নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Be Simple

রাকু হাসান

সাদামাটা জীবন পছন্দ । ভালোবাসা ছড়িয়ে দাও ।ভালোবাসো এ দেশ,মানুষ,প্রকৃতি কে ।

রাকু হাসান › বিস্তারিত পোস্টঃ

বাংলা লেখার নিয়ম কানুন

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:২৩

বাংলা বানান সমস্যায় আমাকে উৎসাহ দিয়েছিল এই-(শুদ্ধ বাংলা বানানের নিয়ম ;বাংলা বানান শেখার ২০টি বইয়ের লিস্ট এবং ৪৯ টি গুরুত্বপূর্ণ লিংক !! (একের ভিতর সব) পোস্টটি করতে । সেখানে আপনাদের প্রেরণা,উৎসাহ ও পাঠক প্রিয়তা ভুলার নয় । তাই আবারও বাংলা বানান নিয়ে পোস্ট দিলাম।

প্রত্যেক ভাষারই শব্দ ও বাক্য লিখনের বিশেষ নিয়মরীতি বিদ্যামান। বাংলা ভাষার বিভিন্ন এককগুলো নিয়ে যখন বাক্য লিখিত হবে ,তখন তার অবস্থান কেমন হবে তার একটি নির্দিষ্ট রীতি অস্পষ্টভাবে প্রচলিত আছে । আমরা সেই রীতি গুলোকে সূত্রাকারে উল্লেখ করলাম । কখনো প্রচলিত রীতি থেকে সরে এসে একটু নতুনভাবে লেখার প্রস্তাব রেখেছি। এই প্রস্তাবটির উদ্দেশ্য ব্যতিক্রমহীন সূত্রের দিকে অগ্রসর হওয়া ।

১। সমাজবদ্ধপদগুলো একটি শব্দরুপে বসবে,মাঝে হাইফেন বা ফাঁক হবে না ।

যেমন:সাদাকালো, বাবামা , রাজপুত্র ,বীণাপাণি, হাতাহাতি ,তেলেভাজা ,গাছেপাঁকা ,নদনদী,বনবাদর , পঞ্চপত্র , শ্বেতশুভ্র ,আকাশবাতাস ,রক্তকমল ,হাতকাটা ,বরযাত্রী, নিয়মকানুন, বিবাহবাসর, রাতজাগা, বনলতা, চণ্ডীমণ্ডল, কাগজপত্র, লোকসংস্কৃতি, লোকসাহিত্য, লোকভাষা ।

২। সমস্ত প্রত্যয় মূলশব্দের সঙ্গে যুক্ত হয়ে বসবে।
যেমন :দাদাগিরি, পাগলপারা, দোহারা, বাবুয়ানি, বাবুয়ানা, মুদিখানা, ডাক্তারখানা, কলমদানি, ধোঁকাবাজ, ফাঁকিবাজ,
ঘুষখোর, গাঁজাখোর, চলনসই, মানানসই, বাড়িওয়ালা, ফেরিওয়ালা ।

৩। বহুবচনবাচক বিভক্তি বা শব্দগুচ্ছ পূর্ববতী শব্দের সাথে যুক্ত হবে।( যে শব্দটি বহুবচন নির্দেশ করছে তা সঙ্গে যুক্ত হবে)
যেমন: গাছগুলো, জনগণ, প্রাণীকুল, গ্রন্থসমূহ, প্রজাবৃন্দ, গ্রন্থরাজী, পর্বতমালা, রচনাবলী, নক্ষত্রমণ্ডলী, ছাত্রদল ইত্যাদি।

৪। একবচন নির্দেশক টা, টি, টুকু, খানা, খানি, খান, টুকি, গুটি, জন, গাছ,গাছি, গোটা ইত্যাদি মূল শব্দের শেষে যুক্ত অবস্থায় থাকবে।
যেমন: কলমটা, লোকটি , মানুষজন, দড়িগাছা, ঘরখানি, মালাগাছি ইত্যাদি ।

৫।বহুবচন নির্দেশক শব্দ ,কোনো শব্দের সামনে বসলে দুটি শব্দের মাঝে ফাঁকা থাকবে ।
যেমন : সকল ছাত্র, বহু বই ,বহু লোক, সারা বাংলাদেশ ।
বিঃদ্র. সারা শব্দটি কালবাচক অর্থে ব্যবহার হলে যুক্ত হয়ে বসবে ।
যেমন : সারাজীবন , সারাবছর, সারাদিন ।

