নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারানা বার্গের নাম ইতিহাস ভুলবে না । আমরাও ভুলি নি।রাতারাতি বিশ্ব মিডিয়ার দৃষ্টি কেড়ে নেওয়া সেই মহিলা এখন ইতিহাসের নায়ক।হ্যাঁ সামাজিক যোগযোগ মাধ্যমে #মিটু আন্দোলনের স্রষ্টা তারানা বার্গের কথাই বলছি। সামাজিক যোগাযোগ মাধ্যম যে আন্দোলনের বড় মাধ্যম সেটা ভার্চুয়ালি আবার প্রমাণ করলেন তিনি । সেই দুনিয়া কাঁপানো আন্দোলনের পেছনের পর্দার নায়ক বলতে হবে #(হ্যাশ ট্যাগ) কে। আপনার কি বোর্ডের বাম পাশে থাকা বাটনটি সেটি।আজকের লেখা এই ক্ষুদ্র হ্যাশ ট্যাগ নিয়েই।
হ্যাশট্যাগ (ইংরেজি: Hashtag) একটি শব্দ অথবা অ-ব্যবধানযুক্ত শব্দগুচ্ছের সামনে যুক্ত হ্যাশ চিহ্ন ("#")। এটি মেটাডাটা ট্যাগের একটি ফর্ম। ফেসবুকে বা অন্য কোনো সামাজিক যোগাযোগের সাইট যেমন: টুইটার, গুগল প্লাস, ইন্সটাগ্রাম ইত্যাদিতে কোনো শব্দের পূর্বে স্পেস না দিয়ে '#' (হ্যাশ) প্রতীকটি যুক্ত করলে লেখাটি নীল বর্ণ ধারণ করে এবং একটি আলাদা ওয়েবলিংকে পরিণত হয়।হ্যাশ ট্যাগ নাম্বার কিংবা লেটার দুটিই হতে পারে । যেমন : #somewhereinblog ।
প্রথম হ্যাশ ট্যাগের প্রচলন শুরু হয় 2007 সালে।
মূলত সামাজিক যোগযোগ মাধ্যমে তথ্য ব্যাপক মানুষের কাছে পৌঁছে দিতে এটি ব্যবহার করা হয়। আপনার প্রকাশ কৃত লেখা কিংবা ভিডিওতে হ্যাশ ট্যাগ জুড়ে দেন তাহলে অবশ্যই অধিক মানুষের কাছে পৌঁছাবে। হ্যাশ ট্যাগের ক্ষতিকর দিকও আছে। সেটা পরে বলছি।
পণ্যের প্রচার-প্রসারে হ্যাশ ট্যাগ বেশি ব্যবহৃত হয়। কোন আলোচিত বিষয়ে হ্যাশ ব্যবহার করলে তা সহজেই অন্য ব্যবহারকারীর কাছে পৌঁছায়।কে না চায় ,নিজের সন্তানতূল্য লেখাটি বেশি মানুষ পড়ুক? নিজের ব্যবসায়িক পণ্যটি অধিক মানুষের দ্বারগোঁড়ায় চলে যাক?
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা হ্যাশ ট্যাগ ব্যবহার করে সার্চ যখন সার্চ করবে তখন আপনার হ্যাশ ট্যাগের সাথে মিল থাকলে তা অনুসন্ধানী ভিজিটরের কাছে চলে যাবে। ভাল লাগলে আপনার হ্যাশ ট্যাগে ক্লিক করবে। এছাড়াও হ্যাশ ট্যাগ ব্যবহার করে সচেতনতা তৈরি করা যায় । আমি যদি লিখি #ধন্যবাদ চিকিৎসক ,তাহলে এই সংক্লান্ত সার্চ রেজাল্টে দেখাবে। ভাল ফলাফল পেতে অবশ্যই হ্যাশ ট্যাগের ব্যবহার জানতে হবে । বলে রাখা ভালো। হ্যাশ ট্যাগ ছাড়া , হ্যাশ ট্যাগে আপনি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন না । যেমন : %,৳,@,}{ ইত্যাদিন । স্পেশাল ক্যারেক্টার সর্ম্পকে জানতে এখানে ক্লিক করতে পারেন। হ্যাশ ট্যাগ নিজেই একটি স্পেশাল ক্যারেক্টার।কোন স্পেস ছাড়া একটি শব্দে লিখতে হবে হ্যাশ ট্যাগ।শুধুমাত্র নীল অংশটিই হ্যাশ হিসাবে চিহ্নিত হবে।
একেক প্লাটফর্মে একেক রকম হ্যাশট্যাগ অনুসরণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিজ নিজ নীতিমালা অনুসরন করে।
হ্যাশ ট্যাগ সব সময় ছোট এবং সহজ রাখতে হবে ।যাতে করে সাধারণরাও বুঝতে পারে।
সবাই মনে রাখতে পারে এমন হ্যাশ ট্যাগ ব্যবহারের পরামর্শ দেয় ফেসবুক।হ্যাশ ট্যাগ লিখলেন ,ইংরেজি বা বাংলা অক্ষর ঠিক ঠাক মত হলো কিনা ,এসব নিয়ে ভাবনার পরিশ্রম থেকে মুক্তি দিয়েছে ফেসবুক। তাই উচ্চারণের ব্যাপারটা এখানে নেই। আপনার যে বিষয়ে লেখা,ভিডিও ইত্যাদি । সেই বিষয়েই হ্যাশ ট্যাগ ব্যবহার করতে হবে । অন্যতায় সমস্যায় পড়তে পারেন।অনেকে মার্কেটিংয়ের জন্য পোস্টের সাথে সম্পর্ক নেই এমন হ্যাশট্যাগ ব্যবহার করে । এটা একটি ধরনের প্রতারণা অনলাইন মাধ্যমে
বি.দ্র আগেই লিখছিলাম ।আরও তথ্য যোগ করার ইচ্ছা ছিল বলতে পারেন জানা জিনিসের অপূর্ণাঙ্গ লেখা।
২| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যবহারটা জেনে নিলাম। আগে একবার জেনেছিলাম ফেইসবুকের জন্য, ভুলে গেছিলাম। ধন্যবাদ পোস্টের জন্য।
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৬
রাকু হাসান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া। আশা করছি ভালো আছেন।
৩| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: উপর উপর দিকে গেলাম হ্যাশ ট্যাগ সম্পর্কে। সময় নিয়ে আবার আসছি...
