| ০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: স্নেহের রাকু,

তোমাকে প্রচন্ড মিস করছি। অনেকদিন ব্লগে দেখছি না। যদি কাজে ব্যস্ত থাকো তাহলে আলাদা ব্যাপার।কিন্তু যদি সামুর ক্রান্তি জনিত কারণে আসতে না পারো তাহলে অপেরা ব্রাউজার ইন্সটল করে একবার দেখে নিতে পারো। ব্যক্তিগতভাবে আমি নিজেও অপেরা দিয়ে ঢুকছি । মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে ঠিকই তো অন্য কোনো বিকল্প নেই। টর ব্রাউজার ইউজ করে ঢুকেছি কিন্তু প্রচণ্ড স্লো এবং ওটা আরো হতাশাজনক।

অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানবে ।

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫২

রাকু হাসান বলেছেন:

ভাইয়া । আশা করছি ভালো আছ । প্রায় সাত দিন যাবত জ্বরে ভুগছি । ব্লগে না আসার কারণ অনেক । ল্যাপটপটার ব্যাটারির সমস্যা ছিল । আজ নতুন ব্যাটারি নিয়ে আসলাম। ব্যস্ততাও একটা কারণ ছিল । আমি মনে মনে ঠিক তোমাদের মিস করছি । না আসতে পারায় মনও খারাপ লাগছে । ভিপিএন ব্যবহার করে আসলাম । তোমাদের এলাকা থেকে :)

অনেক অনেক শ্রদ্ধা ভাই য়া ।

২৯| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৫

এ.এস বাশার বলেছেন: রাকু ভাই আপনাকে অনেকদিন দেখিনা.....কেমন আছেন আপনি,,,,,,জানান দিন....

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৩

রাকু হাসান বলেছেন:

বাশার ভাই । আলহামদুলিল্লাহ্ ,আপনি কেমন আছেন । সব কিছু কেমন চলছে ?

৩০| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৩২

আরোগ্য বলেছেন: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি এই গরমে কেমন আছেন? আশা করি জ্বর এখন নেই। ব্লগে আসেন না কেন?

০২ রা মে, ২০১৯ দুপুর ১:২৬

রাকু হাসান বলেছেন:

আরোগ্য ভাই । আলহামদুলিল্লাহ্ আপনি কেমন আছেন । ভালো আছি । এখন ভালো আছি । ৫ বছরে এই প্রথম কোনাে জ্বর বা ঠান্ডা হলো তবু সারাদিন বিছানায় শুয়ে থাকতে হয়নি অবশ্য । আরোগ্য ভাই এই শুকরিয়া আল্লাহ্ কাছে কি দিয়ে করবো আমি । আলহামদুলিল্লাহ্ । কথা হবে আরোগ্য ভাই । ভালো থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.