৬। সামনের 'সর্ব' 'লোক' যুক্ত হয়ে বসে ।
যেমন: সর্বজন, সর্বভুক, সর্বক্ষণ, লোকসাহিত্য, লোকচক্ষু ইত্যাদি।
৭। 'জাত'' ''বাচক'', ''গ্রস্ত'', ''সূচক'', শব্দের শেষে যুক্ত হয়ে বসে ।
যেমন:মানুষজাত, কণ্ঠজাত, প্রত্যয়জাত, প্রাণীবাচক, গুণবাচক, ব্যাধিগ্রস্ত, রোগগ্রস্ত, ক্ষয়গ্রস্ত, বাতিকগ্রস্ত, সম্মানসূচক, বিস্ময়সূক ।
তেমনি 'রুপে' শব্দটি শব্দের শেষে যুক্ত হয়ে বসবে। উদাহারণ:আইনসম্মত, বিধিসম্মত, যুক্তিনির্ভর, ধর্মনির্ভর, বিশ্লেষণধর্মী, মননধর্মী, সৌভাগ্যবসত, শ্রদ্ধাবসত, বিজ্ঞানমনস্ক, অন্যমনস্ক
,বলপূর্বক, অনুগ্রহপূর্বক ।

৮। কাল নির্দেশক শব্দগুলো একত্রে বসবে নাকি আলাদাভাবে বসবে ?
এটা নিয়ে ভিন্ন জনের বিভিন্ন মত আছে ।দুটিই প্রচলিত ।
উদাহারণ: ছেলেবেলা, বিকালবেলা, আধুনিককাল। ব্যতিক্রম কিছু নিয়ম আছে খানিকক্ষণ হয়, তবে খানিককাল হয় না৷
দিন শব্দের পূর্ববর্তী বিশেষণ (এ, সে বিশেষণ দুটি ছাড়া) একসঙ্গে বসবে না৷ যেমন: এত দিন, কত দিন, তত দিন, যত দিন, অনেক দিন, কিছু দিন, বহু দিন৷ কিন্তু এদিন, সেদিন৷
এ ছাড়া অন্যান্য শব্দের ক্ষেত্রে এত, কত, তত, যত, অনেক, কিছু, বহু পৃথকভাবে বসবে৷ যেমন: এত বই, কত নৌকা, তত কষ্ট, যত আনন্দ, অনেক বছর, অনেক সময়, কিছু পদক্ষেপ, বহু প্রচেষ্টা ইত্যাদি৷ এ অংশের তথ্যসূত্র

৯। সব,সকল,প্রকার,ধরন আগের শব্দের সঙ্গে শেষে যুক্ত থাকবে ।
উদাহারণ : এসব, সেসব ,যেসব, ভাইসকল , নানাপ্রকার , নানাধরন। একটি কথা বলে রাখা ভালো আমরা ‘ধরণ’ ও ধারণা বাানানটি প্রায়শই ভুল করি । সহজ বিষয় হলো হলো যদি বানানে ‘অ’ উচ্চারণ হয় তাহলে ‘ন’ ব্যবহার হবে । আর যদি ‘আ’ উচ্চারণ হয় তাহলে ‘ণ’ ব্যবহার হবে । যেমন ’কারন’ এটি ভুল বানান । সঠিক হলো কারণ,খেয়াল করুন এখানে ‘আ’ উচ্চারণ হয়েছে । আবার ‘করুণ’ হবে না হবে ’করুন’ । করুন বানানে কি উচ্চারণ হয়েছে ? আপনিই বলুন । আজ থেকে এই বানানে সমস্যা থাকার কথা না। শুভকামনা করছি ।

১০। প্রচলিত নামপদের মাঝে কোনো অংশ আলাাদা হবে না ।
উদাহারণ : রবীন্দ্রনাথ, অমরনাথ, দীনবন্ধু, সুনীতিকুমার, ঠাকুরদাস, বিমলকুমার।

১১। ক্রিয়াপদের শেষে ‘না’, ‘নাই’, আলাদা বসবে । শব্দের আগে উপসর্গ যুক্ত হলে ‘নি’ একসাথে বসবে ,।
এটা আমি জানতাম না । আজ জানলাম তাই শেয়ার করছি।
যেমন : করিনি, হয় না ।
বি,দ্র: "না" শব্দের পূর্বে উপসর্গ হিসেবে যুক্ত হলে বা ব্যবহৃত হলে সে নিয়ম মানবে না।
যেমন : নাবালক, নাছোড়বান্দা, নারাজ, নাজানি।


