নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমা, ভালো থেকো।হয়তো আবার দেখা হবে।
কোনো এক কবিতায়।
কি লিখবো তোমায় নিয়ে?
হয়তো তোমার হরিণের মত চোখ।
মুখখানা দেখতে চাঁদের মতো।
হাসি হয়তবা সদ্য ফোটা ফুলের কলি।
আমি জানি চোখে তুমি কাজল দাও না,
কিন্তু গায়ের রঙে লজ্জায় লাল হওয়া ফুটে উঠো।
আমিও লজ্জায় আধখানা হই।
তোমার মেঘবরণ কেশ মাটিতে গড়ায় না।
কিন্তু কাধ পেরিয়েছে এটাতো মানতে হবে।
কবিতায় সত্যিই আমাদের দেখা হবে।
২| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫০
রাসেল রুশো বলেছেন: ধন্যবাদ:-:
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪১
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি।অনেক অনেক ভালোলাগা!!