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৭
রাকু হাসান বলেছেন:
ওকে ভাইয়া। অপেক্ষায় থাকলাম। কি খবর তোমার সব মিলিয়ে।
৪| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৪
শায়মা বলেছেন: হ্যাশ ট্যাগ জীবনেও লাগাই না রাকুমনি!!!
১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৮
রাকু হাসান বলেছেন:
তুমি তো হ্যাশ ট্যাগ ছাড়াই কাঁপায়া দাও ...
৫| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩২
ঢুকিচেপা বলেছেন: বেশ ভাল হয়েছে। জেনে গেলাম।
২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৭
রাকু হাসান বলেছেন:
বেশ পড়ছেন আপনি । ধন্যবাদ নিবেন ভাই।
৬| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১:১১
নেওয়াজ আলি বলেছেন: আরো একজন অন্য জায়গায় এইটা নিয়ে লিখেছে । জেনে নিলাম আবার।
২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৮
রাকু হাসান বলেছেন:
হ্যাঁ.. অনেক ধন্যবাদ ।
৭| ২০ শে আগস্ট, ২০২০ ভোর ৪:৩৭
আনমোনা বলেছেন: অনেকদিনের কৌতুহল ছিলো, আজকে জানলাম।
২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৮
রাকু হাসান বলেছেন:
ভাল লাগলো মনাপু .।ভাল থাকুন। শুভেচ্ছা রইলো
৮| ২০ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৫২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এ বিষয়ে পূর্নাঙ্গ পোস্ট দিন। হ্যাশ ট্যাগের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানলাম না।
২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২০
রাকু হাসান বলেছেন:
ওকে গুরুজী ..চেষ্টা থাকবে লেখার। আসলে পোস্টটি যে প্রবাহে শুরু হয়েছে সেই মত করে শেষ করিনি।
৯| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: এ বিষয় গুলো আমার একেবারেই জানা ছিলো না।
২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২০
রাকু হাসান বলেছেন:
জনতার ব্লগার রাজীব ভাই আশা করছি ভাল আছেন।
১০| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: রাকু হাসান ভাই প্রয়োজনীয় ও শিক্ষামূলক পোস্টের জন্য অনেক ধন্যবাদ। এই ব্যাপারে জানা ছিল না। আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। ভালো থাকবেন।
২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২১
রাকু হাসান বলেছেন:
জেনে ভাল লাগলো। চেষ্টা করছি গম্ভীর টপিক বাদ দিয়ে সাধাররণ প্রচলিত টপকে লিখতে। অনেক ধন্যবাদ।
১১| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২৯
অজ্ঞ বালক বলেছেন: সুন্দর পোস্ট, এইটা নিয়া অবশ্য আগে পড়সিলাম তাই অনেক কিছু জানা ছিল।
২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৪
রাকু হাসান বলেছেন:
হুম টপিকটা পরিচিত ...অনেকেই জানবে ....কেন জানি আমাকে সন্তুষ্ট করার মত বাংলা লেখা পাচ্ছিলাম না ,তাই একটু বিস্তারিত লেখার ইচ্ছা নিয়েই বসছিলাম । যাক আপনাকে ধন্যবাদ । শুভকামনা করছি আপনার জন্য।
১২| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হালকা জানা একটু ভারী জানা হলো জানাপু নয় কিন্তুক হা হা হা
ভাল লাগলো।
বাকী টুকুর অপেক্ষায় - - -
২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৬
রাকু হাসান বলেছেন:
হাহাহাহা জানা জিনিস জানা হলো আর সেটা জানার প্রতিষ্ঠিত জানা মাধ্যমেই । জানাটা দরকার ,না জানার ভাত নাই । জানাটা ঠিক মত হলে ঠেকায় কে ... অনেক ভালোবাসা ভাইয়া... শুভরাত্রি।
১৩| ২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: খুব অল্প ধারণা ছিল। তোমার পোস্টের মাধ্যমে আরও কিছু জানতে পারলাম। ধন্যবাদ তোমাকে।
আমার সব খবর ঠিক আছে। আশাকরি তোমাদেরো সব ঠিকঠাক আছে।
শুভ কামনা প্রিয় ছোট ভাইকে।
২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৫
রাকু হাসান বলেছেন:
আবার আসলে .... ,হুম ভাল আছি..তোমার ভাল থাকার খবর পেয়ে ভাল লাগলো। তবে স্বাভাবিক জীবনে ফিরতে বড্ড অস্থির হয়ে যাচ্ছি দিনকে দিন ।
শ্রদ্ধা নিও ভাইয়া। শুভরাত্রি।
১৪| ২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৭
সামু পাগলা০০৭ বলেছেন: হেই রাকিব!