১২। অনুসর্গগুলো আলাদা আলাাদ বসেব।
থেকে, হইতে, ছাড়া, চেয়ে, সাথে, সঙ্গে ইত্যাদি ।

১৩। ধ্বন্যাত্বক ও অনুকার অব্যয় একসঙ্গে বসে।
যেমন: খাঁখাঁ,তরতর,ঘেউঘেউ,কলকল ।

১৪। দ্বিরুক্ত অনুচর শব্দের শেষে হাইফেন বসবে না ।
যেমন: বইখাতা, কাপড়চোপড়, চিঠিপত্র, ভালোমন্দ, ফলমূল ইত্যাদি ।

১৫। একই বাক্যে বহুবচন নির্দেশক থাকবে না ।
যেমন : ‘সকল ছাত্ররা’ হতে পারে না ,’সকল ছাত্র’ হবে ।

১৬। প্রমুখ,ইত্যাদি,প্রভৃতি শব্দের শেষে বহুবচন হবে না । কেননা এই শব্দগুলো বহুবচন নির্দেশ করে ।
সাধারণা ভুল : প্রমুখগণ, প্রমুখেরা । প্রমুখ,প্রভৃতি হবে শুধু।

১৭। শব্দের শেষে ‘এ; ‘রা’, ‘এতে’, ‘কে’, ’এরা’, ‘য়’, ‘দের’, ‘গুলা’, ‘গুলি’, ’গুলো’, বিভক্তি মূলশব্দের শেষে যুক্ত হয়ে বসবে। বি.দ্র- এইসকল শব্দের শেষে হাইফেন(-) হবে না ।
উদাহারণ: লেখকগণের হবে ,লেখকগণ এর হবে না ।
ব্যতিক্রম: অ-কারান্ত ব্যঞ্জনধ্বনি থাকলে ‘এর/এরা’ এবং অন্য স্বরধ্বনি থাকলে ‘র/রা’ হবে।
যেমন ছাত্রীরা,হাতের ।
ই-স্বরধ্বনির পর ‘এ’/’এর’ যুক্ত হলে সেথানে ‘য়ের/’যে’ বসবে ।
যেমন: বইয়ের ,দইয়ের সানায়ে হবে। বই এর হয় না ।

১৮। ওয়ালা/আলো/ওয়ালি/ওয়া/য়ান প্রত্যয়যুক্তই হবে ।
যেমন: বাড়িওয়ালা, পালোয়ান, দারোয়ান ।

১৯। শব্দের শেষে বা মাঝে কখনই ‘অ’ ‘আ’ ‘এ; বসে না ।
২০। প্রবন্ধের নামে ‘‘ ’’ এবং গ্রন্থের নামে ‘ ’ ব্যবহার হয় ।

২১। কোথায়/কখন ‘শতক’ ‘দশক’ হবে তা নিয়ে ঝামেলায় থাকি । এই ভুলটা অনেক করি।
একটু দেখুন ( এই অংশের তথ্যসূত্র ও ‍কৃতজ্ঞতা
লিংকের প্রতি।
প্রথম দশক বা দশের দশক ১ থেকে ১০।
দ্বিতীয় বা বিশের দশক ১১ থেকে ২০।
তৃতীয় বা ত্রিশের দশক ২১ থেকে ৩০।
চতুর্থ বা চাল্লিশের দশক ৩১ থেকে ৪০।
পঞ্চম বা পঞ্চাশের দশক ৪১ থেকে ৫০।
ষষ্ট বা ষাটের দশক ৫১ থেক ৬০।
সপ্তম বা সত্তরের দশক ৬১ থেকে ৭০।
অষ্টম বা আশির দশক ৭১ থেকে ৮০।
নবম বা নব্বইয়ের দশক ৮১ থেকে ৯০।
যেমন: ২০২১ সালকে আমরা বলি বিংশ শতাব্দির বিশ দশক । যা ভুল । সঠিক হলো ‘ একবিংশ শতাব্দির ত্রিশের দশক। এই ভুলটা কমে যাবে, সেই প্রত্যাশা

