নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Be Simple

রাকু হাসান

সাদামাটা জীবন পছন্দ । ভালোবাসা ছড়িয়ে দাও ।ভালোবাসো এ দেশ,মানুষ,প্রকৃতি কে ।

রাকু হাসান › বিস্তারিত পোস্টঃ

মুক্তির নাভিশ্বাস

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৩৯

টলটল চোখ,
টনটন বুক ।
ঝুরঝুর প্রশ্বাস,
মুক্তির নাভিশ্বাস ।
শেষ মাতম,
পৃথিবী ফেটে চৌচির হয়ে যাবার জখম।
মূত্র পানে তৃপ্তির টানে ,
প্রশান্ত সমান নিশ্বাসে।
অন্তহীন মহাকাশের পথে যাত্রা,
লালিত প্রাণোপাখির মুক্ত উড়াল।
সহ্য না হতেই অসহ্য আঘাত,
রন্ধ্যে রন্ধ্যে অপঘাত।
প্রাণো ভ্রমরার নীড়ের খোঁজে,
২১ কোটি আলোকবর্ষের যাত্রা শেষে-
নিদান পরিণতির অশ্রুদান বাংলাদেশে।
মরলে পরে হুস হবে বাঙালির ।

মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ২:০১

ঠাকুরমাহমুদ বলেছেন: মরলে পরে হুস হবে বাঙালির - হুস হয়েছে কি?

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ২:০৬

রাকু হাসান বলেছেন:

যে মরবে তাঁর হুস হওয়ার কথা বলতে চেয়েছি।ধন্যবাদ ভাই । আবরারের বিষয়টা খুব পীড়া দিচ্ছিলো।তাই আনাড়ী কিছু একটা লিখে ছেড়ে দিয়ে মানসিক শান্তি পেলাম।

২| ০৮ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:২২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট ভাই,

প্রবল গতিতে ট্রেন চলছে। আর 10 মিনিটের মধ্যে ট্রেন থেকে নামতে হবে। সবাই আমরা তৈরি। এসময়ে তোমার পোস্ট দেখে লগ ইন।

ভালো লিখেছ। নতুন একটি শব্দের সাথে পরিচিত হলাম 'মাতম'। বাস্তবিক আমরা শোকাতুর ও লজ্জিত। সভ্য মানুষ হিসেবে আমরা মুখ দেখানোর অধিকার হারিয়েছি।

শুভকামনা ও ভালোবাসা জানবে।

০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৩

রাকু হাসান বলেছেন:


খুব মুগ্ধ হলাম যে পরিস্থিতিতে পড়লে কবিতাটি । বাস্তবিক আমরা শোকাতুর ও লজ্জিত। সভ্য মানুষ হিসেবে আমরা মুখ দেখানোর অধিকার হারিয়েছি।-- জাতিগত ভাবে উপমহাদেশ কোনো সময় খুব একটা সভ্য ছিল না । এখনও সভ্য হওয়ার চেষ্টা করি না । সভ্যতা আমরা আমাদের রক্তে আর সেটা যেভাবে অতঃপতনের দিকে ধাবিত হচ্ছে ক্রমশ তা উদ্বেগজনক বটে।
শুভকামনা ভাই । শুভেচ্ছা না্ও ।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:৩০

বলেছেন: বেহুঁশের আবার হুঁশ --!!!!

সেলুকাস।।।।।

০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৪

রাকু হাসান বলেছেন:

সুন্দর বলেছ এক কথায় । ভালো থাক । নিরাপদে থাক ।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৪

রাকু হাসান বলেছেন:


ধন্যবাদ ভাইয়া ।

৫| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৩

আরোগ্য বলেছেন: না রাকু ভাই মুক্তি নেই। অনিয়ম ও নৃশংসতার বেড়াজালে আবদ্ধ আমরা । দুঃখজনক। কি হবে আমাদের। এসবের শেষ কোথায়?

১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

রাকু হাসান বলেছেন:

মনে হয় ধ্বংসের আগে শেষ নেই । কেমন আছেন ? দারুণ কাব্যিক এক চিঠি লিখলেন । মন্তব্য বন্ধ করে দিয়ে ভালো করেছেন । আবরারের প্রতি আপনার শ্রদ্ধাটা ভালো লেগেছে।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৯

শেহজাদী১৯ বলেছেন: এসবের শেষ নাই।

২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৪

রাকু হাসান বলেছেন:

হুম প্রথম আসলেন ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন ।

৭| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: বেহুঁশ জাতির আর হুঁশ হবে কবে, কে জানে!