পোস্ট আগেই দেখেছিলাম, কিন্তু তখন মোবাইলে থাকায় মন্তব্য করা হয়নি। এখন এলাম।
প্রথম মন্তব্যে যা বলেছেন সেটা কিছুটা ঠিক কিছুটা ভুল। অনেকেই জানেন কিন্তু আমার মা ই যেমন, আমাকে জিজ্ঞেস করতেন "সবাই এত #হ্যাশ ট্যাগ #হ্যাশ ট্যাগ করে এর মানে কি!?" আগের জেনারশনের অনেকেই ব্লগে আছেন তারা হয়ত # শুনলেও মানে অথবা ব্যবহার জানতেন না। আর আমরা যারা ইয়াং তাদের জানাটাও অনেকটা না জানার মতোই। আমরা কিভাবে ব্যবহার করতে হয় জানি কিন্তু এর অনেক ডিটেইলস জানিনা।
সবদিক দিয়েই আপনার পোস্টটি সাধারণ মনে হলেও আসলে অনেকেরই প্রচুর কাজের জিনিস। এজন্যে পোস্টে বিশাল লাইক। টেকনোলজি পোস্ট অনেক কম ব্লগার লেখেন, বাঁচিয়ে রাখুন এই ক্যাটাগরিকে এভাবেই ব্লগের বুকে।
২০ শে আগস্ট, ২০২০ রাত ১১:০০
রাকু হাসান বলেছেন:
আরেহ..পাগল যে .. সামু পাগলা আপু। আমরা জানতে পারি সহজেই কিন্তু জানি না । অনলাইন মাধ্যমে হাজারো শিক্ষতি ,স্বপ্ল শিক্ষিতরা ব্যবসা করছে । তারা বাংলা অনেক কিছুই খোঁজে তাদের জন্য যদি প্রাথমিক ধারণাটাও হয় তাহলে উপকৃত হব নিজে। কিছু তথ্য যুক্ত করে অতিরঞ্জিত করা যেত ..তখন হয়ত বিষয়টা তাত্ত্বিক হয়ে যেত.. তাই একটু বিরত থাকলাম। সামু অতীত ইতিহাস থেকে ধারণা পাই টেক বিষয়ক লেখা কমই আসত। এই জায়গায় অন্য ব্লগ থেকে সামু পেছনে বলব। তবে সাহিত্যের ক্ষেত্রে তো তুলনা নেই।
আশা করছি খুব দ্রুত আমরা ক্রিকেট নিয়ে আড্ডা দিতে পারব। সামনে মানে শুনলাম সূচি করল বিসিবি।
শুভেচ্ছা ও শুভরাত্রি।
১৫| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জনতার ব্লগার রাজীব ভাই আশা করছি ভাল আছেন।
সত্যি কথা বললে, বলব আমি ভালো নেই।
২০ শে আগস্ট, ২০২০ রাত ১১:০৬
রাকু হাসান বলেছেন:
ভাই কেউ ভাল নেই বলতে গেলে। ভাল থাকুন সেই কামনা করছি।
১৬| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১১:০৯
খায়রুল আহসান বলেছেন: আমিও অনেককে #হ্যাশ ট্যাগ #হ্যাশ ট্যাগ করতে শুনতাম। কিছুটা ধারণা করতে পারলেও, নিশ্চিতভাবে কিছু জানতাম না। আপনার এ পোস্ট পড়ে তাও কিছুটা ধারণা হলো। যেটুকু জানলাম, সেটুকুই সম্বল হয়ে রইলো, এজন্য আপনাকে ধন্যবাদ। তবে মনে হয়, পোস্টটাকে আরো কিছুটা তথ্যসমৃদ্ধ করার অবকাশ আছে।
"তুমি তো হ্যাশ ট্যাগ ছাড়াই কাঁপায়া দাও" - চমৎকার বলেছেন। শ্রেষ্ঠ প্রতিমন্তব্য!
সামু পাগলা০০৭ এর চমৎকার মন্তব্যে 'লাইক'। + +
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩৪
রাকু হাসান বলেছেন:
সাধারণ পাঠকদের কথা ভেবেই লেখা জানি অনেকেই জানেন ....তাদের কে হয়ত লেখাটি খুশি করতে পারবে না।