২২। প্রথম পুরুষের সম্মানীয় সর্বনামের প্রয়োগ নিয়ে ।
আমরা সম্মান প্রদর্শন হিসাবে তার,তারা,তাদের শব্দে চন্দ্রবিন্দু(ঁ) ব্যবহার করি । সেটা ঠিক আছে। তবে কিছু শব্দও ভেসে আছে বাংলা ভাষায় । যেমন : তিনা,তিনাদের,তিনারা । এসব শব্দ ব্যাকরণ সম্মত নয় । কথ্য ভাষায় চলে বড়জোর । লেখ্য ভাষায় বর্জনীয় ।

তথ্যসূত্র ও কৃতজ্ঞতা : নারায়ণ হালদার রচিত বাংলা বানানের নিয়ম কানুন বইয়ের আলোকে।

বাংলায় বাঁচুন , বাংলাকে অবহেলা থেকে বিরত থাকুন। রাষ্ট্রীয়ভাবে বাংলার চর্চা বৃদ্ধি পাক সেই কামনা করছি।
কোনো পোস্ট উৎসর্গ করাটা ব্লগীয় মিথস্ক্রিয়তার বড় অংশ । অমিও সেটা উপভোগ করি ।আজকের পোস্ট উৎসর্গ করছি ঠাকুরমাহমুদ ভাইকে।আপনার সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় ভালো লেগেছে। দারুণ ব্লগিং করছেন। তা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক সেই কামনা করছি।


নোট: একটি বিষয় ভাবছি । ব্লগে যতদিন আছি ,যদি সৃষ্টিশীল কোনো কিছু নিয়ে লিখতে থাকতাম ,কিছু শিখতে পারতাম । কিন্তু সেই সৃজনশীলতা ও সাহস নেই। :(

মন্তব্য ৫৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: এখন বাংলার স্যার চলে এলেন। আমরা মন দিয়ে পড়ালেখা করবো।
নারায়ণ হালদারের সৌজন্যে রাকু স্যারের ক্লাস বেশ উপভোগ করলাম। শিক্ষামূলক পোস্টের জন্য ধন্যবাদ স্যার আপনাকে।

শুভকামনা জানবেন।

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৫৮

রাকু হাসান বলেছেন:


এখন বাংলার স্যার চলে এলেন। আমরা মন দিয়ে পড়ালেখা করবো। ---হাহাহাাহাহা স্যার ঢাকায় বিব্রত ও হাসলাম । বাংলা ভালো লাগে । প্রথম মন্তব্যে চায়ের আয়োজন করলাম । :)

একদম ফ্রেস গ্রিন টি দিলাম ;)

২| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাই, বানানগুলোতে কমা'র পরে স্পেচ দিলে মোবাইলে পড়তে সুবিধে হবে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০৩

রাকু হাসান বলেছেন:


রাহমান ভাই আপনার কথা মন্তব্যের পর এডিট করে দিয়েছি। এখনও এই সমস্যা হচ্ছে ? দয়া করে জানাবেন । শুভ্ছো রইলো ।

৩| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: শিক্ষণীয় পোস্টের জন্য আন্তরিক ধন্যবাদ রাকু ভাই।
অনেক কিছুই জানালাম।

১১ নং পয়েন্টের
বি.দ্র: "যদি ’না, এর আগে উপসর্গ যুক্ত হয় তাহলে সে নিয়ম মানবে না "। বাক্যটা ( "না" শব্দের পূর্বে উপসর্গ হিসেবে যুক্ত হলে বা ব্যবহৃত হলে সে নিয়ম মানবে না।) এভাবে লিখলে কেমন হয়?!

যেমন : নাবালক,নাছোড়বান্দা.... নামানুষ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০৫

রাকু হাসান বলেছেন:

আবারও আসায় ধন্যবাদ । গঠনমূলক মন্তব্য রেখেছেন । সত্যিই ভালো বলেছেন । আমি আপনার কথাই কপি করে দিয়েছি। আপনি সহজ ভাবে বললেন । কৃতজ্ঞতা আপনার প্রতি । পাঠকের কল্যাণ হোক এই পোস্ট। আবারও শুভকামনা ও ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। :)

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১২

জুনায়েদ বি রাহমান বলেছেন: রাহমান ভাই আপনার কথা মন্তব্যের পর এডিট করে দিয়েছি। এখনও এই সমস্যা হচ্ছে ? দয়া করে জানাবেন । শুভ্ছো রইলো ।
-

এখন ঠিকাছে ভাই। পড়া যাচ্ছে।

অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৬

রাকু হাসান বলেছেন:


