![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামনে পরীক্ষা,আজ আর নয়
কিছু নিয়মনীতিতো মানতে হয়।
নিছক প্রেম নয় বইকি,
অভিজ্ঞতার অনুভূতি এমনকি
যে আমি আজ নিষ্ক্রিয়।
তোমার উপলব্ধি যাই হোক
আমাদের মূল্যায়ন মেধা সক্রিয়।
হাওয়ার বদল হয়েছে এখন
নির্জন মধুর সন্ধ্যা সঙ্গীতের মতন।
তবু আজ আর নয়,চোখ দুটো
তোমার শেষবার দেখাও,আগামীবার
দেখা হওয়ার আগে এবারের জন্য বিদায়
জুন মাসের তপ্ত বিকেলের অপেক্ষায় থেকো...।