নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন কিছু ভাবতে পছন্দ করি। নিজকে আরো জানতে চাই। শিখতে চাই মানুষের মন।

রাসেল রুশো

রাসেল রুশো › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ তুমি দূরে চলে গেলে

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৫

তুমি দূরে চলে গেলে আমার কি হবে
ভেবে দেখেছো কখনো; ফণিমনসা,
তোমার সাময়িক অনুপস্থিতি আমার
স্বীয় অস্তিত্বকে ভুলিয়ে দেয়, ভুলিয়ে দেয়
আমার চারপাশের জগত;ঘিরে ধরে
আলসেমি; হতাশায় বিচ্ছিন্ন হয়ে পড়ি
বলাকা হতে ; নাগরিক ক্লান্তির অবসন্নতায়
মুষরে পড়ে আমার মানবিক চেতনা;
নিঃসঙ্গতা ভুলিয়ে দেয় আমার কর্তব্য-জ্ঞান।

তুমি কুন্তী হতে চেয়ো না, ফণিমনসা।
তোমার স্বৈরাচারে জগত উপকৃত হোক
তুমি তা হেসে উড়িয়ে দিতে চাও!
তুমি দুর্বাসার বর পেতে চাও,
তুমি ভুলে যাও পাণ্ডুপত্নী মাদ্রীকে!
ভুলে যাও কুমারীর প্রতিপালক কুন্তীভোজকে।
সূর্যদেবের প্রেমিকা নও তুমি।
তুমি জগতের ফণিমনসা, উষর মরুর বালি রাশিও
তোমার অন্ন কেড়ে নিতে পারে না,তুমি তা ভুলে যাও!
তুমি হেরে যাও আর হারতে বলো আমাদেরকে?


তুমি দূরে চলে গেলে আমি ভালো থাকবো না জেনো,
তুমি দূরে চলে যাওয়া মানে হেমায়েতপুরে আমাদের আবাস, কিংবা আরেকটি ধূসর সময়ের আগমন।
তুমি দূরে চলে গেলে কেউ ভালো থাকবো না-
তুমি,আমি কিংবা জগতের মানবিকতা।
তুমি স্বৈরাচারী নও, তুমি ফণিমনসা, তুমি বসুধাকন্যা-
তুমি জনকের প্রগতিশীলতার শাণিত চিন্তা,
কিংবা তুমি চেতনা জাগাও হাজারো প্রাণে।
তুমি জগত হতে দূরে চলে যেও না যেন,ফণিমনসা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

মুচি বলেছেন: বিশাল কলেবরের এ কেমন অনুকাব্য !!
কিছুই মাথায় ঢুকলো না ভাই। :(

২| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

রাসেল রুশো বলেছেন: #thanks_for_advice. অনুকাব্য পরিবর্তন করা হয়েছে, ভুলক্রমে কবিতার পরিবর্তে তা লেখা হয়ে গিয়েছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.