![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"বাংলাদেশের ম্যাগিতেও রয়েছে ক্ষতিকর সীসা। আর তা শনাক্ত হয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের(বিসিএসআইআর) খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরীক্ষাগারে। তবে সীসা শনাক্ত হওয়ার পর এ সংক্রান্ত রিপোর্ট নিয়ে শুরু হয়েছে টালবাহানা।...কিন্তু এরপর সাত দিন পার হয়ে গেলেও রিপোর্টে কি রয়েছে তা জানায়নি মন্ত্রণালয়। ....প্রতিবেশি দেশ ভারতে বহুজাতিক কোম্পানি নেসলের তৈরি ম্যাগিতে ক্ষতিকর মাত্রায় সীসা পাওয়ার পর দেশটিতে এই খাদ্য নিষিদ্ধ করা হয়েছে।....কিন্তু বাংলাদেশে এখনো এ নিয়ে টালবাহানা অব্যাহত রয়েছে।"
একটি অনলাইন নিউজ পোর্টালে এ সংক্রান্ত বিস্তারিত খবর বেরিয়েছে। দেখে ভয় পাওয়া উচিত কিন্তু ভয় পাচ্ছিনা। আমরা তো এগুলোতে অভ্যস্তই, তাইনা?
আমাদের দেশে শিশু খাদ্য গুড়োদুধে মেলামাইন পাওয়া যায়!
চালে কাকড় পাওয়া যায়!
ফল আর শব্জিতে ফরমালিন পাওয়া যায়!
মরিচের গুড়ায় ইটেরগুড়া পাওয়া যায়!
তরমুজে ডায়িংয়ের রং পাওয়া যায়!!
আরো কত কিছুতে কত কিছু পাওয়া যায়.........!!! এত কিছুনিয়ে ভাবার সময় আছে?
এটা নিয়ে লুকোছাপা না করে নেসলে বলে দিলেই পারে, "জ্বি, অবশ্যই আমরা আপনাদের সীসা খাওয়াচ্ছি, বিনে পয়সায়। নিশ্চিন্তে খান!" দায়িত্বশীল কেউ তাদের পক্ষে সাফাইও গাইতে পারে, "খাবেন না কেন, সীসাই তো, উনারা যখন দিচ্ছেনই খান খান!!"
আমাদের পেট পৃথিবীর সব রকম অখাদ্যে ভরে উঠুক। আগামি প্রজন্মের কাছে আমাদের কোন দায়বদ্ধতা নেই। নিজেরাই বাচিনা, আবার আগামি প্রজন্ম!!
২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৯
রানা সোহেল বলেছেন: হুম! নিজেরাই বাচিনা, আবার আগামি প্রজন্ম!!
২| ২৩ শে জুন, ২০১৫ সকাল ১০:১৯
তন্ময় দেবনাথ 007 বলেছেন: নেসলের মত কম্পানির বিরুদ্ধে আমরা কিছু করতে পারব না । ম্যাগি এই কাহিনির পর জীবনে প্রথম বারের মত দাম কমিয়ে ৫০ টাকা করেছিলো এখন ওদের বিক্রি আরো বেড়েছে
২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:১০
রানা সোহেল বলেছেন: কথায় আছে, বাঙ্গালী ফ্রি পাইলে আলকাতরাও খায়! আর এ তো সীসা! কিছুই না!
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৫ রাত ১১:০১
সুমন কর বলেছেন: আমাদের পেট পৃথিবীর সব রকম অখাদ্যে ভরে উঠুক। আগামি প্রজন্মের কাছে আমাদের কোন দায়বদ্ধতা নেই। নিজেরাই বাচিনা, আবার আগামি প্রজন্ম!!