নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজারটা প্রশংসার যোগ্যা তুমি,
তোমাকে আমি বারবার নিন্দা করি,
তোমার প্রশংসা করতে জানিনি না, সত্য।
তুমি এত কেন রাগ করো?
তোমার রাগ ভাঙ্গাতে গিয়ে আমিও
রেগে যাই, মনে হয় তুমি আর
কখনোই অভিমান করবে না
যদি আমি ভালো হয়ে যাই।
কিন্তু আমি আর ভালো হতে পারিনি।
আমি কখনোই তোমাকে ভালো না বেসে থাকতে পারবো না।
তোমার অভিমান আর ভাঙ্গাতে যাব না।
আমার উপলব্ধিটুকু ভুলে ভরা থাক।
এবং তুমি ভালো থেকো ফ।
২| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:২৮
রাসেল রুশো বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৭
বিজন রয় বলেছেন: সুন্দর।
+++