নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন কিছু ভাবতে পছন্দ করি। নিজকে আরো জানতে চাই। শিখতে চাই মানুষের মন।

রাসেল রুশো

রাসেল রুশো › বিস্তারিত পোস্টঃ

ফাল্গুন

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২

ফণিমনসা,
সামনে ফাল্গুন আসছে জানোতো!
গাছে গাছে নতুন কুঁড়ি জাগবে,
বাতাসের গতিময় পথের বদল হবে,
শীতলতা কেটে উষ্ণতা আসবে।
তোমার বরফ-কঠিন হৃদয়ে মায়া জাগবে তো!
ফণিমনসা,
সামনে ফাল্গুন আসছে,
এ ফাল্গুনে আমরা পরিণতি পাবো নবযৌবনের,
গাঢ় গাঢ় অনুভূতি আর স্মৃতি উঁকি দেবে মনে!
কোন বিরহবিধুর মধুরতা বইবে না প্রাণে,
সতেজতার আকণ্ঠ প্রতিষেধক গিলবো,বলো।
ফণিমনসা,
সামনের ফাল্গুনে কোকিল ডাকবে,
কুহুরব প্রণয়িনীর প্রাণ নাড়াবে,
শিমুল-পলাশ-কৃষ্ণচূড়ার মাঝে হিড়িক পড়বে
কে আগে ফুটতে পারে;
কে জাগাতে পারে প্রাণে প্রশান্তির স্পন্দন;
তোমার চিত্তের দ্বার খোলা রাখবে তো!
ফণিমনসা,
তুমি বয়সিনী বাংলার ফাল্গুনরূপ,
তুমি যৌবনবতী, সুন্দরতর, অনন্যা;
তুমি জমিনের উর্বর মাটি ; তুমি প্রাকৃতিক।
তোমায় দেখে বিমোহিত হয় এ জগত!
তুমি বসন্তোৎসব, তুমি রমনার বটমূলে প্রাতঃকল্লোল!
তুমি নতুনতের আবাহন;
পুরোনোর মাঝেও তুমি নতুনত্ব!
ফণিমনসা,
তুমি ষোল'য় মেতেছো,
ফাল্গুনে জেগে দেখো প্রাণ আরো জীবন্ত;
তুমি বয়সিনী বাংলার অপরূপ শোভা;
তুমি আমারই অনন্ত মনোলোভা!
তোমারই আশে পৌষ কেটেছে,
মাঘের শীতে জেগেছি রাত;
শীতের বিরহ লাগেনি গায়ে
ভেবেছি ফাল্গুনে আসছো উষ্ণতা দিতে!
ফণিমনসা,
সামনে আবার ফাল্গুন আসছে,
গত ফাল্গুনে জাগিয়েছ যে ধারা,
তা বহমান রাখো ; প্রাণবন্ততায় স্থিত হোক মায়া।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪১

জনৈক অচম ভুত বলেছেন: ফণিমনসার প্রতি আহ্বান ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.