২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৫

রাকু হাসান বলেছেন:


সেটাই প্রশ্ন স্যার । হয়তো বা এই জীবনে সেই সুদিন আমরা দেখবো না । আশা করছি আপনার স্বাস্থ্য ভালো আছে । দেরিতে উত্তর দেওয়াতে দুঃখ প্রকাশ করছি স্যার । সালাম জানবেন আমার ।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

জুন বলেছেন: নাভিশ্বাস উঠেছে হাতেগোনা কিছু মানুষ ছাড়া আর সবারই ।
মুক্তি আসুক রাকু হাসান এটাই কামনা আমারও ।
সুন্দর কবিতায় প্লাস ।
+

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫০

রাকু হাসান বলেছেন:

প্লাসে ও মন্তব্যে শুভেচ্ছা আপু । আশা করছি ভালো আছেন । অনেক দিন পর ব্লগে এত পাঠক ও ব্লগার দেখে ভালো লাগছে।

৯| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০১

অন্তরন্তর বলেছেন: বিরাট এক চাওয়া যা হল মুক্তি। শুধু আমাদের দেশ নয় পৃথিবীর প্রায় সব দেশেই এই মুক্তির আনন্দ নেই রাকু হাসান। অনেক অনেক দেশ ঘুরেছি এক সময়, প্রায় সকল দেশের সাধারন জনগনের নাভিশ্বাস অনেকটা একই। আমাদের দেশে একটু বেশি শুধু আমাদের জনগণের নির্বুদ্ধিতার জন্য। আমরা ভুল লোকদের অথবা ডাকাত, খুনিদের ভোট দিয়ে তাদের কাছে দেশ এবং জনগণের উন্নয়নের আশা করি। আমার সাথে আপনার হয়ত এব্যাপারে দ্বিমত হতে পারে। কিন্তু আমি মনে করি আমরা জনগণ ইচ্ছে করেই আজ এ অবস্থায় এসেছি। শুভ কামনা ।

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৬

রাকু হাসান বলেছেন:


দ্বিমত না ভাই একমত আপনার সাথে । আমরা যেসব ফলাফল ভোগ করছি তার জন্যই প্রথম আমরাই দায়ী । সুন্দর মন্তব্য রেখেছেন আপনি । আপনি ব্লগে না থাকলে মিস করি আমি । একান্ত সৎ পাঠক আপনি ।

১০| ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পর বাবুকে লগইন দেখে খুশি হলাম।
জানিনা ব্যস্ততা কেটেছে কিনা।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০২

রাকু হাসান বলেছেন:

ভাইয়া একটু সময়ের জন্য লগ ইন করতে পেরেছিলাম । সেটাই দেখেছ । আসতে মন চাইলেও আসতে পারেনি । ব্লগিংটা ব্যস্ততার মাঝে উপভোগ করি না । ব্যস্ততা কি শেষ হবার । মৃত্যু পর্যন্ত থাকবেই । আছি তোমাদের সাথেই । কেমন আছ ?

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৪

নীল আকাশ বলেছেন: বাংলাদেশিদের হুস মরার পরেও হবে না।
কোন খবর নেই কেন আপনার ?
কেমন আছেন।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৩

রাকু হাসান বলেছেন:

ভাই ব্যস্ততা গ্রাস করেছে । আসলাম খোঁজ খবর নিতে । আমি ভালো আছি । আপনার কি খবর নীল ভাই ।

১২| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১৬

খায়রুল আহসান বলেছেন: "শেষ মাতম,
পৃথিবী ফেটে চৌ্চির হয়ে যাবার জখম"
- চমৎকার!

২৬ শে মে, ২০২০ দুপুর ২:১৭

রাকু হাসান বলেছেন:


এই কবিতার এই লাইনটি আমার কাছে সবেচেয় প্রিয় । আপনি সেটা তুলে ধরলেন । অসংখ্যা ধন্যবাদ। সময় মত উত্তর দিতে পারার জন্য দুঃখ প্রকাশ করছি । ক্ষমা করবেন স্যার। আসসালামু আলাইকুম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.