নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন কিছু ভাবতে পছন্দ করি। নিজকে আরো জানতে চাই। শিখতে চাই মানুষের মন।

রাসেল রুশো

রাসেল রুশো › বিস্তারিত পোস্টঃ

তোমায় দেখেছি বলে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২১

পরম দৃষ্টি আমার চিন্তায় কাজ করে না,
তুমি পরম কিন্তু তোমার রূপ পরম নয়।
আজ আবার তোমার রূপ দেখলাম,
বলছি এতো বদলে গেলে কেন?
তুমি স্থায়িত্ব বুঝো না বুঝি?
আমাকে তুমি স্থায়িত্ব শিখিয়েছিলে, ভুলে গেলে?
আজ আবার তোমাকে দেখলাম,
তোমার আগের রূপটা আর নেই।
রাগ করলে? কেন, তুমিইতো বললে যাতে
সত্য বলি।
আজ তোমার রূপ পরিপূর্তা পেতে শুরু করেছে।
হয়তো তুমি এখন পরিণত, তুমি সম্পূর্ণ।
তোমাকে দেখেছি বলেই আজ আমি শান্ত।
তুমি কখনো হৃদয় আকড়ে থাকো না কেন?
তোমাকে শত চেষ্টায়ও বাঁধতে পারিনি।
তুমি পেছলে দাও শৈবালের মতো করে,
তুমি শূণ্যতায় ভেসে ওঠো, আবার মুছে যাও।
তোমাকে দেখেছি বলে ছুঁয়ে দেখতে চেয়েছি,
সমাজ তোমায় আর গ্রহণ করেনি,
তুমি হারিয়ে গেলে,
অথচ দেখো -আবার তুমি ফিরে এলে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

খায়রুল আহসান বলেছেন: তুমি শূণ্যতায় ভেসে ওঠো, আবার মুছে যাও - এটাই তো রহস্য! যার কোন সমাধান নেই। ভেসে ওঠা আর মিলিয়ে যাওয়া নিয়েই কেটে যায় সারাটা জীবন।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

ডট কম ০০৯ বলেছেন: অথচ দেখো -আবার তুমি ফিরে এলে

ফিরতে সবাইকেই হয়!! সবাই ফিরে যাবে একদিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.