ওকে ভাই। এই সমস্যাটা অন্য পোস্টেও হয়েছে তাহলে ,কেউ বলেননি তাই ধরতে পারেনি । এখন থেকে খেয়াল রাখবো। আপনিও ভালো থাকবেন । শুভরাত্রি ।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৮

আখেনাটেন বলেছেন: খুবই চমৎকার একটি কাজ করেছেন।

*কিছু টাইপো আছে। যেমন, চণ্ডীমণ্ডল, ঘুষখোর ইত্যাদি।

*ক্রিয়াপদের শেষে ‘না’, ‘নাই’, আলাদা বসবে সব সময় কিন্তু ‘নি’ একসাথে বসবে ,। -- এটা ঠিক বুঝলাম না।

প্রমিত বাংলা বানানে নিয়ম অনুসারে:

৩।০৪ নাই, নেই, না, নি - এ নঞর্থক অব্যয় পদগুলি শব্দের শেষে যুক্ত না হয়ে পৃথক থাকবে। যেমন: বলে নাই, যাই নি, পাব না, তার মা নেই, আমার ভয় নেই, পড়ি নি, করি নি।
তবে শব্দের পূর্বে নঞর্থক উপসর্গরূপে না উত্তরপদের সঙ্গে যুক্ত থাকবে। যেমন: নারাজ, নাবালক।
অর্থ পরিস্ফুট করার জন্য কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন অনুভূত হলে না-এর পর হাইফেন ব্যবহার করা যায়। যেমন: না-বলা বাণী, না-শোনা কথা ইত্যাদি।

প্রিয়তে নিয়ে রাখলাম।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৭

রাকু হাসান বলেছেন:

টাইপোগুলো ঠিক করতেছিলাম কিন্তু পারলাম না । অবশ্যই ঠিক করে দিব। ক্ষমা প্রার্থী, এখন পারছি না ।
*ক্রিয়াপদের শেষে ‘না’, ‘নাই’, আলাদা বসবে সব সময় কিন্তু ‘নি’ একসাথে বসবে ,। -- এটা ঠিক বুঝলাম না।
এ প্রশ্নের উত্তর আপনি নিজেই দিয়ে গেছেন। আমি কিছুটা এডিট করে নিয়েছি। জানা হলো ।ধন্যবাদ। শুভেচ্ছা ,আজকের লেখাটি আপনার খুব ভালো লেগেছিল আমার।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪০

নীল আকাশ বলেছেন: রাকু ভাই,
আমার বাংলা জ্ঞানের প্রায় সবটুকুই আপনার অবদানে হয়েছে। আগের পোস্ট ছিল একদম ফাটাফাটি। এটা মনে হচ্ছে ভালো হয়েছে। এত রাতে ভাল করে পড়লাম না।
লাইকড সহ প্রিয়তে থাক। কালকে সময় বের করে পড়ে আবার এখানে ফিরে আসবো।
শুভ রাত্রী।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০০

রাকু হাসান বলেছেন:


নীল ভাই স্বাগতম। গভীরভাবে কৃতজ্ঞতা স্বীকার করেছেন 8-| ,আসলেই জ্ঞানীরা বিনয়ী ও কৃতজ্ঞ হয় । আপনার উপকার হয়েছে জেনে ভালো লাগছে। ঘুমান ভাই,আমি ও চলে যাব । লাইক ও প্রিয়তে নিয়ে সম্মান জানিয়ে রাখলেন । কৃতজ্ঞতা আপনার প্রতি। আসুন ,অপেক্ষায় ।
শুভরাত্রি । :)

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪২

আরোগ্য বলেছেন: বাংলা পড়ালেখা পরে হবে আপাতত প্রিয়তে জমা রাখলাম। বর্তমানে আরবি ভাষা শিখার ক্লাস চলছে।

একটা দাওয়াত থেকে আসলাম। ভাবলাম ব্লগে একটু চোখ বুলাই। প্রিয় রাকু ভাইয়ের পোস্ট দেখে লগইন করলাম।

আমার রাকিব নামের একটা কাজিন আছে, দাদী ওকে রাকু ডাকতো।

শুভ কামনা ও শুভ রাত্রি। সদা আরোগ্য থাকুন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৪

রাকু হাসান বলেছেন:


ঠিক আছে,প্রিয়তে থাকুক ,পড়া যাকে । :) পাবলিকে করছেন আরবি শিক্ষা কোর্স ?
একটা দাওয়াত থেকে আসলাম। ভাবলাম ব্লগে একটু চোখ বুলাই। প্রিয় রাকু ভাইয়ের পোস্ট দেখে লগইন করলাম। ভালো লাগলো যে কেউ আমার পোস্ট দেখে লগ ইন করলো । বাহ ।
আমার রাকিব নামের একটা কাজিন আছে, দাদী ওকে রাকু ডাকতো। --তাহলে তো ভালোই আমি নাতি ,আপনি তো ভাই আছেনই। :) আপনার পরিবারে ঢুকে পড়লাম তাহলে । :)
শুভরাত্রি । আপনার আরবি শেখা সফল হোক। দোয়া করি । শুভকামনা থাকছে।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৮

আরোগ্য বলেছেন: ইন্টারন্যাশনাল মডার্ণ ল্যাঙ্গুয়েজ আন্ডার ঢাবি, এক বছরের কোর্স। এটা আমার অনেক বছরের ইচ্ছা। নোমান আলী খানের বাইয়্যেনাহ টিভি থেকে কিছুটা শিখেছিলাম কিন্তু পেপ্যাল এর অভাবে শেষ করতে পারিনি। শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ জানবেন রাকু ভাই।

অবশ্যই, আপনি পরিবারের সদস্য। এটা তো অনেকবারই বলেছি ব্লগে আপনি আর ভাইটি আমার সবচেয়ে প্রিয় কারণ দুঃসময়ে আপনারাই সবচেয়ে বেশি পাশে ছিলেন তাই আপনাদের পোস্ট দেখা মাত্রই লগইন করি। :)

পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো থাকুন। আবারও শুভ রাত্রি।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৬

রাকু হাসান বলেছেন:

আবারও আসায় ধন্যবাদ ভাই। আপনার ইচ্ছা পূরণ হোক।
অবশ্যই, আপনি পরিবারের সদস্য। এটা তো অনেকবারই বলেছি ব্লগে আপনি আর ভাইটি আমার সবচেয়ে প্রিয় কারণ দুঃসময়ে আপনারাই সবচেয়ে বেশি পাশে ছিলেন তাই আপনাদের পোস্ট দেখা মাত্রই লগইন করি। :) --খুব সুন্দর করে বললেন আরোগ্য ।
আপনার কাছে একটা অনুরোধ রাখছি । একটু খোঁজ নিয়ে দেখবেন । তা হলো ইংরেজী,আরবির পর কোন ভাষায় জনপ্রিয়তা বেশি শেখার ক্ষেত্রে ।
আপনার মঙ্গল হোক ,আপনার পরিবারেরও । শুভকামনা করছি।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল পোস্টটি। শিক্ষনীয় পোস্ট সবার উপকার হবে। ভাল থাকবেন প্রিয় রাকু হাসান ভাই।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮

রাকু হাসান বলেছেন:



ধন্যবাদ সুজন ভাইয়া। খাদ্যমন্ত্রী ভাইয়া আপনিও খুব ভালো থাকুন। শুভকামনার জন্য কৃতজ্ঞতা ।

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:১৮

ডঃ এম এ আলী বলেছেন:
খুবই মুল্যবান উপকারী পোষ্ট সরাসরি প্রিয়তে ।

শুভেচ্ছা রইল ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮

রাকু হাসান বলেছেন:



স্যার শুভেচ্ছা গ্রহণ করলাম। প্রিয়তে নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন আপনি।

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:২৫

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! বেশ প্রিয়তে রাখলাম

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯

রাকু হাসান বলেছেন:


অনেক দিন পর দেখা পেলাম আপনার । দেখলাম একটি পোস্ট করেছেন তা পড়বো সময় করে। ব্যস্ততা যাচ্ছে মনে হয় আজকাল । কম আসছেন । শুভেচ্ছা নিবেন আমার ।

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৪৮

আনমোনা বলেছেন: প্রিয়তে নিলাম।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০০

রাকু হাসান বলেছেন:


অনেক ধন্যবাদ মনাপু । আশা করছি ভালো আছেন । শুভেচ্ছা গ্রহণ করেন।

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২৯

ইসিয়াক বলেছেন: কোন কথা হবেনা বস । সোজা প্রিয়তে ।আমার না খুব বানানে সমস্যা । খুব কাজে লাগবে।
এবার মনে হয় ব্লগার ভাইয়াদের বকুনির হাত থেকে বাঁচতে পারবো ।
ধন্যবাদ।
শুভসকাল
+++্

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০১

রাকু হাসান বলেছেন:


প্লাসে ও প্রিয়তে নেওয়ার জন্য ভালো লাগছে। আপনার এতটুকু উপকার সেটাই আমার প্রাপ্তি । বানান সমস্যা আমারও খুব । শুভেচ্ছা মন্তব্যে । ভালোই থাকুন সব সময় ।

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।
মাঝে মাঝে লেখার সময় অতি তুচ্ছ বানানও ভুল করি। আলসেমির কারনে অভিধানও দেখা হয় না।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৩

রাকু হাসান বলেছেন:

হ্যাঁ ভাই। আমিও এমন করছি । এই পোস্টেও টাইপো আছে । এখন ঠিক করা শুরু করবো । ধন্যবাদ নিতে ভুলবেন না ।

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সরাসরি প্রিয় তে
এত ভালো পোস্ট মাশাআল্লাহ

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৫

রাকু হাসান বলেছেন:

ধন্যবাদ আপু । সুন্দর ছবি তুলেন আপনি । :)

১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: পদাতিক দা আমার কথাটাই যেন আগে বলে দিলেন ;)

অনেক ভাল লাগলো ।


++++

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৭

রাকু হাসান বলেছেন:

অনেক ধন্যবাদ ভাই। প্লাসে একরাশ শুভেচ্ছা ।

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:

ভাত মাছ তো সবাই খায়, আপনি দেশের জাতীয় মাছ ইলিশ মাছের কোরমা খান, ভাত ছাড়া মাছ খেয়েই দেখুন না কেমেন লাগে। আশা করি অনেক দিন মনে থাকবে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৮

রাকু হাসান বলেছেন:

দাওয়াত গ্রহণ করলাম ভাইয়া। অনেক শুভেচ্ছা ভালো্ থাকেবন।

১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্ট সরাসরি প্রিয়তে গেল !

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৮

রাকু হাসান বলেছেন:

শ্রদ্ধা ও শুভকামনা ধন্যবাদ ও কৃতজ্ঞতা থাকলো ।

১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৫

হাফিজ বিন শামসী বলেছেন: খুবই সাহায্যকারী পোস্ট। ধন্যবাদ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৫

রাকু হাসান বলেছেন:

অনেক ধন্যবাদ শামসী ভাই । আপনি ব্লগে একটু বেশি লিখুন সেটা চাইবো । ভালো থাকুন ।

২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: দারুন পোস্ট। দরকারি পোস্ট।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০

রাকু হাসান বলেছেন:


অনেক ধন্যবাদ ভাইয়া । দেরি হলো উত্তর করতে । দুঃখ প্রকাশ করছি।

২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

আরোগ্য বলেছেন: প্রিয় রাকু ভাই,
ব্যস্ত নাকি? উপরে পাঁচ তারিখের মন্তব্যের এখন উত্তর প্রদান করেন নি। আশা করি সুস্থ আছেন।

জানতে চেয়েছিলেন কোন ভাষার জনপ্রিয়তা বেশি। আমি যতদূর জানতে পেরেছি তা হল স্প্যানিশ ভাষা। নতুন কোন ভাষায় আপনাকেও আমন্ত্রণ জানাই। অগ্রিম শুভেচ্ছা রইলো।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

রাকু হাসান বলেছেন:

ভাই নেট জটিলতায় ছিলাম । সুস্থ আছি আরোগ্য ভাই। ইচ্ছা আছে নতুন একটি ভাষা শেখার । চেষ্টা থাকবে আমন্ত্রণ গ্রহণ করার জন্য। স্প্যানিশ ভাষার জনপ্রিয়তা আছে ,সেটি আমি অন্য মারফতও জানতে পেরেছি। চায়নিজ ভাষাটাও খারাপ নয় এশিয়া ও .এশিয়ার কথায় বিবেচনায় । সিদ্ধান্ত নিই নি । ভালো থাকবেন । তো কথা হচ্ছে পোস্টে ।

২২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১০

শায়মা বলেছেন: শহীদ বানান শহিদ নাকি!!!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০১

রাকু হাসান বলেছেন:

বাংলা একাডেমির বানান অভিধানে সর্বশেষ সংস্করণে শহিদ বানানটি শুদ্ধ হিসাবে থাকার কথা । ধন্যবাদ আপু ।

২৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:২০

উম্মে সায়মা বলেছেন: বাহ খুব ভালো পোস্ট তো! ভীষণ দরকারি। ধন্যবাদ

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৭

রাকু হাসান বলেছেন:

অনেক ধন্যবাদ আপু । অনেক দিন পর ব্লগে আসলেন । আশা করছি লিখবেন আবারও । শুভরাত্রি ।

২৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২৫

চাঙ্কু বলেছেন: সুন্দর পোষ্ট জেডা। এখনও ঠিক মত বাংলা লেখতে পারি না। আফসুস তবে ঠিক মত লেখতে না পারলে তোমার পোষ্টে এসে চেক করে যাব :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৮

রাকু হাসান বলেছেন:

হ জেডা ভাল আছি । জেডা কাছে একটা পোস্ট পাওনা :( অনেক দিন ..........

২৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮

অন্তরন্তর বলেছেন: খুব ভাল পোস্ট। আমার বানান অনেক ভুল হয়। আসলে অভ্র কি বোর্ডে অনেক সময় ইচ্ছের বিরুদ্ধেও ভুল হয়ে যায়। বানান নিয়ে বাঘ মামা তার প্রোফাইল এ একটা কথা লিখত, তা হল বানান নিয়ে বাঘ ভাবে না। অনেক দিন উনার কোন পোস্ট বা মন্তব্য দেখি না। উনার মন্তব্য এক একটা পোস্ট হবার মত ছিল। আমি উনার পোস্ট পড়ার জন্য ব্লগে অপেক্ষা করতাম।
অনেকদিন পর আপনার ব্লগে আসলাম। ভাল থাকুন। শুভ কামনা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৫

রাকু হাসান বলেছেন:


আসলেই অনেক দিনপর আপনাকে দেখতে পেলাম । মিস করেছি । আপনার ব্লগে একটি পোস্টও নেই যে যেখানে গিয়ে একটু খোঁজ নিব । তাই চিন্তিত ছিলাম আমি । অবশেষে যখন ব্লগে দেখছিলাম তখন ভালো লাগছে । নিরেট পাঠকের আগমনে আমি খুশি । শুভেচ্ছা ও শুভরাত্রি ।

২৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৪০

বলেছেন: সবকিছুতে দেরি করে ফেলি।।।
অতীব মুল্যবান ও উপকারী পোষ্টটি প্রিয়তে নিলাম তুলে।।।

শুভেচ্ছা ও ভালোবাসা রইল ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৭

রাকু হাসান বলেছেন:

ভাই আশা রাখছি ভালো আছ । প্রিয়তে নেওয়ায় কৃত্রিম ভালোবাসা রইলো । বানান নিয়ে আরও লেখা দরকার । ভালো থাক সব সময় । শুভরাত্রি জানাচ্ছি ।

২৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্যার , আমি বিনা বেতনে অধ্যয়ন করার সুযোগ দিয়ে বাধিত করেছেন !! পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করছি।
পোস্ট প্রিয়তে +++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৩

রাকু হাসান বলেছেন:

স্যার বলাতে লজ্জা পেলাম আমি । অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনি । দেরিতে উত্তর করায় দুঃখ প্রকাশ করছি।

২৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩

নীল আকাশ বলেছেন: রাকু ভাই,
আবার এসে পড়ে গেলাম। যখনই দরকার পড়বে এসে দেখে যাব।
ধন্যবাদ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৫

রাকু হাসান বলেছেন:

ভালো লাগলো । খুব অনিয়মিত হয়ে গেলাম ভাই। আপনার ব্লগের নতুন লেখা কিছু পড়েছি । আরেকটু পড়ে মন্তব্য জানাবো । আপনি নতুন করে ফিরছেন এটা ভালো লাগছে । নীল ভাই ।

২৯| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৭

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত প্রয়োজনীয় একটি পোস্ট। + +
সব সময় হাতের কাছে রাখা প্রয়োজন। তাই "প্রিয়" তে তুলে নিলাম।

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২১

রাকু হাসান বলেছেন:

অনেক ধন্যবাদ স্যার । প্রিয়তে স্থান পেলাম । প্রিয়তে স্থান পাওয়াটা খুৃব আনন্দের । আপনার শুভকামনা করছি । ভালো থাকবেন আপনি। আপনাদের অনুপ্রেরণা বানান নিয়ে পোস্ট করার উৎসাহ জোগায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.